ETV Bharat / bharat

SC Rejects State Government Plea: সৌমেন্দুর সুপ্রিম স্বস্তি, শীর্ষ আদালতে খারিজ রাজ্যের আবেদন

শ্মশান দুর্নীতি মামলায় সৌমেন্দু অধিকারীর রক্ষাকবচের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার ৷ সেই মামলা কেন খারিজ করে দিল শীর্ষ আদালত ?

SC Rejects State Government Plea on Soumendu Adhikari Protection given by Calcutta High Court
ফাইল ছবি
author img

By

Published : Apr 7, 2023, 4:33 PM IST

নয়াদিল্লি, 7 এপ্রিল: শীর্ষ আদালতে ধাক্কা খেতে হল রাজ্য সরকারকে ৷ সৌমেন্দু অধিকারীকে নিয়ে রাজ্যের করা একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ সৌমেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ ছিল, দুর্নীতি সংক্রান্ত একটি নির্দিষ্ট মামলায় সৌমেন্দুকে গ্রেফতার করা যাবে না ৷ কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার ৷ কিন্তু, শুক্রবার তাদের সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ এক্ষেত্রে আদালতের বক্তব্য হল, যেহেতু সংশ্লিষ্ট মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা দেওয়া হয়ে গিয়েছে, তাই আদালত এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না ৷

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রাঙামাটি শ্মশানের জমিতে দোকান বসানো নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে সৌমেন্দুর বিরুদ্ধে ৷ সেই মামলায় রাজ্য পুলিশ যাতে তাঁকে গ্রেফতার করতে না পারে, সেই দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু ৷ তাঁর দাবি মেনে গত 31 জানুয়ারি হাইকোর্ট সৌমেন্দুকে রক্ষাকবচ দেয় ৷ পুলিশের দাবি, সৌমেন্দু যখন কাঁথির পৌরপ্রধান ছিলেন, সেই সময়েই সংশ্লিষ্ট দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি ! যদিও সৌমেন্দু সেই অভিযোগ মানতে নারাজ ৷

শুক্রবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পর্দিওয়ালার বেঞ্চে সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য ওঠে ৷ তাতে আদালতের পর্যবেক্ষণ হল, এই মামলায় তদন্তকারীদের পক্ষ থেকে ইতিমধ্যেই চার্জশিট জমা করা হয়েছে ৷ উপরন্তু, স্থানীয় আদালতে মামলার শুনানিও চলছে ৷ এই অবস্থায় সুপ্রিম কোর্ট সেই প্রক্রিয়ায় কোনওভাবে হস্তক্ষেপ করতে পারবে না ৷ আর সেই কারণেই রাজ্য সরকারের করা মামলাটি খারিজ হয়ে যায় ৷

আরও পড়ুন: শ্মশান দুর্নীতি মামলায় সপ্তমবার পুলিশি জিজ্ঞেসাবাদের মুখে শুভেন্দুর ভাই সৌমেন্দু

প্রসঙ্গত, এর আগে সংশ্লিষ্ট মামলায় তাঁর বিরুদ্ধে রুজু হওয়া ফৌজদারি অভিযোগ খারিজের দাবি জানিয়েছিলেন সৌমেন্দু ৷ কিন্তু, কলকাতা হাইকোর্ট তাঁর সেই আবেদন মানেনি ৷ তবে, তাঁকে যাতে গ্রেফতার না করা হয়, সেই রক্ষাকবচ দিয়েছে ৷ সেইসঙ্গে, তদন্তকারীদের জন্য আরও কিছু নির্দেশ দেওয়া হয়েছে ৷ বলা হয়েছে, তদন্ত চলাকালীন সৌমেন্দু যদি তাঁদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না ৷ আর যদি কখনও তদন্তকারীদের মনে হয়, সৌমেন্দু তাঁদের সঙ্গে সহযোগিতা করছেন না, তাহলে তাঁরা তাঁকে কারণ দর্শানোর নোটিশ ধরাতে পারেন ৷ এমনকী, সৌমেন্দুকে ভার্চুয়াল মাধ্যমেও জেরা করা যাবে বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট ৷

নয়াদিল্লি, 7 এপ্রিল: শীর্ষ আদালতে ধাক্কা খেতে হল রাজ্য সরকারকে ৷ সৌমেন্দু অধিকারীকে নিয়ে রাজ্যের করা একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ সৌমেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ ছিল, দুর্নীতি সংক্রান্ত একটি নির্দিষ্ট মামলায় সৌমেন্দুকে গ্রেফতার করা যাবে না ৷ কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার ৷ কিন্তু, শুক্রবার তাদের সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ এক্ষেত্রে আদালতের বক্তব্য হল, যেহেতু সংশ্লিষ্ট মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা দেওয়া হয়ে গিয়েছে, তাই আদালত এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না ৷

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রাঙামাটি শ্মশানের জমিতে দোকান বসানো নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে সৌমেন্দুর বিরুদ্ধে ৷ সেই মামলায় রাজ্য পুলিশ যাতে তাঁকে গ্রেফতার করতে না পারে, সেই দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু ৷ তাঁর দাবি মেনে গত 31 জানুয়ারি হাইকোর্ট সৌমেন্দুকে রক্ষাকবচ দেয় ৷ পুলিশের দাবি, সৌমেন্দু যখন কাঁথির পৌরপ্রধান ছিলেন, সেই সময়েই সংশ্লিষ্ট দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি ! যদিও সৌমেন্দু সেই অভিযোগ মানতে নারাজ ৷

শুক্রবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পর্দিওয়ালার বেঞ্চে সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য ওঠে ৷ তাতে আদালতের পর্যবেক্ষণ হল, এই মামলায় তদন্তকারীদের পক্ষ থেকে ইতিমধ্যেই চার্জশিট জমা করা হয়েছে ৷ উপরন্তু, স্থানীয় আদালতে মামলার শুনানিও চলছে ৷ এই অবস্থায় সুপ্রিম কোর্ট সেই প্রক্রিয়ায় কোনওভাবে হস্তক্ষেপ করতে পারবে না ৷ আর সেই কারণেই রাজ্য সরকারের করা মামলাটি খারিজ হয়ে যায় ৷

আরও পড়ুন: শ্মশান দুর্নীতি মামলায় সপ্তমবার পুলিশি জিজ্ঞেসাবাদের মুখে শুভেন্দুর ভাই সৌমেন্দু

প্রসঙ্গত, এর আগে সংশ্লিষ্ট মামলায় তাঁর বিরুদ্ধে রুজু হওয়া ফৌজদারি অভিযোগ খারিজের দাবি জানিয়েছিলেন সৌমেন্দু ৷ কিন্তু, কলকাতা হাইকোর্ট তাঁর সেই আবেদন মানেনি ৷ তবে, তাঁকে যাতে গ্রেফতার না করা হয়, সেই রক্ষাকবচ দিয়েছে ৷ সেইসঙ্গে, তদন্তকারীদের জন্য আরও কিছু নির্দেশ দেওয়া হয়েছে ৷ বলা হয়েছে, তদন্ত চলাকালীন সৌমেন্দু যদি তাঁদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না ৷ আর যদি কখনও তদন্তকারীদের মনে হয়, সৌমেন্দু তাঁদের সঙ্গে সহযোগিতা করছেন না, তাহলে তাঁরা তাঁকে কারণ দর্শানোর নোটিশ ধরাতে পারেন ৷ এমনকী, সৌমেন্দুকে ভার্চুয়াল মাধ্যমেও জেরা করা যাবে বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.