ETV Bharat / bharat

Separated Siblings Reunion: দেশভাগে বিচ্ছিন্ন ভাই-বোনের বহু বছর পর পুনর্মিলন শীঘ্রই কর্তারপুর সাহিবে - ভারত পাকিস্তান

দেশভাগে (India Pakistan) বিচ্ছিন্ন ভাই-বোনের পুনর্মিলন খুব শীঘ্রই হতে চলেছে কর্তারপুর সাহিবে (Kartarpur Sahib)৷ লুধিয়ানার বাসিন্দা গুরমেইল সিং দেখা করবেন তাঁর পাকিস্তান নিবাসী ছোট বোন সাকিনা বিবির সঙ্গে (Separated Siblings Reunion)৷

separated-during-partition-siblings-to-meet-at-kartarpur-sahib-soon
দেশভাগে বিচ্ছিন্ন ভাই-বোনের পুনর্মিলন শীঘ্রই কর্তারপুর সাহিবে
author img

By

Published : Oct 13, 2022, 2:52 PM IST

লুধিয়ানা, 13 অক্টোবর: নাড়ির টান ফের মিলিয়ে দিতে চলেছে একে-অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাই-বোনকে (Separated Siblings Reunion)৷ দেশভাগের সময় ভৌগোলিক অবস্থানের কারণে যে বন্ধন ছিঁড়ে গিয়েছিল, তা আবারও জোড়া লাগতে চলেছে ৷ বহু বছর পর পাকিস্তান নিবাসী বোন সাকিনা বিবির সঙ্গে দেখা করার অধীর অপেক্ষায় রয়েছেন লুধিয়ানার গুরমেইল সিং ৷ শিগগিরই কর্তারপুর সাহিবে (Kartarpur Sahib) হতে চলেছে পুনর্মিলন ৷

লুধিয়ানার জসওয়ালে স্ত্রীকে নিয়ে বাস গুরমেইল সিং-এর ৷ তবে তাঁর ছোট বোন সাকিনা বিবি থাকেন পাকিস্তানে ৷ দেশভাগের সময় আলাদা হয়ে গিয়েছিলেন দুই ভাই-বোন ৷ মায়ের সঙ্গে পাকিস্তানে চলে গিয়েছিলেন সাকিনা ৷ আর তাঁর দাদা গুরমেইল বাবার সঙ্গে লুধিয়ানার জসওয়াল গ্রামে থাকা শুরু করেন ৷ এরপর কেটে গিয়েছে কয়েক দশক ৷ এত বছর পর আবারও কাছে আসার সুযোগ এসেছে দুই ভাইবোনের ৷ সৌজন্যে এক পাকিস্তানি (India Pakistan) সাংবাদিক ৷

বোনকে দেখার অপেক্ষায় বিহ্বল গুরমেইল ৷ তিনি বললেন, দেশভাগের কোনও স্মৃতিই আর তাঁর অবশিষ্ট নেই ৷ দীর্ঘদিন দেখা হয়নি বোনের সঙ্গে ৷ ভিডিয়ো কলে সাকিনা ও গুরমেইলের কথা হয়েছে ৷ তবে এ বার সামনা সামনি একে-অপরকে ছুঁয়ে দেখার জন্য ছটফট করছেন দুজনেই ৷ বোনের জন্য কোনও বিশেষ উপহার নিয়ে যাবেন বলে জানালেন গুরমেইল ৷ শুধু তাই নয়, বিবাহিত বোনকে পরিবারের তরফ থেকে যে উপহার দেওয়ার রীতি রয়েছে, তা অনুসরণ করে 5-7 কেজি লাড্ডুও নিয়ে যাবেন তিনি ৷

আরও পড়ুন: দেশভাগের 75 বছর পর ভারত-পাকিস্তানের দুই ভাইয়ের পুনর্মিলন

গুরমেইল জানালেন, তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন ৷ যাবতীয় ফরম্যালিটিস পূরণ করার জন্য তাঁকে 25 অক্টোবর পাসপোর্ট অফিসে ডেকে পাঠানো হয়েছে ৷ পাসপোর্টটা হাতে পেয়ে গেলেই বোনের সঙ্গে দেখা করার দিনক্ষণ স্থির করে ফেলবেন বড় দাদা ৷ কর্তারপুর সাহিবে হবে এই সাধের পুনর্মিলন ৷

বোনকে আবারও যে কাছে পাবেন, তা সম্ভব হয়েছে এক পাকিস্তানি সাংবাদিকের প্রচেষ্টায় ৷ সে জন্য সেই সাংবাদিককে ধন্যবাদ জানিয়েছেন গুরমেইল ৷ তাঁর সঙ্গে সাকিনার পুনর্মিলনের সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন গ্রামবাসীরাও ৷ সাকিনার সঙ্গে দেখা করার পর তাঁকে লুধিয়ানায় নিজের বাড়িতে আমন্ত্রণ জানাবেন গুরমেইল ৷ কাঁটা তারের বাধা পেরিয়ে আবারও জোড়া লাগবে গুরমেইল-সাকিনার পরিবার ৷

লুধিয়ানা, 13 অক্টোবর: নাড়ির টান ফের মিলিয়ে দিতে চলেছে একে-অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাই-বোনকে (Separated Siblings Reunion)৷ দেশভাগের সময় ভৌগোলিক অবস্থানের কারণে যে বন্ধন ছিঁড়ে গিয়েছিল, তা আবারও জোড়া লাগতে চলেছে ৷ বহু বছর পর পাকিস্তান নিবাসী বোন সাকিনা বিবির সঙ্গে দেখা করার অধীর অপেক্ষায় রয়েছেন লুধিয়ানার গুরমেইল সিং ৷ শিগগিরই কর্তারপুর সাহিবে (Kartarpur Sahib) হতে চলেছে পুনর্মিলন ৷

লুধিয়ানার জসওয়ালে স্ত্রীকে নিয়ে বাস গুরমেইল সিং-এর ৷ তবে তাঁর ছোট বোন সাকিনা বিবি থাকেন পাকিস্তানে ৷ দেশভাগের সময় আলাদা হয়ে গিয়েছিলেন দুই ভাই-বোন ৷ মায়ের সঙ্গে পাকিস্তানে চলে গিয়েছিলেন সাকিনা ৷ আর তাঁর দাদা গুরমেইল বাবার সঙ্গে লুধিয়ানার জসওয়াল গ্রামে থাকা শুরু করেন ৷ এরপর কেটে গিয়েছে কয়েক দশক ৷ এত বছর পর আবারও কাছে আসার সুযোগ এসেছে দুই ভাইবোনের ৷ সৌজন্যে এক পাকিস্তানি (India Pakistan) সাংবাদিক ৷

বোনকে দেখার অপেক্ষায় বিহ্বল গুরমেইল ৷ তিনি বললেন, দেশভাগের কোনও স্মৃতিই আর তাঁর অবশিষ্ট নেই ৷ দীর্ঘদিন দেখা হয়নি বোনের সঙ্গে ৷ ভিডিয়ো কলে সাকিনা ও গুরমেইলের কথা হয়েছে ৷ তবে এ বার সামনা সামনি একে-অপরকে ছুঁয়ে দেখার জন্য ছটফট করছেন দুজনেই ৷ বোনের জন্য কোনও বিশেষ উপহার নিয়ে যাবেন বলে জানালেন গুরমেইল ৷ শুধু তাই নয়, বিবাহিত বোনকে পরিবারের তরফ থেকে যে উপহার দেওয়ার রীতি রয়েছে, তা অনুসরণ করে 5-7 কেজি লাড্ডুও নিয়ে যাবেন তিনি ৷

আরও পড়ুন: দেশভাগের 75 বছর পর ভারত-পাকিস্তানের দুই ভাইয়ের পুনর্মিলন

গুরমেইল জানালেন, তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন ৷ যাবতীয় ফরম্যালিটিস পূরণ করার জন্য তাঁকে 25 অক্টোবর পাসপোর্ট অফিসে ডেকে পাঠানো হয়েছে ৷ পাসপোর্টটা হাতে পেয়ে গেলেই বোনের সঙ্গে দেখা করার দিনক্ষণ স্থির করে ফেলবেন বড় দাদা ৷ কর্তারপুর সাহিবে হবে এই সাধের পুনর্মিলন ৷

বোনকে আবারও যে কাছে পাবেন, তা সম্ভব হয়েছে এক পাকিস্তানি সাংবাদিকের প্রচেষ্টায় ৷ সে জন্য সেই সাংবাদিককে ধন্যবাদ জানিয়েছেন গুরমেইল ৷ তাঁর সঙ্গে সাকিনার পুনর্মিলনের সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন গ্রামবাসীরাও ৷ সাকিনার সঙ্গে দেখা করার পর তাঁকে লুধিয়ানায় নিজের বাড়িতে আমন্ত্রণ জানাবেন গুরমেইল ৷ কাঁটা তারের বাধা পেরিয়ে আবারও জোড়া লাগবে গুরমেইল-সাকিনার পরিবার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.