নয়াদিল্লি, 6 জুন: তাঁর শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রির সত্যতা নিয়ে এখনও মাঝে মাঝে বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকা ৷ এবার গুজরাতস্থিত একটি স্কুল, যেখানে প্রধানমন্ত্রী একসময়ে পড়াশোনা করেছেন সেই স্কুলকে বিশেষভাবে তোলা হচ্ছে সরকারি উদ্যোগে ৷ গুজরাতের ভদনগরে অবস্থিত এই স্কুল ৷
আরও জানা গিয়েছে ঊনিশ শতকে তৈরি হওয়া এই স্কুলটি বিশেষ করে গড়ে তুলতে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রের অধীনে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে ৷ শিশুশিক্ষাকে গুরুত্ব দিতে এই স্কুলটিকে 'সেন্টার ফর ইন্সপিরেশন' হিসেবে গড়ে তোলা হচ্ছে ৷ প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'প্রেরণা' ৷
সরকারি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় এই 'প্রেরণা' নামে প্রকল্প তৈরি হয়েছে ৷ যার মূল লক্ষ্য স্কুল পড়ুয়াদের ভবিষ্যতে দেশের কল্যাণের অনুতম অনুঘটক হিসেবে তৈরি করা ৷ সরকারের দাবি, গুজরাতের এই এলাকায় প্রায় আড়াই হাজার বছর আগে জনবসতি গড়ে ওঠে ৷ সেই দিন দিয়ে ঐতিহাসিক এই এলাকাকে সংরক্ষণের দিক দিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ পুরনো ঐতিহ্য বজায় রেখে এই অঞ্চলকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তাই ওই এলাকার সঙ্গে বিশেষ গুরুত্ব দিয়ে সাজিয়ে তোলা নরেন্দ্র মোদির স্কুলকেও ৷
এই প্রকল্প প্রসঙ্গে সরকারি এক সূত্রে বলা হয়েছে, 'প্রেরণা' নামক এই প্রকল্পে দেশের প্রতিটি জেলার 2 জন করে পড়ুয়াকে অন্তর্ভূক্ত করা হবে ৷ একাধিক ব্যাচে হবে শিক্ষাদান ৷ প্রতি ব্যাচে যোগ দেবে 30 জন পড়ুয়া ৷ দেশের 750টি জেলার দেড় হাজার পড়ুয়াকে 50 সপ্তাহের এই প্রকল্পে শিক্ষাদান করা হবে ৷ ভদনগরের এই স্কুল থেকেই প্রকল্পের সূচনা হবে ৷
আরও পড়ুন: বায়ুচালিত ইঞ্জিন আবিষ্কার করে তাক লাগালেন ত্রিপুরার যুবক
এই বিশেষ স্কুলে বিশেষ শিশুশিক্ষা প্রদান করা হবে ৷ সেখানো হবে মূল্যবোধের কথা, যা আগামী প্রজন্মকে দেশের স্বার্থে কাজ করায় অনুপ্রাণিত করবে ৷ সরকারি সূত্রে খবর, কেন্দ্রীয় সরাকারের এই প্রকল্পের খরচ তারাই পুরোটা বহন করবে ৷ আবাসিক শিক্ষাদান প্রকল্প হবে এটি য যার সূচনা হবে ভদনগর জেলার এই স্কুল থেকেই ৷
উল্লেখ্য, ইউনেসকোর সম্ভাব্য হেরিটেজ সাইটের মনোনয়ন তালিকায় রয়েছে গুজরাতের ভদনগর ৷ আমেদাবাদ থেকে প্রায় 100 কিমি দূরে মেহসানা জেলায় অবস্থিত এই শহর ৷ এখানকার জনসংখ্যা প্রায় 28 হাজার ৷