নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: আদানি গোষ্ঠীর শেয়ারের পতনপর্ব শুরু হওয়ার পর অবশেষে নীরবতা ভাঙল ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা 'সিকিউরিটিস অ্য়ান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া' (Securities and Exchange Board of India) বা সেবি (SEBI Comments on Market Integrity) ৷ শনিবার তাদের তরফে একটি বিশেষ বার্তা দেওয়া হয় ৷ কিন্তু, সেই বার্তায় কোথাও আদানি গোষ্ঠীর নাম উচ্চারণ করা হয়নি !
ঠিক কী বলেছে সেবি ?
এদিন সেবির তরফে বলা হয়, স্টক মার্কেটের অখণ্ডতা বজায় রাখতে এবং যেকোনও নির্দিষ্ট শেয়ারের মাত্রাতিরিক্ত অস্থিরতা রোধ করতে যেভাবে নজরদারি চালানো দরকার, তা তারা নিশ্চিতভাবে করবে ৷ এদিন সেবির পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে বলা হয়, "গত সপ্তাহে একটি বাণিজ্যিক গোষ্ঠীর স্টকের দরে অস্বাভাবিক গতিবিধি আমাদের চোখে পড়েছে ৷" তবে, সেবির বিবৃতিতে আদানি গোষ্ঠীর নাম না নেওয়া হলেও তাদের আধিকারিক সূত্রে জানা গিয়েছে, আদানি গোষ্ঠীর শেয়ারদরে পতনের জেরেই এই বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে স্বীকার করা হয়নি ৷
আরও পড়ুন: আদানির এফপিও প্রত্যাহারে ভারতীয় অর্থনীতির সমস্যা হবে না, দাবি নির্মলার
এদিনের এই বিবৃতিতে নিজেদের কাজ সম্পর্কে বেশ কিছু কথা কার্যত মনে করিয়ে দিয়েছে সেবি ! তাদের স্পষ্ট বার্তা হল, শেয়ার বাজারের স্থায়িত্ব ও স্থিতিশীলতা বজায় রাখা সেবির প্রধান দায়িত্ব ৷ যদি কোনও নির্দিষ্ট স্টকের দামে অস্বাভাবিক কোনও গতিবিধি ধরা পড়ে, তাহলে যা যা পদক্ষেপ করা দরকার, সেবি তা সুশৃঙ্খলভাবে সম্পাদন করে ৷ একইসঙ্গে সেবির দাবি, তাদের নজরদারি সংক্রান্ত যাবতীয় তথ্য সাধারণ মানুষ চাইলে সহজেই জানতে পারে ৷ সেবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিশেষ কিছু পরিস্থিতিতে তাদের এই নজরদারি সংক্রান্ত ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়ভাবে সচল হয়ে যায় ৷ এখানে বিশেষ পরিস্থিতি বলতে নির্দিষ্ট কোনও সংস্থার শেয়ারের অস্বাভাবিক গতিবিধিকে উল্লেখ করা হয়েছে ৷
উল্লেখ্য, ইতিমধ্যেই আদানি গোষ্ঠীর তিনটি সংস্থা, অর্থাৎ আদানি এন্টারপ্রাইসেস, আদানি পোর্টস অ্য়ান্ড স্পেশাল ইকোনমিক জোন এবং অম্বুজা সিমেন্টকে স্বল্প সময়ের জন্য অতিরিক্ত নজরদারি ব্যবস্থাপনার অধীনে নিয়ে এসেছে বিএসই এবং এনএসই ৷ ফলে আপাতত এই সংস্থাগুলির শেয়ার শর্ট-সেলিং করা যাবে না ৷
এদিন সেবি আরও জানিয়েছে, তাদের কাছে যদি নির্দিষ্ট কোনও সংস্থা সম্পর্কে নির্দিষ্ট তথ্য আসে, তাহলে তা অবশ্যই যাচাই করে দেখা হবে এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে ৷ সেবির দাবি, বিনিয়োগকারীরা যাতে কোনওভাবে সমস্য়ায় না পড়েন, তা নিশ্চিত করতে তারা চিরকাল নিজেদের দায়িত্ব পালন করে এসেছে এবং ভবিষ্যতেও তেমনটাই করে যাবে ৷