ETV Bharat / bharat

Fire at Timber Depot in Telangana : সেকেন্দ্রাবাদে কাঠের ডিপোয় আগুন, অগ্নিদগ্ধ 11 শ্রমিক

author img

By

Published : Mar 23, 2022, 10:54 AM IST

তেলেঙ্গানায় একটি কাঠের ডিপো আগুন লেগে 11 জন শ্রমিকের মৃত্যু (Several Dead in Major Blaze at Timber Depot in Telangana) ৷ বুধবার ভোররাতের ঘটনায় 4 জন হাসপাতালে ভর্তি ৷ আগুন নিয়ন্ত্রণে আসলেও ৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে ? তা জানা যায়নি ৷

Secunderabad Fire
সেকেন্দ্রাবাদে কাঠের ডিপোয় আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত 11 শ্রমিক

সেকেন্দ্রাবাদ (তেলেঙ্গানা), 23 মার্চ : তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে কাঠের ডিপোয় আগুন ৷ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে 11 জনের মৃত্যু হয়েছে বলে খবর (Several Dead in Major Blaze at Timber Depot in Telangana) ৷ তাঁরা সকলেই শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে ৷ আরও 2 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ আগুন লাগার সময় ওই কাঠের ডিপোর ভিতরে মোট 15 জন ছিলেন বলে জানা গিয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, ডিপোতে প্রচুর কাঠ মজুত ছিল ৷ ফলে দ্রুত আগুন ছড়িয়ে গিয়েছে ৷ দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ কিন্তু, ভিতরে কাঠ মজুত থাকায় আগুনের তীব্রতা খুবই বেশি ছিল ৷ ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ জানা গিয়েছে, মৃত 11 জন এবং বাকি চার শ্রমিক বিহারের বাসিন্দা ৷

আরও পড়ুন : Chetla Chemical Factory Fire : চেতলায় রঙ কারখানায় ভয়াবহ আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

সেকেন্দ্রাবাদের স্টেশন হাউস অফিসার মোহন রাও জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷ তবে, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ বর্তমানে আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ তবে, ঠিক কী কারণে আগুন লাগল ? আর এর পিছনে ব্যক্তির হাত রয়েছে কি না, জানতে তদন্ত শুরু হয়েছে ৷

সেকেন্দ্রাবাদ (তেলেঙ্গানা), 23 মার্চ : তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে কাঠের ডিপোয় আগুন ৷ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে 11 জনের মৃত্যু হয়েছে বলে খবর (Several Dead in Major Blaze at Timber Depot in Telangana) ৷ তাঁরা সকলেই শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে ৷ আরও 2 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ আগুন লাগার সময় ওই কাঠের ডিপোর ভিতরে মোট 15 জন ছিলেন বলে জানা গিয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, ডিপোতে প্রচুর কাঠ মজুত ছিল ৷ ফলে দ্রুত আগুন ছড়িয়ে গিয়েছে ৷ দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ কিন্তু, ভিতরে কাঠ মজুত থাকায় আগুনের তীব্রতা খুবই বেশি ছিল ৷ ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ জানা গিয়েছে, মৃত 11 জন এবং বাকি চার শ্রমিক বিহারের বাসিন্দা ৷

আরও পড়ুন : Chetla Chemical Factory Fire : চেতলায় রঙ কারখানায় ভয়াবহ আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

সেকেন্দ্রাবাদের স্টেশন হাউস অফিসার মোহন রাও জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷ তবে, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ বর্তমানে আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ তবে, ঠিক কী কারণে আগুন লাগল ? আর এর পিছনে ব্যক্তির হাত রয়েছে কি না, জানতে তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.