ETV Bharat / bharat

Lahaul Valley Snowfall: মরশুমের প্রথম তুষারপাত লাহৌল স্পিতি উপত্যকায় - তুষারপাত

বরফের চাদরে ঢাকল হিমাচল প্রদেশের লাহৌল স্পিতি উপত্যকা ৷ আজ সকাল থেকে শুরু হওয়া এই তুষারপাত এই মরশুমের প্রথম (Seasons First Snowfall at Lahaul Valley in Himachal) ৷ বিকেলের পর থেকে তুষারপাতের পরিমাণ আরও বাড়ে ৷

Seasons First Snowfall at Lahaul Valley ETV BHARAT
Seasons First Snowfall at Lahaul Valley
author img

By

Published : Jan 11, 2023, 6:27 PM IST

লাহৌল স্পিতি উপত্যকা তুষারপাত

লাহৌল (হিমাচল প্রদেশ), 11 জানুয়ারি: লাহৌল উপত্যকায় মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে (Seasons First Snowfall at Lahaul Valley in Himachal) ৷ যদিও, মৌসম ভবন জানাচ্ছে এই মুহূর্তে হালকা তুষারপাত হচ্ছে হিমাচলে ৷ বিকেল থেকে লাহৌল উপত্যকায় তুষারপাত আরও তীব্র হয় ৷ একই সঙ্গে তুষারপাতের কারণে লাহৌল স্পিতি প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করেছে ৷ এছাড়া অটল টানেল হয়ে তান্ডি পর্যন্ত জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ কারণ, তুষারপাতের কারণে টানেলের মুখ বন্ধ হয়ে গেলে ভিতরে গাড়ি আটকে যেতে পারে ৷ এতে প্রাণহানির আশঙ্কাও থাকতে পারে বলে জানিয়েছে প্রশাসন ৷

বুধবার সকাল থেকেই লাহৌল উপত্যকার পাহাড়ে তুষারপাত শুরু হয় ৷ ফলে সেখানে দীর্ঘদিন ধরে চলা খরা থেকে মানুষ স্বস্তি পাবে বলেই মনে করছে প্রশাসন ৷ উল্লেখ্য, মৌসম ভবন (India Meteorological Department) তুষারপাতের পূর্বাভাস দেওয়ার পরেই এই অঞ্চলের পর্যটন ব্যবসায়ীদের মধ্যেও একটা আশা তৈরি হয়েছিল ৷ কারণ, পাহাড়ের উঁচু এলাকা ছাড়া এই অঞ্চলে এই মরশুমে কোনও তুষারপাত হয়নি ৷ ফলে, আজকের তুষারপাতের পর পর্যটকদের ভিড় লাহৌল স্পিতি উপত্যকায় বাড়বে বলেই আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা ৷

তবে, ভারী তুষারপাতের পূর্বাভাস থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে লাহৌল স্পিতি উপত্যকায় (Yellow Alert at Lahaul Valley Due to Snowfall ) ৷ পর্যটকদের দুর্গম স্থানে যেতে নিষেধ করা হয়েছে ৷ পুলিশকেও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে লাহৌল স্পিতি প্রশাসন ৷ ট্রেকিং করার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ গতবছর অক্টোবরের 11 ও 12 তারিখের পর হিমাচল প্রদেশে আর তুষারপাত হয়নি ৷ ফলে বড়দিন ও ইংরেজি নববর্ষ শুষ্ক আবহাওয়ার মধ্যে কেটেছে ৷ তাই এবার বরফে ঢাকা হিমাচলের নতুন রূপ দেখা যাবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ৷

আরও পড়ুন: উত্তরে পশ্চিমী ঝঞ্ঝা, আগামী 4 দিনে শৈত্যপ্রবাহ কমার পূর্বাভাস

উল্লেখ্য, পাকিস্তান এবং জম্মু ও কাশ্মীরের উত্তর অংশে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই তুষারপাত হচ্ছে ৷ শ্রীনগরেও এদিন সকালে প্রথমে বৃষ্টিপাত ও পরে তুষারপাত হয়েছে ৷ তবে, এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর, উত্তর-পশ্চিম ও পূর্ব ভারতে শৈত্যপ্রবাহে বাধা তৈরি হয়েছে ৷ আগামী 4-5 দিন এই অংশে সর্বনিম্ন তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ৷ সেই সঙ্গে ঘন কুয়াশাও থাকবে বলে জানানো হয়েছে ৷

লাহৌল স্পিতি উপত্যকা তুষারপাত

লাহৌল (হিমাচল প্রদেশ), 11 জানুয়ারি: লাহৌল উপত্যকায় মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে (Seasons First Snowfall at Lahaul Valley in Himachal) ৷ যদিও, মৌসম ভবন জানাচ্ছে এই মুহূর্তে হালকা তুষারপাত হচ্ছে হিমাচলে ৷ বিকেল থেকে লাহৌল উপত্যকায় তুষারপাত আরও তীব্র হয় ৷ একই সঙ্গে তুষারপাতের কারণে লাহৌল স্পিতি প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করেছে ৷ এছাড়া অটল টানেল হয়ে তান্ডি পর্যন্ত জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ কারণ, তুষারপাতের কারণে টানেলের মুখ বন্ধ হয়ে গেলে ভিতরে গাড়ি আটকে যেতে পারে ৷ এতে প্রাণহানির আশঙ্কাও থাকতে পারে বলে জানিয়েছে প্রশাসন ৷

বুধবার সকাল থেকেই লাহৌল উপত্যকার পাহাড়ে তুষারপাত শুরু হয় ৷ ফলে সেখানে দীর্ঘদিন ধরে চলা খরা থেকে মানুষ স্বস্তি পাবে বলেই মনে করছে প্রশাসন ৷ উল্লেখ্য, মৌসম ভবন (India Meteorological Department) তুষারপাতের পূর্বাভাস দেওয়ার পরেই এই অঞ্চলের পর্যটন ব্যবসায়ীদের মধ্যেও একটা আশা তৈরি হয়েছিল ৷ কারণ, পাহাড়ের উঁচু এলাকা ছাড়া এই অঞ্চলে এই মরশুমে কোনও তুষারপাত হয়নি ৷ ফলে, আজকের তুষারপাতের পর পর্যটকদের ভিড় লাহৌল স্পিতি উপত্যকায় বাড়বে বলেই আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা ৷

তবে, ভারী তুষারপাতের পূর্বাভাস থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে লাহৌল স্পিতি উপত্যকায় (Yellow Alert at Lahaul Valley Due to Snowfall ) ৷ পর্যটকদের দুর্গম স্থানে যেতে নিষেধ করা হয়েছে ৷ পুলিশকেও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে লাহৌল স্পিতি প্রশাসন ৷ ট্রেকিং করার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ গতবছর অক্টোবরের 11 ও 12 তারিখের পর হিমাচল প্রদেশে আর তুষারপাত হয়নি ৷ ফলে বড়দিন ও ইংরেজি নববর্ষ শুষ্ক আবহাওয়ার মধ্যে কেটেছে ৷ তাই এবার বরফে ঢাকা হিমাচলের নতুন রূপ দেখা যাবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ৷

আরও পড়ুন: উত্তরে পশ্চিমী ঝঞ্ঝা, আগামী 4 দিনে শৈত্যপ্রবাহ কমার পূর্বাভাস

উল্লেখ্য, পাকিস্তান এবং জম্মু ও কাশ্মীরের উত্তর অংশে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই তুষারপাত হচ্ছে ৷ শ্রীনগরেও এদিন সকালে প্রথমে বৃষ্টিপাত ও পরে তুষারপাত হয়েছে ৷ তবে, এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর, উত্তর-পশ্চিম ও পূর্ব ভারতে শৈত্যপ্রবাহে বাধা তৈরি হয়েছে ৷ আগামী 4-5 দিন এই অংশে সর্বনিম্ন তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ৷ সেই সঙ্গে ঘন কুয়াশাও থাকবে বলে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.