ETV Bharat / bharat

Bus Accident in Delhi: দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে বাসে আগুন, পুড়ে মৃত 2; জখম বহু - বাস দুর্ঘটনা

পুলিশ জানিয়েছে, বাসটি গুরুগ্রাম থেকে জয়পুরের দিকে যাচ্ছিল ৷ দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসটিতে হঠাৎ আগুন লেগে যায় ৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের ৷

ETV Bharat
বাসে আগুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 9:39 AM IST

Updated : Nov 9, 2023, 10:27 AM IST

গুরুগ্রাম, 9 নভেম্বর: একটি বাস দুর্ঘটনায় 2 যাত্রীর মৃত্যু হল ৷ জখম হন বেশ কয়েকজন যাত্রী ৷ তাঁরা একটি স্লিপার বাসে যাচ্ছিলেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে ৷ বাসটি গুরুগ্রাম থেকে জয়পুরের দিকে যাচ্ছিল ৷ বাসটি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ দমকল দফতর জানিয়েছে, আগুন লাগার কারণ কী, তা এখনও জানা যায়নি ৷

বুধবার রাত 8.30 মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল ৷ দিল্লি থেকে জয়পুরগামী ঝারসা উড়ালপুলের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানানো হয় ৷ দমকলের এক উচ্চাধিকারিক জানান, খবর পাওয়া মাত্র দমকলের 3টি গাড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছয় ৷ যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে দু'জন যাত্রীর পুড়ে মৃত্যু হয়েছে ৷ আর বাকি যাত্রীরাও পুড়ে গিয়েছেন ৷ সিভিক হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে ৷ চিকিৎসক জানিয়েছেন, সব জখমদেরই 30-50 শতাংশ পুড়ে গিয়েছে ৷

এর আগে 4 নভেম্বর, গত শনিবার দিল্লির রোহিণী এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে ৷ পার্কিংয়ের জায়গায় স্কুটার ও বাইক দাঁড় করানো ছিল ৷ আর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং লটে ঢুকে পড়ে একটি বাস ৷ এই দুর্ঘটনায় এক ই-রিকশা আরোহীর মৃত্যু হয় ৷ গুরুতর আহত হন 2 পথচারী ৷ সেপ্টেম্বর মাসের 14 তারিখে বিকেল 5টা নাগাদ আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে দিল্লির কাছে 9 নম্বর জাতীয় সড়কের দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে ৷ বাসটি মিরাট থেকে দিল্লির দিকে যাচ্ছিল ৷ পথে হাওয়া হাওয়াই রেস্তোরাঁর কাছে ডিভাইডার ভেঙে নীচে খাদে পড়ে যায় ৷

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং লটে ঢুকে পড়ল সরকারি বাস, দিল্লিতে মৃত এক

গুরুগ্রাম, 9 নভেম্বর: একটি বাস দুর্ঘটনায় 2 যাত্রীর মৃত্যু হল ৷ জখম হন বেশ কয়েকজন যাত্রী ৷ তাঁরা একটি স্লিপার বাসে যাচ্ছিলেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে ৷ বাসটি গুরুগ্রাম থেকে জয়পুরের দিকে যাচ্ছিল ৷ বাসটি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ দমকল দফতর জানিয়েছে, আগুন লাগার কারণ কী, তা এখনও জানা যায়নি ৷

বুধবার রাত 8.30 মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল ৷ দিল্লি থেকে জয়পুরগামী ঝারসা উড়ালপুলের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানানো হয় ৷ দমকলের এক উচ্চাধিকারিক জানান, খবর পাওয়া মাত্র দমকলের 3টি গাড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছয় ৷ যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে দু'জন যাত্রীর পুড়ে মৃত্যু হয়েছে ৷ আর বাকি যাত্রীরাও পুড়ে গিয়েছেন ৷ সিভিক হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে ৷ চিকিৎসক জানিয়েছেন, সব জখমদেরই 30-50 শতাংশ পুড়ে গিয়েছে ৷

এর আগে 4 নভেম্বর, গত শনিবার দিল্লির রোহিণী এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে ৷ পার্কিংয়ের জায়গায় স্কুটার ও বাইক দাঁড় করানো ছিল ৷ আর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং লটে ঢুকে পড়ে একটি বাস ৷ এই দুর্ঘটনায় এক ই-রিকশা আরোহীর মৃত্যু হয় ৷ গুরুতর আহত হন 2 পথচারী ৷ সেপ্টেম্বর মাসের 14 তারিখে বিকেল 5টা নাগাদ আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে দিল্লির কাছে 9 নম্বর জাতীয় সড়কের দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে ৷ বাসটি মিরাট থেকে দিল্লির দিকে যাচ্ছিল ৷ পথে হাওয়া হাওয়াই রেস্তোরাঁর কাছে ডিভাইডার ভেঙে নীচে খাদে পড়ে যায় ৷

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং লটে ঢুকে পড়ল সরকারি বাস, দিল্লিতে মৃত এক

Last Updated : Nov 9, 2023, 10:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.