ETV Bharat / bharat

তাড়াতাড়ি পাওয়া যাবে কোরোনার ভ্যাকসিন, আশাবাদী সিরামের CEO - এস্ট্রাজ়েনেকা

ইংল্য়ান্ড ও ব্রাজ়িলে ক্লিনিকাল ট্রায়ালের অন্তর্বর্তী বিশ্লেষণের পর AZD1222 ভ্য়াকসিনের কার্যকারিতা নিয়ে ইতিবাচক রিপোর্ট দিয়েছে এস্ট্রাজ়েনেকা ৷ AZD1222 ভ্য়াকসিনের প্রথম ডোজ় 90 শতাংশ কাজ কার্যকরী ছিল ৷ একমাসের মধ্য়ে দু’ভাগে দেওয়া হয়েছিল ৷

serum-institute-of-india-ceo-expresses-delight-at-covishield-vaccine-efficacy
সেরামের ভ্য়াকসিন ‘কোভিডশিল্ডে’র কার্যকরিতা নিয়ে উৎসাহ প্রকাশ সংস্থার CEO’র
author img

By

Published : Nov 23, 2020, 10:31 PM IST

দিল্লি, 23 নভেম্বর : খুব তাড়াতাড়ি কোরোনার ভ্য়াকসিন কোভিডশিল্ড পাওয়া যাবে বলে জানালেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার CEO আদার পুনাওয়ালা ৷ তাদের ভ্য়াকসিনের প্রথমটির ডোজ় প্রায় 90 শতাংশ কার্যকরী এবং দ্বিতীয় ডোজ় প্রায় 62 শতাংশ কার্যকরী বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের CEO ৷ অক্সফোর্ড-এস্ট্রাজ়েনেকা ভ্য়াকসিন ভ্য়াকসিনের সঙ্গে পার্টনারশিপ করে কোভিডশিল্ড তৈরি করছে সিরাম ইনস্টিটিউট ৷

ইংল্য়ান্ড ও ব্রাজ়িলে ক্লিনিকাল ট্রায়ালের অন্তর্বর্তী বিশ্লেষণের পর AZD1222 ভ্য়াকসিনের কার্যকারিতা নিয়ে ইতিবাচক রিপোর্ট দিয়েছে এস্ট্রাজ়েনেকা ৷ AZD1222 ভ্য়াকসিনের প্রথম ডোজ় 90 শতাংশ কাজ কার্যকরী ছিল ৷ একমাসের মধ্য়ে দু’ভাগে দেওয়া হয়েছিল ৷ দ্বিতীয় ক্ষেত্রে ভ্য়াকসিনটি 62 শতাংশ কার্যকরী হয়েছিল, তখন একমাসের মধ্য়ে দু’বার পুরোপুরি ভ্য়াকসিনের প্রয়োগ করা হয়েছিল ৷ যারপরে সিরাম ইনস্টিটিউট ও এস্ট্রাজ়েনেকার তরফে জানানো হয়েছে তাদের কোরোনার ভ্য়াকসিনের কার্যকারিতা মোটের উপর প্রায় 70 শতাংশ ৷

দিল্লি, 23 নভেম্বর : খুব তাড়াতাড়ি কোরোনার ভ্য়াকসিন কোভিডশিল্ড পাওয়া যাবে বলে জানালেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার CEO আদার পুনাওয়ালা ৷ তাদের ভ্য়াকসিনের প্রথমটির ডোজ় প্রায় 90 শতাংশ কার্যকরী এবং দ্বিতীয় ডোজ় প্রায় 62 শতাংশ কার্যকরী বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের CEO ৷ অক্সফোর্ড-এস্ট্রাজ়েনেকা ভ্য়াকসিন ভ্য়াকসিনের সঙ্গে পার্টনারশিপ করে কোভিডশিল্ড তৈরি করছে সিরাম ইনস্টিটিউট ৷

ইংল্য়ান্ড ও ব্রাজ়িলে ক্লিনিকাল ট্রায়ালের অন্তর্বর্তী বিশ্লেষণের পর AZD1222 ভ্য়াকসিনের কার্যকারিতা নিয়ে ইতিবাচক রিপোর্ট দিয়েছে এস্ট্রাজ়েনেকা ৷ AZD1222 ভ্য়াকসিনের প্রথম ডোজ় 90 শতাংশ কাজ কার্যকরী ছিল ৷ একমাসের মধ্য়ে দু’ভাগে দেওয়া হয়েছিল ৷ দ্বিতীয় ক্ষেত্রে ভ্য়াকসিনটি 62 শতাংশ কার্যকরী হয়েছিল, তখন একমাসের মধ্য়ে দু’বার পুরোপুরি ভ্য়াকসিনের প্রয়োগ করা হয়েছিল ৷ যারপরে সিরাম ইনস্টিটিউট ও এস্ট্রাজ়েনেকার তরফে জানানো হয়েছে তাদের কোরোনার ভ্য়াকসিনের কার্যকারিতা মোটের উপর প্রায় 70 শতাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.