গড়চিরোলি, 12 অগস্ট: প্রসবের জন্য বাড়িতে আসা সাত মাসের গর্ভবতী বোনকে ধর্ষণের অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধেই ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কুরখেদার একটি গ্রামে। দুই ভাইকেই গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, প্রসবের জন্য শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে আসে সাত মাসের অন্তঃসত্ত্বা বোন ৷ তাঁকে বাড়িতেই দুই ভাই ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে ৷ অন্তঃসত্ত্বা বোনকে ধর্ষণের অভিযোগে দুই ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করেছে কুরখেদা থানা পুলিশ। পুলিশ সূত্রের খবর, দুই ভাইই বিবাহিত। গর্ভবতী বোনকে দুই ভাইয়ের ধর্ষণের ঘটনায় গড়চিরোলিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা বোন সাত মাসের অন্তঃসত্ত্বা। সে দিন কয়েক আগেই প্রসবের জন্য বাপের বাড়িতে এসেছিল। গত 10 অগস্ট নির্যাতিতার বাবা-মা কৃষি কাজে বের হয়েছিলেন। অভিযোগ, দুপুর 12টার দিকে নির্যাতিতা বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ভাইয়েরা তাঁকে ধর্ষণ করে। এরপর নির্যাতিতার বাবা-মা বাড়িতে আসার পর ভাইদের কুকীর্তি এবং সংঘটিত নির্যাতনের কথা জানায় নির্যাতিতা। এরপরই মা-বাবার সঙ্গে কুরখেদা থানায় গিয়ে ভাইদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। গর্ভবতী বোনকে নির্যাতনের অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধেই ধর্ষণের মামলা রুজু করে পুলিশ ৷ কুরখেদা পুলিশ জানিয়েছে, দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: রাজদ্রোহর বদলে আসছে রাষ্ট্রদ্রোহ আইন, নয়া বিলে কঠোর সাজার প্রস্তাব
এর আগে নির্যাতিতার বাবা-মা তাঁকে প্রসবের জন্য মাহারে নিয়ে এসেছিলেন। কিন্তু বোনের অসহায়তার সুযোগ নিয়ে ভাইয়েরা তাঁর উপর নির্যাতন চালায়। এরপর পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা রুজু করে ভাইদের আদালতে পেশ করে ৷ জানা গিয়েছে, আদালত তাদের দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ অন্যদিকে, নির্যাতিতা গর্ভবতী হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ ঘটনার জেরে তাঁর অবস্থার অবনতি হয়। পুলিশ সূত্রের খবর, সরকারি হাসপাতালে নির্যাতিতার চিকিৎসার পর তাঁর অবস্থা এখন স্থিতিশীল।