ETV Bharat / bharat

Adani Hindenburg Case: সুপ্রিম কোর্টে আদানি-হিন্ডেনবার্গ মামলার শুনানি শুক্রবার - Adani Hindenburg Case

শুক্রবার আদানি-হিন্ডেনবার্গ মামলার শুনানি শীর্ষ আদালতে ৷ ইতিমধ্যেই, আদালতের নির্দেশে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছে সেবি ৷ এই তদন্ত প্রক্রিয়া শেষের জন্য আদালতের কাছে আরও সময় চেয়েছে সেবি ৷

Etv Bharat
সুপ্রিম কোর্ট
author img

By

Published : May 10, 2023, 5:12 PM IST

নয়াদিল্লি, 10 মে: শুক্রবার সুপ্রিম কোর্ট শুনানি হবে আদানি-হিন্ডেনবার্গ মামলার ৷ উল্লেখ্য, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার দরে কারচুপি করে আর্থিক মুনাফা অর্জনের অভিযোগ করেছে আন্তর্জাতিক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ ৷ এই সংক্রান্ত মামলায় গত 2 মার্চ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে তদন্তের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত ৷ বলা হয়েছিল 2 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে ৷

পাশাপাশি, শিল্প ও বাজার বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটিও গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ সেই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল কীভাবে ভারতীয় বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত রাখা যায় ও বাজারে নজরদারির ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে পরামর্শ দিতে ৷ উল্লেখ্য, ফেব্রুয়ারিতে আদানি গোষ্ঠীকে নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট আসার পর পড়েছিল আদানিদের বিভিন্ন সংস্থার শেয়ারের দর ৷ প্রায় 140 বিলিয়ন ডলার ক্ষতি হয় এই শিল্পগোষ্ঠীর ৷

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চে এই মামলার শুনানি হবে ৷ উল্লেখ্য, শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এএম সাপ্রের নেতৃত্বে 6 সদস্যদের যে কমিটি গড়ে দিয়েছিল তাদের দায়িত্ব ছিল শেয়ার বাজারে নজরদারির বর্তমান ব্যবস্থা খতিয়ে দেখা ও সেই ব্যবস্থাকে কীভাবে আরও নিশ্ছিদ্র করা যায় সেই বিষয়ে পরামর্শ দেওয়া ৷ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে মুখবন্ধ খামে ইতিমধ্যেই কমিটি সেই রিপোর্ট শীর্ষ আদালতে জমা দিয়েছে ৷

আরও পড়ুন : 'সোনিয়া গান্ধি সম্পর্কে মিথ্যে কথা বলছেন মোদি', নির্বাচন কমিশনকে চিঠি অধীরের

উল্লেখ্য, বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি সম্প্রতি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে আদানি গোষ্ঠীকে নিয়ে তাদের তদন্ত প্রক্রিয়ার মেয়াদ আরও 6 মাস বাড়ানো হোক ৷ তবে এই সংক্রান্ত যে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল সেই আবেদনকারীর আইনজীবী বিশাল তিওয়ারি ইতিমধ্যেই সেবি'র এই আবেদনের বিরোধিতা করেছেন ৷ তাঁর দাবি সেবিকে এই তদন্ত ও তথ্য জোগাড় করার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে , তাই আর মেয়াদ বৃদ্ধির প্রয়োজন নেই ৷ এখন দেখার শুক্রবারের শুনানিতে এই মামলায় নতুন কী নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷

নয়াদিল্লি, 10 মে: শুক্রবার সুপ্রিম কোর্ট শুনানি হবে আদানি-হিন্ডেনবার্গ মামলার ৷ উল্লেখ্য, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার দরে কারচুপি করে আর্থিক মুনাফা অর্জনের অভিযোগ করেছে আন্তর্জাতিক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ ৷ এই সংক্রান্ত মামলায় গত 2 মার্চ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে তদন্তের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত ৷ বলা হয়েছিল 2 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে ৷

পাশাপাশি, শিল্প ও বাজার বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটিও গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ সেই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল কীভাবে ভারতীয় বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত রাখা যায় ও বাজারে নজরদারির ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে পরামর্শ দিতে ৷ উল্লেখ্য, ফেব্রুয়ারিতে আদানি গোষ্ঠীকে নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট আসার পর পড়েছিল আদানিদের বিভিন্ন সংস্থার শেয়ারের দর ৷ প্রায় 140 বিলিয়ন ডলার ক্ষতি হয় এই শিল্পগোষ্ঠীর ৷

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চে এই মামলার শুনানি হবে ৷ উল্লেখ্য, শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এএম সাপ্রের নেতৃত্বে 6 সদস্যদের যে কমিটি গড়ে দিয়েছিল তাদের দায়িত্ব ছিল শেয়ার বাজারে নজরদারির বর্তমান ব্যবস্থা খতিয়ে দেখা ও সেই ব্যবস্থাকে কীভাবে আরও নিশ্ছিদ্র করা যায় সেই বিষয়ে পরামর্শ দেওয়া ৷ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে মুখবন্ধ খামে ইতিমধ্যেই কমিটি সেই রিপোর্ট শীর্ষ আদালতে জমা দিয়েছে ৷

আরও পড়ুন : 'সোনিয়া গান্ধি সম্পর্কে মিথ্যে কথা বলছেন মোদি', নির্বাচন কমিশনকে চিঠি অধীরের

উল্লেখ্য, বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি সম্প্রতি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে আদানি গোষ্ঠীকে নিয়ে তাদের তদন্ত প্রক্রিয়ার মেয়াদ আরও 6 মাস বাড়ানো হোক ৷ তবে এই সংক্রান্ত যে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল সেই আবেদনকারীর আইনজীবী বিশাল তিওয়ারি ইতিমধ্যেই সেবি'র এই আবেদনের বিরোধিতা করেছেন ৷ তাঁর দাবি সেবিকে এই তদন্ত ও তথ্য জোগাড় করার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে , তাই আর মেয়াদ বৃদ্ধির প্রয়োজন নেই ৷ এখন দেখার শুক্রবারের শুনানিতে এই মামলায় নতুন কী নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.