ETV Bharat / bharat

Rahul Bajaj Passes Away : প্রয়াত বিশিষ্ট শিল্পপতি রাহুল বাজাজ - Rahul Bajaj Passes Away

প্রয়াত বিশিষ্ট শিল্পপতি রাহুল বাজাজ । শনিবার পুনের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই প্রবীণ শিল্পপতির । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর (Rahul Bajaj passes away) ।

Rahul Bajaj Passes Away
প্রয়াত প্রবীণ শিল্পপতি
author img

By

Published : Feb 12, 2022, 6:27 PM IST

নয়াদিল্লি,12 জানুয়ারি: প্রয়াত বিশিষ্ট শিল্পপতি ও বাজাজ গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রাহুল বাজাজ । শনিবার পুনেতে 83 বছর বয়সে জীবনাবসান ঘটে এই প্রবীণ শিল্পপতির । দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি । শনিবার পুনের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথমসারির এই শিল্পপতি (Rahul Bajaj Passes Away)।

1938 সালের 10 জুন কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি । দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন। এরপর হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করেন। 1965 সালে বাজাজ গ্রুপের দায়িত্ব নেন রাহুল বাজাজ। 1968 সালে বাজাজ অটোর সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাহুল বাজাজ । 1972 সালে ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হন তিনি । 1979 থেকে 1980 সাল পর্যন্ত সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)-এর সভাপতির দায়িত্ব পালন করেন রাহুল বাজাজ।

আরও পড়ুন: Aryan khan at IPL Auction: এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল নিলামে আরিয়ান, এবার সঙ্গী সুহানা

প্রসঙ্গত, গত বছর এপ্রিলের শেষে বাজাজ অটোরর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি (veteran Industrialist And Former Chairman Bajaj Auto)। রাহুল বাজাজ ছিলেন দেশের সফল শিল্পপতিদের মধ্যে একজন । 2001 সালে পদ্মভূষণ পুরস্কার পান এই প্রবীণ শিল্পপতি । এদিন বাজাজ সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, রাহুল বাজাজ পাঁচ দশক ধরে কোম্পানি ও গোষ্ঠীর সাফল্যে বিশাল অবদান রেখেছেন । তাঁর অসাধারণ অভিজ্ঞতা বিবেচনা করে ও কোম্পানির স্বার্থে তাঁকে উপদেষ্টার পদে নিয়োগ করা হয়েছিল । সেই সময়ই তিনি তাঁর অভিজ্ঞতা, জ্ঞানের মাধ্যমে সংস্থার শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন । বাজাজ কোম্পানি সর্বদাই তাঁর কাছ থেকে উপকৃত হয়েছিল । রাহুল বাজাজ রাজ্যসভার প্রাক্তন সাংসদ ছিলেন (Former member of Rajya Sabha)। রাহুল বাজাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি । তিনি সংসদের সেন্ট্রাল হলের হালকা মূহূর্তগুলির কথা তুলে ধরেছেন। প্রবীণ এই শিল্পপতির মৃত্যুতে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি টুইট করে শোক প্রকাশ করেছেন ।

নয়াদিল্লি,12 জানুয়ারি: প্রয়াত বিশিষ্ট শিল্পপতি ও বাজাজ গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রাহুল বাজাজ । শনিবার পুনেতে 83 বছর বয়সে জীবনাবসান ঘটে এই প্রবীণ শিল্পপতির । দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি । শনিবার পুনের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথমসারির এই শিল্পপতি (Rahul Bajaj Passes Away)।

1938 সালের 10 জুন কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি । দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন। এরপর হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করেন। 1965 সালে বাজাজ গ্রুপের দায়িত্ব নেন রাহুল বাজাজ। 1968 সালে বাজাজ অটোর সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাহুল বাজাজ । 1972 সালে ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হন তিনি । 1979 থেকে 1980 সাল পর্যন্ত সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)-এর সভাপতির দায়িত্ব পালন করেন রাহুল বাজাজ।

আরও পড়ুন: Aryan khan at IPL Auction: এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল নিলামে আরিয়ান, এবার সঙ্গী সুহানা

প্রসঙ্গত, গত বছর এপ্রিলের শেষে বাজাজ অটোরর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি (veteran Industrialist And Former Chairman Bajaj Auto)। রাহুল বাজাজ ছিলেন দেশের সফল শিল্পপতিদের মধ্যে একজন । 2001 সালে পদ্মভূষণ পুরস্কার পান এই প্রবীণ শিল্পপতি । এদিন বাজাজ সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, রাহুল বাজাজ পাঁচ দশক ধরে কোম্পানি ও গোষ্ঠীর সাফল্যে বিশাল অবদান রেখেছেন । তাঁর অসাধারণ অভিজ্ঞতা বিবেচনা করে ও কোম্পানির স্বার্থে তাঁকে উপদেষ্টার পদে নিয়োগ করা হয়েছিল । সেই সময়ই তিনি তাঁর অভিজ্ঞতা, জ্ঞানের মাধ্যমে সংস্থার শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন । বাজাজ কোম্পানি সর্বদাই তাঁর কাছ থেকে উপকৃত হয়েছিল । রাহুল বাজাজ রাজ্যসভার প্রাক্তন সাংসদ ছিলেন (Former member of Rajya Sabha)। রাহুল বাজাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি । তিনি সংসদের সেন্ট্রাল হলের হালকা মূহূর্তগুলির কথা তুলে ধরেছেন। প্রবীণ এই শিল্পপতির মৃত্যুতে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি টুইট করে শোক প্রকাশ করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.