ETV Bharat / bharat

School Bus Catches Fire: সাতসকালে স্কুলবাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা 5 শিশুর - মহারাষ্ট্রের খবর

মহারাষ্ট্রের পালঘরে সাতসকালে আচমকা একটি স্কুলবাসে ভয়াবহ আগুন লাগে ৷ এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে 5 শিশু ৷ তারা নিরাপদে রয়েছে ৷

School Bus Catches Fire
School Bus Catches Fire
author img

By

Published : Jun 28, 2023, 1:11 PM IST

পালঘর (মহারাষ্ট্র), 28 জুন: মহারাষ্ট্রে হঠাৎই আগুন লেগে গেল একটি স্কুলবাসে ৷ তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই বাসে থাকা 5 শিশু ৷ তারা কোনওক্রমে বাস থেকে নামতে সমর্থ হওয়ায় অপ্রীতিকর কোনও ঘটনা ঘটতে পারেনি ৷ পরে দমকল ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনে ৷

বুধবার ভোরে মহারাষ্ট্রের পালঘরে ওই স্কুলবাসে আচমকা আগুন ধরে যায় ৷ সেই সময় বাসটিতে ছিল পাঁচ পড়ুয়া ৷ দমকলের কর্তারা জানিয়েছেন, অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই শিশুরা ৷ তবে তারা সবাই খুবই আতঙ্কগ্রস্ত ৷ বুধবার সকাল 6.45-এ ভিরার এলাকার একটি কলেজের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান বলিঞ্জ দমকল অফিসের কর্মী তেজস পাতিল ৷

তিনি বলেন, বাসটি পাঁচজন শিক্ষার্থীকে নিয়ে স্কুলে যাওয়ার পথে হঠাৎ সেই বাসে আগুন ধরে যায় ৷ সেই সময় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে শিশুরা ৷ তবে বাসের চালক ও কন্ডাক্টর দ্রুত শিশুগুলিকে বাস থেকে বের করতে তৎপর হন ৷ তাঁদের চেষ্টাতেই নিরাপদে বাস থেকে নামানো হয় পাঁচ শিশুকে ৷ জানা গিয়েছে, তারা প্রত্যেকেই সুস্থ আছে ৷

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে আগুন ! যাত্রীদের মধ্যে আতঙ্ক, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে

স্কুলবাসে আগুন লাগার খবর দেওয়া হয় দমকল বিভাগে ৷ সঙ্গে সঙ্গে দমকলের চার কর্মীর একটি দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ তবে আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে, আগুন নেভাতে তাঁদের বেশ বেগ পেতে হয় ৷ ওই আগুন নেভাতে তাঁদের আধঘণ্টারও বেশি সময় লেগে যায় বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা ৷

কী কারণে স্কুলবাসটিতে আগুন লাগে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি ৷ তবে দমকলের আধিকারিকরা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে ৷ ব্যস্ত সময় স্কুলবাসে এই অগ্নিকাণ্ডের জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয় ৷

(ফাইল ছবি)

পালঘর (মহারাষ্ট্র), 28 জুন: মহারাষ্ট্রে হঠাৎই আগুন লেগে গেল একটি স্কুলবাসে ৷ তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই বাসে থাকা 5 শিশু ৷ তারা কোনওক্রমে বাস থেকে নামতে সমর্থ হওয়ায় অপ্রীতিকর কোনও ঘটনা ঘটতে পারেনি ৷ পরে দমকল ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনে ৷

বুধবার ভোরে মহারাষ্ট্রের পালঘরে ওই স্কুলবাসে আচমকা আগুন ধরে যায় ৷ সেই সময় বাসটিতে ছিল পাঁচ পড়ুয়া ৷ দমকলের কর্তারা জানিয়েছেন, অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই শিশুরা ৷ তবে তারা সবাই খুবই আতঙ্কগ্রস্ত ৷ বুধবার সকাল 6.45-এ ভিরার এলাকার একটি কলেজের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান বলিঞ্জ দমকল অফিসের কর্মী তেজস পাতিল ৷

তিনি বলেন, বাসটি পাঁচজন শিক্ষার্থীকে নিয়ে স্কুলে যাওয়ার পথে হঠাৎ সেই বাসে আগুন ধরে যায় ৷ সেই সময় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে শিশুরা ৷ তবে বাসের চালক ও কন্ডাক্টর দ্রুত শিশুগুলিকে বাস থেকে বের করতে তৎপর হন ৷ তাঁদের চেষ্টাতেই নিরাপদে বাস থেকে নামানো হয় পাঁচ শিশুকে ৷ জানা গিয়েছে, তারা প্রত্যেকেই সুস্থ আছে ৷

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে আগুন ! যাত্রীদের মধ্যে আতঙ্ক, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে

স্কুলবাসে আগুন লাগার খবর দেওয়া হয় দমকল বিভাগে ৷ সঙ্গে সঙ্গে দমকলের চার কর্মীর একটি দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ তবে আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে, আগুন নেভাতে তাঁদের বেশ বেগ পেতে হয় ৷ ওই আগুন নেভাতে তাঁদের আধঘণ্টারও বেশি সময় লেগে যায় বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা ৷

কী কারণে স্কুলবাসটিতে আগুন লাগে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি ৷ তবে দমকলের আধিকারিকরা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে ৷ ব্যস্ত সময় স্কুলবাসে এই অগ্নিকাণ্ডের জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয় ৷

(ফাইল ছবি)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.