ETV Bharat / bharat

Gujarat Elections: গুজরাতে শেষ ভোটগ্রহণ, ভোট পড়েছে প্রায় 60% - শুরু গুজরাত বিধানসভার দ্বিতীয় দফার ভোট

Gujarat election
গুজরাতে শেষ দফার নির্বাচন
author img

By

Published : Dec 5, 2022, 8:17 AM IST

Updated : Dec 5, 2022, 6:58 PM IST

17:48 December 05

গুজরাতে শেষ ভোটগ্রহণ, বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 60%

  • গুজরাতে শেষ হল দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত 58.68 শতাংশ ভোট পড়েছে ৷
  • সর্বাধিক 65.84 শতাংশ ভোট পড়েছে সবরকান্থায় ৷ সবচেয়ে কম ভোট পড়েছে আমেদাবাদে, 53.16 শতাংশ ৷

16:50 December 05

বিকেল 3টে পর্যন্ত ভোট পড়ল 50%

  • বিকেল 3টে পর্যন্ত ভোট পড়ল 50% ৷ জানাল নির্বাচন কমিশন ৷

15:30 December 05

সপরিবার ভোট দিলেন ইউসুফ ও ইরফান পাঠান

  • ভাদোদরায় সপরিবার ভোট দিলেন দুই প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ও ইরফান পাঠান ৷

15:28 December 05

পা দিয়ে ভোটদান বিশেষ ভাবে সক্ষম ভোটারের

  • A differently-abled voter casts his vote for the second phase of #GujaratAssemblyPolls in Nadiad, Kheda

    "I lost both my hands 20 years ago in an accident but that did never stop me from casting my vote. I use my feet to vote now," said Ankit Soni pic.twitter.com/mJW7IhWqRl

    — ANI (@ANI) December 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • খেদায় পা দিয়ে ভোটদান করলেন বিশেষ ভাবে সক্ষম এক ভোটার ৷ তাঁর নাম অঙ্কিত সোনি ৷

15:24 December 05

দুপুর 2টো পর্যন্ত ভোট পড়ল 39%

  • দুপুর 2টো পর্যন্ত ভোট পড়ল 39% ৷ জানাল নির্বাচন কমিশন ৷

14:02 December 05

দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 34.74%

  • দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 34.74% ৷ জানিয়েছে নির্বাচন কমিশন ৷

13:31 December 05

বেলা 11টা পর্যন্ত ভোট পড়ল 19.17%

  • বেলা 11টা পর্যন্ত ভোট পড়ল 19.17%৷ জানিয়েছে নির্বাচন কমিশন ৷

12:53 December 05

ভোট দিলেন প্রধানমন্ত্রীর মা

  • গান্ধিনগরে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি ৷

11:35 December 05

সকাল 10টা পর্যন্ত ভোট পড়ল 13 শতাংশ

  • সকালের দিকে সেভাবে ভোট পড়েনি গুজরাতের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে । বেলা বাড়ার পরও ছবিটা খুব একটা বদলাল না । নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল 10টা পর্যন্ত ভোট পড়েছে 13 শতাংশ ।

10:39 December 05

ভোট দিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল

  • উত্তরপ্রদেশের রাজ্যপাল তথা গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল ভোট দিলেন শিলাজি পাবলিক স্কুলে ।

10:03 December 05

সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 4.75 শতাংশ

  • প্রথম দফার মতো শেষ দফাতেও সকালের দিকে কম ভোট পড়ল গুজরাতে । নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 4.75 শতাংশ । এর আগের দফাতেও শুরুর দিকে সেভাবে ভোট পড়েনি ।

09:33 December 05

ভোট দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী

  • শিলাজি অনুপম স্কুলের 95 নম্বর বুথে ভোট দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ।

08:58 December 05

ভোট কেন্দ্রের পথে প্রধানমন্ত্রী

  • পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আমেদাবাদের নিশান পাবলিক স্কুলের দিকে যাচ্ছে প্রধানমন্ত্রীর কনভয় । এখানেই ভোট দেবেন তিনি ।

08:44 December 05

আমেদাবাদে ভোট দেবেন প্রধানমন্ত্রী

  • সকাল 9টা নাগাদ আমেদাবাদের নিশান স্কুলে ভোট দেবেন প্রধানমন্ত্রী ।

08:31 December 05

ভোটারদের আহ্বান প্রধানমন্ত্রীর

  • ভোটারদের বিশেষ করে তরুণ ভোটারদের বেশি সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রায় সমস্ত নির্বাচনেই এভাবে ভোটারদের কাছে বিশেষ আহ্বান জানান প্রধানমন্ত্রী ।

07:17 December 05

শুরু গুজরাত বিধানসভার শেষ দফার ভোট

  • আজ গুজরাত বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। 93টি আসনে ভাগ্য নির্ধারিত হবে 833 জন প্রার্থীর । এর মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও আছেন । মোদি-শাহের রাজ্যের মসনদ কার হাতে থাকবে তা জানা যাবে বৃহস্পতিবার ।

17:48 December 05

গুজরাতে শেষ ভোটগ্রহণ, বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 60%

  • গুজরাতে শেষ হল দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত 58.68 শতাংশ ভোট পড়েছে ৷
  • সর্বাধিক 65.84 শতাংশ ভোট পড়েছে সবরকান্থায় ৷ সবচেয়ে কম ভোট পড়েছে আমেদাবাদে, 53.16 শতাংশ ৷

16:50 December 05

বিকেল 3টে পর্যন্ত ভোট পড়ল 50%

  • বিকেল 3টে পর্যন্ত ভোট পড়ল 50% ৷ জানাল নির্বাচন কমিশন ৷

15:30 December 05

সপরিবার ভোট দিলেন ইউসুফ ও ইরফান পাঠান

  • ভাদোদরায় সপরিবার ভোট দিলেন দুই প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ও ইরফান পাঠান ৷

15:28 December 05

পা দিয়ে ভোটদান বিশেষ ভাবে সক্ষম ভোটারের

  • A differently-abled voter casts his vote for the second phase of #GujaratAssemblyPolls in Nadiad, Kheda

    "I lost both my hands 20 years ago in an accident but that did never stop me from casting my vote. I use my feet to vote now," said Ankit Soni pic.twitter.com/mJW7IhWqRl

    — ANI (@ANI) December 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • খেদায় পা দিয়ে ভোটদান করলেন বিশেষ ভাবে সক্ষম এক ভোটার ৷ তাঁর নাম অঙ্কিত সোনি ৷

15:24 December 05

দুপুর 2টো পর্যন্ত ভোট পড়ল 39%

  • দুপুর 2টো পর্যন্ত ভোট পড়ল 39% ৷ জানাল নির্বাচন কমিশন ৷

14:02 December 05

দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 34.74%

  • দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 34.74% ৷ জানিয়েছে নির্বাচন কমিশন ৷

13:31 December 05

বেলা 11টা পর্যন্ত ভোট পড়ল 19.17%

  • বেলা 11টা পর্যন্ত ভোট পড়ল 19.17%৷ জানিয়েছে নির্বাচন কমিশন ৷

12:53 December 05

ভোট দিলেন প্রধানমন্ত্রীর মা

  • গান্ধিনগরে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি ৷

11:35 December 05

সকাল 10টা পর্যন্ত ভোট পড়ল 13 শতাংশ

  • সকালের দিকে সেভাবে ভোট পড়েনি গুজরাতের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে । বেলা বাড়ার পরও ছবিটা খুব একটা বদলাল না । নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল 10টা পর্যন্ত ভোট পড়েছে 13 শতাংশ ।

10:39 December 05

ভোট দিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল

  • উত্তরপ্রদেশের রাজ্যপাল তথা গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল ভোট দিলেন শিলাজি পাবলিক স্কুলে ।

10:03 December 05

সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 4.75 শতাংশ

  • প্রথম দফার মতো শেষ দফাতেও সকালের দিকে কম ভোট পড়ল গুজরাতে । নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 4.75 শতাংশ । এর আগের দফাতেও শুরুর দিকে সেভাবে ভোট পড়েনি ।

09:33 December 05

ভোট দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী

  • শিলাজি অনুপম স্কুলের 95 নম্বর বুথে ভোট দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ।

08:58 December 05

ভোট কেন্দ্রের পথে প্রধানমন্ত্রী

  • পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আমেদাবাদের নিশান পাবলিক স্কুলের দিকে যাচ্ছে প্রধানমন্ত্রীর কনভয় । এখানেই ভোট দেবেন তিনি ।

08:44 December 05

আমেদাবাদে ভোট দেবেন প্রধানমন্ত্রী

  • সকাল 9টা নাগাদ আমেদাবাদের নিশান স্কুলে ভোট দেবেন প্রধানমন্ত্রী ।

08:31 December 05

ভোটারদের আহ্বান প্রধানমন্ত্রীর

  • ভোটারদের বিশেষ করে তরুণ ভোটারদের বেশি সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রায় সমস্ত নির্বাচনেই এভাবে ভোটারদের কাছে বিশেষ আহ্বান জানান প্রধানমন্ত্রী ।

07:17 December 05

শুরু গুজরাত বিধানসভার শেষ দফার ভোট

  • আজ গুজরাত বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। 93টি আসনে ভাগ্য নির্ধারিত হবে 833 জন প্রার্থীর । এর মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও আছেন । মোদি-শাহের রাজ্যের মসনদ কার হাতে থাকবে তা জানা যাবে বৃহস্পতিবার ।
Last Updated : Dec 5, 2022, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.