ETV Bharat / bharat

দ্বিতীয় দফার স্পুটনিক-ভি এল হায়দরবাবাদে

প্রথম দফার কোভিড-19 ভ্যাকসিন স্পুটনিক-ভি ভারতে এসেছিল 1 মে ৷ দ্বিতীয় দফার এল আজ ৷ ভারতে ডাঃ রেড্ডি'স ল্যাবরেটরিজ এই ভ্যাকসিন বানানোর চুক্তি করেছে স্পুটনিকের সঙ্গে ৷ দেশের করোনা সংকটে পাশে রাশিয়া ৷

হায়দরবাবাদে এল স্পুটনিক-ভি
হায়দরবাবাদে এল স্পুটনিক-ভি
author img

By

Published : May 16, 2021, 12:51 PM IST

হায়দরাবাদ, 16 মে : দ্বিতীয় দফায় রাশিয়ার কোভিড-19 ভ্যাকসিন স্পুটনিক-ভি এসে পৌঁছাল হায়দরাবাদের বিমান বন্দরে ৷ এর আগে প্রথম দফার স্পুটনিক-ভি দেশে এসেছিল 1 মে ৷

ভারতে রাশিয়ার অ্যাম্বাসাডর নিকোলে কুদাশেভ এই ছবি দিয়ে একটি টুইটে লিখেছেন, "আজ দ্বিতীয় দফার স্পুটনিক-ভি পৌঁছেছে হায়দরাবাদে ৷ আমরা এতে খুব আনন্দিত ৷ কোভিড 19 যুদ্ধ রাশিয়া আর ভারত একসঙ্গে লড়ছে, এটা আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার একটা গুরুত্বপূর্ণ অংশ ৷"

দেশে রাশিয়ার এই ভ্যাকসিন উৎপাদনের জন্য ডাঃ রেড্ডি'স ল্যাবরেটরিজ-এর সঙ্গে স্পুটনিক চুক্তি করেছে ৷

ভারতে রাশিয়ার অ্যাম্বাসাডর নিকোলে কুদাশেভের টুইট
ভারতে রাশিয়ার অ্যাম্বাসাডর নিকোলে কুদাশেভের টুইট

আরো পড়ুন: করোনা আক্রান্ত হয়ে মাত্র ছেচল্লিশে প্রয়াত কংগ্রেস সাংসদ রাজীব সতভ

রাশিয়ার অ্যাম্বাসাডর জানিয়েছেন স্পুটনিক-ভি বিশ্বে ইতিমধ্যে সাড়া ফেলেছে ৷

তাঁর কথায়, "স্পুটনিক ভি একটি রাশিয়ান-ইন্ডিয়ান ভ্যাকসিন ৷ আমরা আশা করছি, ভারতে এর উৎপাদন প্রতি বছরে 850 মিলিয়ন ডোজ হবে... সিঙ্গল ডোজ ভ্যাকসিন স্পুটনিক লাইট ভারতে আনার পরিকল্পনাও রয়েছে আমাদের ৷"

14 মে, ডাঃ রেড্ডি'স ল্যাবরেটরিজ ভারতের বাজারে স্পুটনিক-ভি ভ্যাকসিনের বাণিজ্যিকীকরণ করে ৷ ওই দিনই প্রথম ডোজ দেওয়া হয় হায়দরাবাদে ৷ রেড্ডি কর্তৃপক্ষ জানিয়েছে, "আমদানিকৃত এই ভ্যাকসিনের বর্তমান দাম 948 টাকা + 5% জিএসটি প্রতি ডোজে ৷ তবে এখানে উৎপাদন শুরু হলে দাম কমার সম্ভাবনা আছে ৷"

হায়দরাবাদ, 16 মে : দ্বিতীয় দফায় রাশিয়ার কোভিড-19 ভ্যাকসিন স্পুটনিক-ভি এসে পৌঁছাল হায়দরাবাদের বিমান বন্দরে ৷ এর আগে প্রথম দফার স্পুটনিক-ভি দেশে এসেছিল 1 মে ৷

ভারতে রাশিয়ার অ্যাম্বাসাডর নিকোলে কুদাশেভ এই ছবি দিয়ে একটি টুইটে লিখেছেন, "আজ দ্বিতীয় দফার স্পুটনিক-ভি পৌঁছেছে হায়দরাবাদে ৷ আমরা এতে খুব আনন্দিত ৷ কোভিড 19 যুদ্ধ রাশিয়া আর ভারত একসঙ্গে লড়ছে, এটা আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার একটা গুরুত্বপূর্ণ অংশ ৷"

দেশে রাশিয়ার এই ভ্যাকসিন উৎপাদনের জন্য ডাঃ রেড্ডি'স ল্যাবরেটরিজ-এর সঙ্গে স্পুটনিক চুক্তি করেছে ৷

ভারতে রাশিয়ার অ্যাম্বাসাডর নিকোলে কুদাশেভের টুইট
ভারতে রাশিয়ার অ্যাম্বাসাডর নিকোলে কুদাশেভের টুইট

আরো পড়ুন: করোনা আক্রান্ত হয়ে মাত্র ছেচল্লিশে প্রয়াত কংগ্রেস সাংসদ রাজীব সতভ

রাশিয়ার অ্যাম্বাসাডর জানিয়েছেন স্পুটনিক-ভি বিশ্বে ইতিমধ্যে সাড়া ফেলেছে ৷

তাঁর কথায়, "স্পুটনিক ভি একটি রাশিয়ান-ইন্ডিয়ান ভ্যাকসিন ৷ আমরা আশা করছি, ভারতে এর উৎপাদন প্রতি বছরে 850 মিলিয়ন ডোজ হবে... সিঙ্গল ডোজ ভ্যাকসিন স্পুটনিক লাইট ভারতে আনার পরিকল্পনাও রয়েছে আমাদের ৷"

14 মে, ডাঃ রেড্ডি'স ল্যাবরেটরিজ ভারতের বাজারে স্পুটনিক-ভি ভ্যাকসিনের বাণিজ্যিকীকরণ করে ৷ ওই দিনই প্রথম ডোজ দেওয়া হয় হায়দরাবাদে ৷ রেড্ডি কর্তৃপক্ষ জানিয়েছে, "আমদানিকৃত এই ভ্যাকসিনের বর্তমান দাম 948 টাকা + 5% জিএসটি প্রতি ডোজে ৷ তবে এখানে উৎপাদন শুরু হলে দাম কমার সম্ভাবনা আছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.