মুম্বই, 10 জুন: বুধবার গভীর রাতে মুম্বই শহরতলির মালাদ অঞ্চলের একটি দ্বিতল বাড়ি ভেঙে মৃত্যু হল 11 জনের ৷ আহত কমপক্ষে 6 জন ৷ চলছে উদ্ধার কাজ ৷
জানা গিয়েছে, বুধবার রাত 11 টা বেজে 10 মিনিট মালাদ বস্তি অঞ্চলের ওই বাড়িটি আচমকাই পাশের একটি ইমারতের উপর হুড়মুড় করে ভেঙে পড়ে ৷ ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে নামে বৃহৎ মুম্বই পৌরনিগম (BMC) ও পুলিশ ৷ ধ্বংসস্তুপ থেকে আহত 17 জনকে উদ্ধার করা গেলেও তাঁদের মধ্যে 11 জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত 6 জন ৷ তাঁদের শহরতলি কান্ডিভালির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
আরও পড়ুন: মহারাষ্ট্রে বহুতল ভেঙে মৃত বেড়ে 20
মঙ্গলবার রাতের পর বুধবার গোটা দিন মৌসমি বায়ুর প্রভাবে বৃষ্টিতে বানভাসী হয় মুম্বই ৷ এর ফলেই দুর্বল দ্বিতল বাড়িটি ভেঙে পড়ে বলে অনুমান করা হচ্ছে ৷ উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসস্তুপের মধ্যে এখনও অনেকে আটকে আছেন ৷ ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে ৷