ETV Bharat / bharat

Death in Road Accident: মহারাষ্ট্রে দু'টি পথ দুর্ঘটনায় 12 জনের মৃত্যু, আহত বহু

মহারাষ্ট্রে মঙ্গলবার দুটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ এই ঘটনায় এখন পর্যন্ত 12 জনের মৃত্যুর হয়েছে ৷ আহত 15 জনের বেশি হাসপাতালে ভরতি ৷

author img

By

Published : May 23, 2023, 2:05 PM IST

road accident
পথ দুর্ঘটনায় মৃত্যু

মুম্বই, 23 মে: মহারাষ্ট্রে দুটি পৃথক দুর্ঘটনায় মঙ্গলবার 12 জনের মৃত্যু হয়েছে । এই দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে । প্রথম ঘটনাটি ঘটেছে অমরাবতী জেলার দরিয়াপুরে । সেখানে টাটা সুমোর সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তাতে একই পরিবারের পাঁচজন নিহত ও সাতজন গুরুতর আহত হয়েছেন । অপর এক ঘটনায় একটি কন্টেইনার এসটি বাসকে ধাক্কা মারে ৷ এই ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে । আজ সকালে বুলদানা জেলার মেহকার সিন্দখেদ রাজার মধ্যে পলাসখেদ চাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে ।

অমরাবতীতে চারচাকা গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ

পারিবারিক অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার সময় খাল্লার থানা এলাকায় ট্রাকটির সঙ্গে চারচাকা গাড়িটির সংঘর্ষ হয় । গাড়িতে ছিলেন 17 জন ৷ এই দুর্ঘটনায় গাড়িতে থাকা একই পরিবারের পাঁচজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আরও সাতজন । তাঁদের অবস্থা আশংকাজনক ৷ আহতদের আগে দরিয়াপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদেরকে দ্রুত জেলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । দুর্ঘটনায় আহতদের মধ্যে শিশুরাও রয়েছে । জানা গিয়েছে, দ্রুতগতিতে আসছিল ট্রাকটি ৷ তার ফলেই সেটির সঙ্গে টাটা সুমো গাড়িটির সংঘর্ষ হয় ৷ সোমবার মধ্যরাতে অমরাবতী দরিয়াপুর হাইওয়েতে এই ঘটনা ঘটে ।

এসটি বাস ও কন্টেইনারের সংঘর্ষে সাতজনের মৃত্যু

মঙ্গলবার সকালে বুলধানা জেলায় একটি রাষ্ট্রীয় পরিবহণ বাসের সঙ্গে একটি কন্টেইনার ট্রাকের সংঘর্ষ হয় ৷ তাতে কমপক্ষে সাতজন নিহত এবং 10 জন আহত হয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নাগপুর পুনে হাইওয়েতে সিন্দখেদ রাজা এবং মেহকারের মধ্যে পলাসখেদ চাক্কা গ্রামের কাছে । পুনে নাগপুর হাইওয়ে থেকে মেহকার যাচ্ছিল বাসটি । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুণে থেকে মেহকারগামী এসটি বাসটির সঙ্গে ধাক্কা লেগে কন্টেইনারটি উলটে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে । আহতদের তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয় । বাসের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷ নিহতদের মধ্যে বাসের চার যাত্রী এবং উভয় গাড়ির চালক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে ।

আরও পড়ুন: বালিয়ায় নৌকাডুবিতে বেশ কয়েকজনের মৃত্যু

মুম্বই, 23 মে: মহারাষ্ট্রে দুটি পৃথক দুর্ঘটনায় মঙ্গলবার 12 জনের মৃত্যু হয়েছে । এই দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে । প্রথম ঘটনাটি ঘটেছে অমরাবতী জেলার দরিয়াপুরে । সেখানে টাটা সুমোর সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তাতে একই পরিবারের পাঁচজন নিহত ও সাতজন গুরুতর আহত হয়েছেন । অপর এক ঘটনায় একটি কন্টেইনার এসটি বাসকে ধাক্কা মারে ৷ এই ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে । আজ সকালে বুলদানা জেলার মেহকার সিন্দখেদ রাজার মধ্যে পলাসখেদ চাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে ।

অমরাবতীতে চারচাকা গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ

পারিবারিক অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার সময় খাল্লার থানা এলাকায় ট্রাকটির সঙ্গে চারচাকা গাড়িটির সংঘর্ষ হয় । গাড়িতে ছিলেন 17 জন ৷ এই দুর্ঘটনায় গাড়িতে থাকা একই পরিবারের পাঁচজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আরও সাতজন । তাঁদের অবস্থা আশংকাজনক ৷ আহতদের আগে দরিয়াপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদেরকে দ্রুত জেলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । দুর্ঘটনায় আহতদের মধ্যে শিশুরাও রয়েছে । জানা গিয়েছে, দ্রুতগতিতে আসছিল ট্রাকটি ৷ তার ফলেই সেটির সঙ্গে টাটা সুমো গাড়িটির সংঘর্ষ হয় ৷ সোমবার মধ্যরাতে অমরাবতী দরিয়াপুর হাইওয়েতে এই ঘটনা ঘটে ।

এসটি বাস ও কন্টেইনারের সংঘর্ষে সাতজনের মৃত্যু

মঙ্গলবার সকালে বুলধানা জেলায় একটি রাষ্ট্রীয় পরিবহণ বাসের সঙ্গে একটি কন্টেইনার ট্রাকের সংঘর্ষ হয় ৷ তাতে কমপক্ষে সাতজন নিহত এবং 10 জন আহত হয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নাগপুর পুনে হাইওয়েতে সিন্দখেদ রাজা এবং মেহকারের মধ্যে পলাসখেদ চাক্কা গ্রামের কাছে । পুনে নাগপুর হাইওয়ে থেকে মেহকার যাচ্ছিল বাসটি । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুণে থেকে মেহকারগামী এসটি বাসটির সঙ্গে ধাক্কা লেগে কন্টেইনারটি উলটে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে । আহতদের তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয় । বাসের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷ নিহতদের মধ্যে বাসের চার যাত্রী এবং উভয় গাড়ির চালক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে ।

আরও পড়ুন: বালিয়ায় নৌকাডুবিতে বেশ কয়েকজনের মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.