ETV Bharat / bharat

Dhirendra Shastri Claims: অবিলম্বে হিন্দু রাষ্ট্রে পরিণত হবে ভারত, দাবি স্বঘোষিত ঈশ্বর ধীরেন্দ্র শাস্ত্রীর

author img

By

Published : Feb 19, 2023, 1:20 PM IST

তিনি নিজেই নিজেকে ঈশ্বর বলে ঘোষণাই করে দিয়েছেন ৷ এবার এহেন ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর ধাম সরকার ভবিষ্যদ্বাণী করলেন, ভারত খুব তাড়াতাড়ি হিন্দু রাষ্ট্রে পরিণত হবে ৷ হিন্দুস্তান মানে হিন্দুদের স্থান (Dhirendra Shastri forecasts India to become a Hindu Rashtra) ৷

Dhirendra Shastri
ধীরেন্দ্র শাস্ত্রী

ছাতারপুর (মধ্যপ্রদেশ), 19 ফেব্রুয়ারি: ভারত খুব শিগগিরি 'হিন্দু রাষ্ট্রে' পরিণত হবে বলে ঘোষণা করলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ৷ স্বঘোষিত এই 'ঈশ্বর'-এর আরেক নাম বাগেশ্বর ধাম সরকার ৷ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "ভারত হিন্দু রাষ্ট্র হবে ৷ আজ আমাদের অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এসেছেন ৷ তাঁদের কেউ কেউ খ্রিস্ট ধর্মের ৷ কিন্তু তাঁরা 'সনাতন ধর্ম' বিশ্বাস করেন ৷" তিনি আরও বলেন, "এর মানে বিদেশিরাও এমন একটা ভারত চায়, যেখানে সব জাতপাতের ভেদাভেদকে সরিয়ে সবাই গর্বের সঙ্গে হিন্দুত্ব নিয়ে কথা বলবে ৷ আমরা হিন্দুস্তানি ৷ হিন্দুস্তান মানে 'হিন্দুদের স্থান' (place for Hindus) ৷"

তিনি আরও বলেন, "আমাদের ক্ষমতায় আসা অথবা সরকার গড়ার কোনও উচ্চাকাঙ্খা নেই ৷ কিন্তু যদি কেউ আমাদের সমর্থন করতে চায়, তাহলে তাঁদের স্বাগত ৷ আমরা সব হিন্দুর কাছে সমর্থন চাইছি ৷ ভারত খুব তাড়াতাড়ি একটি হিন্দু রাষ্ট্র হয়ে উঠবে ৷" এর আগে 20 জানুয়ারি মহারাষ্ট্রের একটি সংগঠন নাগপুরের একটি অনুষ্ঠানে এই স্বঘোষিত ঈশ্বরকে তাঁর ঐশ্বরিক ক্ষমতা দেখানোর চ্যালেঞ্জ জানিয়েছিল ৷

আরও পড়ুন: 'নিজেদের বড় ভাবা বন্ধ করুন' মুসলমান সম্প্রদায় সম্পর্কে মন্তব্য মোহন ভাগবতের

এই চ্যালেঞ্জ নিয়ে শাস্ত্রী রায়পুরে বলেছিলেন, "এরকম মানুষ থাকবে ৷ ওরা (যারা চ্যালেঞ্জ জানিয়েছিল) আসুক এবং নিজের চোখে দেখুক ৷ যে কেউ আমার কথা এবং কাজকে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ করতে পারে ৷ বাগেশ্বর বালাজির আদালতে লক্ষ লক্ষ মানুষ এসে বসতে পারেন ৷ আমি লিখব, কোথা থেকে আমি অনুপ্রাণিত হচ্ছি ৷ আর আমি যা লিখব, তা সত্যি হবে ৷ আমার ঈশ্বরে আমার বিশ্বাস আছে ৷"

তাঁর ভক্তদের ভবিষ্যৎ কী ? এ নিয়ে একটি চিরকুটে লিখেছেন ধীরেন্দ্র শাস্ত্রী ৷ তিনি বলেন, "ঈশ্বর ও আমার গুরুদের আশীর্বাদে সনাতন ধর্মের মন্ত্রবলে আমি বিশেষ ক্ষমতা অর্জন করেছি ৷ প্রত্যেকের এই অভিজ্ঞতা হওয়া উচিত ৷ এটাই সনাতন ধর্মের ঘোষণা ৷ জন্মগত ভাবে যাঁরা হিন্দু, তাঁদের কাছে আমি হিন্দু ধর্মকে ফিরিয়ে দেব ৷ সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলে এমন সবাইকে বয়কট করা হবে ৷ আমি যতদিন বেঁচে আছি, সনাতনী হিন্দুদের তাঁদের আসল বিশ্বাসের কাছে ফিরিয়ে আনব ৷"

আরও পড়ুন: মুজফফরনগরে 12 বছর পর হিন্দুত্বে ফিরলেন 80 জন

ছাতারপুর (মধ্যপ্রদেশ), 19 ফেব্রুয়ারি: ভারত খুব শিগগিরি 'হিন্দু রাষ্ট্রে' পরিণত হবে বলে ঘোষণা করলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ৷ স্বঘোষিত এই 'ঈশ্বর'-এর আরেক নাম বাগেশ্বর ধাম সরকার ৷ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "ভারত হিন্দু রাষ্ট্র হবে ৷ আজ আমাদের অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এসেছেন ৷ তাঁদের কেউ কেউ খ্রিস্ট ধর্মের ৷ কিন্তু তাঁরা 'সনাতন ধর্ম' বিশ্বাস করেন ৷" তিনি আরও বলেন, "এর মানে বিদেশিরাও এমন একটা ভারত চায়, যেখানে সব জাতপাতের ভেদাভেদকে সরিয়ে সবাই গর্বের সঙ্গে হিন্দুত্ব নিয়ে কথা বলবে ৷ আমরা হিন্দুস্তানি ৷ হিন্দুস্তান মানে 'হিন্দুদের স্থান' (place for Hindus) ৷"

তিনি আরও বলেন, "আমাদের ক্ষমতায় আসা অথবা সরকার গড়ার কোনও উচ্চাকাঙ্খা নেই ৷ কিন্তু যদি কেউ আমাদের সমর্থন করতে চায়, তাহলে তাঁদের স্বাগত ৷ আমরা সব হিন্দুর কাছে সমর্থন চাইছি ৷ ভারত খুব তাড়াতাড়ি একটি হিন্দু রাষ্ট্র হয়ে উঠবে ৷" এর আগে 20 জানুয়ারি মহারাষ্ট্রের একটি সংগঠন নাগপুরের একটি অনুষ্ঠানে এই স্বঘোষিত ঈশ্বরকে তাঁর ঐশ্বরিক ক্ষমতা দেখানোর চ্যালেঞ্জ জানিয়েছিল ৷

আরও পড়ুন: 'নিজেদের বড় ভাবা বন্ধ করুন' মুসলমান সম্প্রদায় সম্পর্কে মন্তব্য মোহন ভাগবতের

এই চ্যালেঞ্জ নিয়ে শাস্ত্রী রায়পুরে বলেছিলেন, "এরকম মানুষ থাকবে ৷ ওরা (যারা চ্যালেঞ্জ জানিয়েছিল) আসুক এবং নিজের চোখে দেখুক ৷ যে কেউ আমার কথা এবং কাজকে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ করতে পারে ৷ বাগেশ্বর বালাজির আদালতে লক্ষ লক্ষ মানুষ এসে বসতে পারেন ৷ আমি লিখব, কোথা থেকে আমি অনুপ্রাণিত হচ্ছি ৷ আর আমি যা লিখব, তা সত্যি হবে ৷ আমার ঈশ্বরে আমার বিশ্বাস আছে ৷"

তাঁর ভক্তদের ভবিষ্যৎ কী ? এ নিয়ে একটি চিরকুটে লিখেছেন ধীরেন্দ্র শাস্ত্রী ৷ তিনি বলেন, "ঈশ্বর ও আমার গুরুদের আশীর্বাদে সনাতন ধর্মের মন্ত্রবলে আমি বিশেষ ক্ষমতা অর্জন করেছি ৷ প্রত্যেকের এই অভিজ্ঞতা হওয়া উচিত ৷ এটাই সনাতন ধর্মের ঘোষণা ৷ জন্মগত ভাবে যাঁরা হিন্দু, তাঁদের কাছে আমি হিন্দু ধর্মকে ফিরিয়ে দেব ৷ সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলে এমন সবাইকে বয়কট করা হবে ৷ আমি যতদিন বেঁচে আছি, সনাতনী হিন্দুদের তাঁদের আসল বিশ্বাসের কাছে ফিরিয়ে আনব ৷"

আরও পড়ুন: মুজফফরনগরে 12 বছর পর হিন্দুত্বে ফিরলেন 80 জন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.