ETV Bharat / bharat

Road Accident : ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের চারজনের মৃত্যু - Road Accident

ভিলওয়াড়া জেলার রায়লা থানার অন্তর্গত বেরা চৌরাহতে আজ সকালে একটি ট্রাক ও প্রাইভেট গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় (collision between car and truck in bhilwara ) ৷

Road Accident
দুর্ঘটনা
author img

By

Published : Jan 5, 2022, 11:29 AM IST

ভিলওয়াড়া, 5 ডিসেম্বর : জিটি রোডের উপর প্রবল গতিতে যাচ্ছিল ট্রাক ও গাড়ি ৷ সেই গতিই কেড়ে নিল চারটি প্রাণ ৷ সকাল সকাল পথ দুর্ঘটনা শেষ করে দিল গোটা পরিবারকে ৷ রাজস্থানের ভিলওয়াড়ায় আজ সকালে এই দুর্ঘটনা ঘটে (Road Accident in Bhilwara) ৷

ভিলওয়াড়া জেলার রায়লা থানার অন্তর্গত বেরা চৌরাহতে আজ সকালে একটি ট্রাক ও প্রাইভেট গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দুটি গাড়ির গতি এতটাই বেশি ছিল যে দুর্ঘটনার পর ট্রাকটি উল্টে যায় ৷ প্রাইভেট গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের ৷ তাঁরা একই পরিবারের সদস্য ৷ মৃতদেহগুলি উদ্ধার করতে কালঘাম ছুটে যায় পুলিশের (collision between car and truck in bhilwara) ৷

আরও পড়ুন : Dankuni Train Accident : করোনাবিধির মধ্যেও বাদুরঝোলা ভিড়, ডানকুনিতে ট্রেন থেকে পড়ে মৃত্যু প্রৌঢ়ের

রায়লা থানার পুলিশ জানিয়েছে, রাজসমন্দ জেলার অমরাপুরা গ্রামের বাসিন্দা দেবীলাল তাঁর স্ত্রী, পুত্র এবং পরিবারের আরও এক সদস্যকে নিয়ে জয়পুর থেকে অমরপুরায় নিজের গ্রামে ফিরছিলেন ৷ পথে দুর্ঘটনার কবলে পড়ে চারজনই প্রাণ হারান ৷ ঘটনার পর জিটি রোডের ব্যপক যানজট শুরু হয় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ভিলওয়াড়া, 5 ডিসেম্বর : জিটি রোডের উপর প্রবল গতিতে যাচ্ছিল ট্রাক ও গাড়ি ৷ সেই গতিই কেড়ে নিল চারটি প্রাণ ৷ সকাল সকাল পথ দুর্ঘটনা শেষ করে দিল গোটা পরিবারকে ৷ রাজস্থানের ভিলওয়াড়ায় আজ সকালে এই দুর্ঘটনা ঘটে (Road Accident in Bhilwara) ৷

ভিলওয়াড়া জেলার রায়লা থানার অন্তর্গত বেরা চৌরাহতে আজ সকালে একটি ট্রাক ও প্রাইভেট গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দুটি গাড়ির গতি এতটাই বেশি ছিল যে দুর্ঘটনার পর ট্রাকটি উল্টে যায় ৷ প্রাইভেট গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের ৷ তাঁরা একই পরিবারের সদস্য ৷ মৃতদেহগুলি উদ্ধার করতে কালঘাম ছুটে যায় পুলিশের (collision between car and truck in bhilwara) ৷

আরও পড়ুন : Dankuni Train Accident : করোনাবিধির মধ্যেও বাদুরঝোলা ভিড়, ডানকুনিতে ট্রেন থেকে পড়ে মৃত্যু প্রৌঢ়ের

রায়লা থানার পুলিশ জানিয়েছে, রাজসমন্দ জেলার অমরাপুরা গ্রামের বাসিন্দা দেবীলাল তাঁর স্ত্রী, পুত্র এবং পরিবারের আরও এক সদস্যকে নিয়ে জয়পুর থেকে অমরপুরায় নিজের গ্রামে ফিরছিলেন ৷ পথে দুর্ঘটনার কবলে পড়ে চারজনই প্রাণ হারান ৷ ঘটনার পর জিটি রোডের ব্যপক যানজট শুরু হয় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.