হিসার (হরিয়ানা), 31 মার্চ: বন্ধুর বিয়ের নিমন্ত্রণ খেয়ে আর বাড়ি ফেরা হল না ৷ তার আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা ৷ প্রাণ গেল সাত বন্ধুর ৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে ৷ দুর্ঘটনার খবর মৃতদের সকলের পরিবারকেই জানানো হয়েছে ৷ পরিবারের সদস্যরা শোকে মূহ্যবান ৷ একসঙ্গে সাত বন্ধুকে হারিয়ে হতবাক সদ্য বিয়ের পিঁড়িয়ে বসা যুবকও ৷ শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবারেও ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের আসর বসেছিল বৃহস্পতিবার রাতে ৷ আদমপুরের একটি ম্যারেজ হলে এলাহি আয়োজন করা হয়েছিল ৷ সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন বরের সাতজন বন্ধু ৷ তাঁদের সকলেরই বয়স 22 বছর থেকে 25 বছরের মধ্যে ৷ বিয়েবাড়িতে তাঁরা সকলে খুব আনন্দ করেন ৷ তারপর রাতের খাওয়া সেরে সকলে মিলে বাড়ির পথে রওনা হন ৷ একটি ব্যক্তিগত বাড়ি ফিরছিলেন তাঁরা ৷ এই গাড়িটি মৃতদের আর এক বন্ধুর ৷ কিন্তু, ফেরার পথে আদমপুর এগরোহা মোড়ের নিম আড্ডার কাছে নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক ৷ অত্যন্ত দ্রুত গতিতে থাকা অবস্থাতেই একটি বড় গাছে ধাক্কা মারেন তিনি ৷ তাতে গাড়িটি বেশ কয়েকবার উলটে যায় ৷
এই দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে তার অভিঘাতে গাড়িটি দুমড়ে, মুচড়ে যায় ৷ গাড়ির সামনের অংশটি এতটাই ভেঙে যায় যে সেটিকে ঠিকমতো চেনাই দায় হয়ে ওঠে ৷ দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয় যুবকের ৷ সপ্তমজন গুরুতর জখম হন ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে, শেষমেশ তাঁকেও বাঁচানো যায়নি ৷ শুক্রবার ওই যুবকেরও মৃত্যু হয় ৷
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল গাড়ি, মৃত 7
এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করেছে পুলিশ ৷ যদিও, দুর্ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন, সেটি এখনও স্পষ্ট নয় ৷ কেন তাঁরা এত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন, আর কীভাবেই বা চালক নিয়ন্ত্রণ হারালেন, তাও এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিশ ৷ তারা ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছে ৷ খোঁজা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ৷