ETV Bharat / bharat

Uttar Pradesh: বছরের পর বছর কিশোরীকে ধর্ষণের অভিযোগ, নির্যাতিতার বাবা-সহ উত্তরপ্রদেশে পুলিশের হাতে 2 রাজনীতিকও - Bahujan Samaj Party

মেয়েটির মা-ও থানায় আলাদা করে এফআইআর দায়ের করেন । তাতে স্বামী, শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং মানসিক ও শারীরিক নিগ্রহের অভিযোগ আনেন তিনি । ছেলের উপরও স্বামী যৌন নিগ্রহ চালাতেন বলে অভিযোগ এনেছেন নির্যাতিতার মা ৷

several arreseted in rape of a minor in uttarpradesh including sp bsp leaders
কিশোরীর উপর লালসা মেটানোর অভিযোগ
author img

By

Published : Oct 17, 2021, 4:28 PM IST

ললিতপুর, 17 অক্টোবর : উত্তরপ্রদেশে নাবালিকা ধর্ষণকাণ্ডে এ বার নাম জড়িয়ে গেল সমাজবাদী পার্টি (এসপি) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)-রও । মেয়েটির বাবার সঙ্গে মিলে এসপি নেতা তিলক যাদব এবং বিএসপি নেতা দীপক আহিরওয়ারও মেয়েটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ । একই সঙ্গে জুনিয়র ইঞ্জিনিয়ার মহেন্দ্র দুবে নামের এক যুবকের নামেও মামলা দায়ের হয়েছে । গত কয়েক বছর ধরে মেয়েটির উপর তাঁরা লালসা মেটাচ্ছিলেন বলে অভিযোগ ।

কিশোরীকে ধর্ষণের ঘটনায় গত কয়েক দিন ধরে উত্তাল উত্তরপ্রদেশ । পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ললিতপুর ছেড়ে মির্জাপুরে গা ঢাকা দিয়েছিলেন । সেখান থেকে আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন তাঁরা । গোপন সূত্রে খবর পেয়ে মির্জাপুরে হানা দেয় পুলিশ । সেখান থেকে এসপি এবং বিএসপি-র জেলা সভাপতি তিলক এবং দীপককে গ্রেফতার করা হয় । গ্রেফতার করা হয়েছে মহেন্দ্রকেও । রবিবার সকাল পর্যন্ত এই ঘটনায় মোট 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন: Bhopal Accident : বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল দ্রুত গতির গাড়ি, দেখুন ভিডিয়ো

ললিতপুর পুলিশের সুপারিনটেন্ডেন্ট নিখিল পাঠক সংবাদমাধ্যমে বলেন, ‘‘মির্জাপুরের যে হোটেলে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্তরা, সেই হোটেলে হানা দেয় পুলিশের বিশেষ অভিযান দল (এসওজি) ৷ 3 মূল অভিযুক্তের নাগাল মিলেছে ৷ এখনও পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷’’

গত সপ্তাহে ললিতপুরের বাসিন্দা 17 বছরের ওই নির্যাতিতা থানায় বাবা, আত্মীয়স্বজন মিলিয়ে মোট 28 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে । মেয়েটির মা-ও থানায় আলাদা করে এফআইআর দায়ের করেন । তাতে স্বামী, শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং মানসিক ও শারীরিক নিগ্রহের অভিযোগ আনেন তিনি । ছেলের উপরও স্বামী যৌন নিগ্রহ চালাতেন বলে অভিযোগ এনেছেন নির্যাতিতার মা ৷

আরও পড়ুন: kerala flood: ভারী বৃষ্টির জেরে কেরালায় ধস, শবরীমালা দর্শন বন্ধ রাখার অনুরোধ সরকারের

ললিতপুর, 17 অক্টোবর : উত্তরপ্রদেশে নাবালিকা ধর্ষণকাণ্ডে এ বার নাম জড়িয়ে গেল সমাজবাদী পার্টি (এসপি) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)-রও । মেয়েটির বাবার সঙ্গে মিলে এসপি নেতা তিলক যাদব এবং বিএসপি নেতা দীপক আহিরওয়ারও মেয়েটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ । একই সঙ্গে জুনিয়র ইঞ্জিনিয়ার মহেন্দ্র দুবে নামের এক যুবকের নামেও মামলা দায়ের হয়েছে । গত কয়েক বছর ধরে মেয়েটির উপর তাঁরা লালসা মেটাচ্ছিলেন বলে অভিযোগ ।

কিশোরীকে ধর্ষণের ঘটনায় গত কয়েক দিন ধরে উত্তাল উত্তরপ্রদেশ । পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ললিতপুর ছেড়ে মির্জাপুরে গা ঢাকা দিয়েছিলেন । সেখান থেকে আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন তাঁরা । গোপন সূত্রে খবর পেয়ে মির্জাপুরে হানা দেয় পুলিশ । সেখান থেকে এসপি এবং বিএসপি-র জেলা সভাপতি তিলক এবং দীপককে গ্রেফতার করা হয় । গ্রেফতার করা হয়েছে মহেন্দ্রকেও । রবিবার সকাল পর্যন্ত এই ঘটনায় মোট 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন: Bhopal Accident : বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল দ্রুত গতির গাড়ি, দেখুন ভিডিয়ো

ললিতপুর পুলিশের সুপারিনটেন্ডেন্ট নিখিল পাঠক সংবাদমাধ্যমে বলেন, ‘‘মির্জাপুরের যে হোটেলে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্তরা, সেই হোটেলে হানা দেয় পুলিশের বিশেষ অভিযান দল (এসওজি) ৷ 3 মূল অভিযুক্তের নাগাল মিলেছে ৷ এখনও পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷’’

গত সপ্তাহে ললিতপুরের বাসিন্দা 17 বছরের ওই নির্যাতিতা থানায় বাবা, আত্মীয়স্বজন মিলিয়ে মোট 28 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে । মেয়েটির মা-ও থানায় আলাদা করে এফআইআর দায়ের করেন । তাতে স্বামী, শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং মানসিক ও শারীরিক নিগ্রহের অভিযোগ আনেন তিনি । ছেলের উপরও স্বামী যৌন নিগ্রহ চালাতেন বলে অভিযোগ এনেছেন নির্যাতিতার মা ৷

আরও পড়ুন: kerala flood: ভারী বৃষ্টির জেরে কেরালায় ধস, শবরীমালা দর্শন বন্ধ রাখার অনুরোধ সরকারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.