পুঞ্চ(জম্মু ও কাশ্মীর), 9 এপ্রিল : জম্মু ও কাশ্মীরে ফের উদ্ধার গ্রেনেড ৷ আজ পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা থেকে রবিবার সকালে 19টি গ্রেনেড উদ্ধার করে যৌথ বাহিনী ৷ সেনা বাহিনীর উপর হামলার জন্যই এই বিপুল পরিমাণ গ্রেনেড মজুত করা হয়েছিল বলে বাহিনীর ধারনা ৷
16 রাষ্ট্রীয় রাইফেলের জওয়ানরা ও জম্মু ও কাশ্মীরের পুলিশ একটি জেনারেল অপারেশন চালায় ৷ সেই সময় পুঞ্চের ফাগ্লা এলাকা থেকে অস্ত্রসস্ত্র উদ্ধার হয় ৷ এই আগ্নেয়াস্ত্রগুলি 144 এ জাতীয় সড়কে নিরাপত্তা বাহিনীকে হামলা করার জন্য মজুত করা হয়েছিল বলে ধারনা যৌথ বাহিনীর ৷
আরও পড়ুন : আইপিএলে অভিষেকেই নজর কেড়েছিলেন, করোনায় পিতৃহারা চেতন সাকারিয়া
একটি বিবৃতিতে সেনাবাহিনীর তরফে জানানো হয়, দুই এজেন্সির নিরলস প্রচেষ্টায় ফাগ্লা অঞ্চলের একটি গোপন ডেরা থেকে গ্রেনেডগুলি উদ্ধার করা হয়েছে ৷ সেখান থেকে মোট 19টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে ৷