ETV Bharat / bharat

Bihar Boat Capsize: নৌকাডুবির একদিন পার, বাগমতী নদীতে এখনও নিখোঁজ 10-র বেশি শিশু - বিহারে নৌকাডুবি

বৃহস্পতিবার সকালে বিহারের বাগমতী নদীতে যাত্রী সমেত নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে ৷ এতে 30 এর বেশি শিশু ছিল ৷ 10 জনের বেশি শিশুকে এখনও উদ্ধার করা যায়নি ৷

ETV Bharat
বিহারে নৌকাডুবিতে নিখোঁজ 10টি শিশু
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 11:52 AM IST

মুজফফরপুর, 15 সেপ্টেম্বর: নৌকাডুবির পর একদিন কেটে গিয়েছে ৷ এখনও খোঁজ মেলেনি বহু শিশুর ৷ সেই সংখ্যাটা 10 জনেরও বেশি বলে মনে করা হচ্ছে ৷ বৃহস্পতিবার সকালে বিহারের বাগমতী নদীতে যাত্রীবোঝাই নৌকা ডুবে যায় ৷ ওই নৌকাটিতে 30টিরও বেশি শিশু ছিল বলে জানা গিয়েছে ৷ মুজফফরপুরের কাছে নৌকাটি ডুবে যাওয়ার পরপরই স্থানীয়রাই প্রথমে উদ্ধারে নামে ৷ পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকার্য শুরু করে ৷

তবে সংশ্লিষ্ট দলের আশঙ্কা, বহু শিশু এতক্ষণে নদীর স্রোতে কোথাও ভেসে গিয়েছে ৷ তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে ৷ নৌকাডুবির ঘটনার ভিডিয়ো ফুটেজ এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ৷ তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, বাগমতী নদীতে নৌকাটি উলটে যাওয়ার মুহূর্তে প্রবল স্রোত ছিল ৷ সেই জলের টানে অনেক শিশু ভেসে চলে যাচ্ছে ৷ ওই সময় নদীর ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন সঙ্গে সঙ্গে জীবন বাজি রেখে নদীতে নেমে পড়েন ৷

  • #WATCH | Muzaffarpur, Bihar: On the search operation at the site of the boat capsize, Commandant of NDRF J P Prasad says, "Since yesterday, our NDRF team has been engaged here. We are trying to recover the children who have drowned. Two teams of NDRF are here...The exact figure… pic.twitter.com/6rkQcvTK80

    — ANI (@ANI) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রসঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক জে পি প্রসাদ বলেন, "গতকাল থেকে এনডিআরএফের দু'টি দল এখানে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ৷ আমরা ডুবে যাওয়া শিশুদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ কত জন নিখোঁজ তা স্থানীয়রা সঠিক বলতে পারবেন ৷ তবে মনে করা হচ্ছে 8-10জন শিশুর সন্ধান পাওয়া যাচ্ছে না ৷ নদীতে জলের প্রচণ্ড স্রোত রয়েছে ৷ তবে আমরা হয়তো ওই শিশুদের খুঁজে বের করতে পারব ৷ প্রস্থে নদীটি বিশাল চওড়া নয় ৷"

আরও পড়ুন: মুজফফরপুরে নৌকা ডুবির ঘটনায় এখনও পর্যন্ত উদ্ধার 20 শিশু

ওই নৌকাটিতে ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি শিশু ছিল ৷ বাগমতী নদীতে দুর্ঘটনার খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে ৷ মুখ্যমন্ত্র নীতীশ কুমার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বেনিয়াবাদ ওপি পুলিশ একসঙ্গে এই তল্লাশি অভিযান চালাচ্ছে ৷

মুজফফরপুর, 15 সেপ্টেম্বর: নৌকাডুবির পর একদিন কেটে গিয়েছে ৷ এখনও খোঁজ মেলেনি বহু শিশুর ৷ সেই সংখ্যাটা 10 জনেরও বেশি বলে মনে করা হচ্ছে ৷ বৃহস্পতিবার সকালে বিহারের বাগমতী নদীতে যাত্রীবোঝাই নৌকা ডুবে যায় ৷ ওই নৌকাটিতে 30টিরও বেশি শিশু ছিল বলে জানা গিয়েছে ৷ মুজফফরপুরের কাছে নৌকাটি ডুবে যাওয়ার পরপরই স্থানীয়রাই প্রথমে উদ্ধারে নামে ৷ পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকার্য শুরু করে ৷

তবে সংশ্লিষ্ট দলের আশঙ্কা, বহু শিশু এতক্ষণে নদীর স্রোতে কোথাও ভেসে গিয়েছে ৷ তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে ৷ নৌকাডুবির ঘটনার ভিডিয়ো ফুটেজ এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ৷ তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, বাগমতী নদীতে নৌকাটি উলটে যাওয়ার মুহূর্তে প্রবল স্রোত ছিল ৷ সেই জলের টানে অনেক শিশু ভেসে চলে যাচ্ছে ৷ ওই সময় নদীর ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন সঙ্গে সঙ্গে জীবন বাজি রেখে নদীতে নেমে পড়েন ৷

  • #WATCH | Muzaffarpur, Bihar: On the search operation at the site of the boat capsize, Commandant of NDRF J P Prasad says, "Since yesterday, our NDRF team has been engaged here. We are trying to recover the children who have drowned. Two teams of NDRF are here...The exact figure… pic.twitter.com/6rkQcvTK80

    — ANI (@ANI) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রসঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক জে পি প্রসাদ বলেন, "গতকাল থেকে এনডিআরএফের দু'টি দল এখানে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ৷ আমরা ডুবে যাওয়া শিশুদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ কত জন নিখোঁজ তা স্থানীয়রা সঠিক বলতে পারবেন ৷ তবে মনে করা হচ্ছে 8-10জন শিশুর সন্ধান পাওয়া যাচ্ছে না ৷ নদীতে জলের প্রচণ্ড স্রোত রয়েছে ৷ তবে আমরা হয়তো ওই শিশুদের খুঁজে বের করতে পারব ৷ প্রস্থে নদীটি বিশাল চওড়া নয় ৷"

আরও পড়ুন: মুজফফরপুরে নৌকা ডুবির ঘটনায় এখনও পর্যন্ত উদ্ধার 20 শিশু

ওই নৌকাটিতে ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি শিশু ছিল ৷ বাগমতী নদীতে দুর্ঘটনার খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে ৷ মুখ্যমন্ত্র নীতীশ কুমার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বেনিয়াবাদ ওপি পুলিশ একসঙ্গে এই তল্লাশি অভিযান চালাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.