নয়াদিল্লি, 24 মার্চ : হিজাব মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (SC Refuses Urgent Hearing on Pleas against Karnataka HC Hijab Verdict) ৷ বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা ও বিচারপতি কৃষ্ণ মুরলীর বেঞ্চ ওই আর্জি খারিজ করেছে ৷ মামলাকারীদের পক্ষ থেকে দ্রুত শুনানির জন্য পরীক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছিল ৷ কিন্তু আদালত জানিয়েছে, পরীক্ষার সঙ্গে এই বিষয়ের কোনও সম্পর্ক নেই ৷
শীর্ষ আদালতে এই মামলা দায়ের করা হয়েছে কর্নাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ৷ কারণ, কর্নাটক হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞার সরকারি সিদ্ধান্ত বহাল রেখেছে (Hijab ban in classroom) ৷ এদিন মামলার শুনানি চলাকালীন মামলাকারীর আইনজীবী দেবদত্ত কামাত জানান, আগামী 28 তারিখ থেকে পরীক্ষা ৷ ওই ছাত্রীরা স্কুলে যেতে পারছে না ৷ পরীক্ষা দিতে না পারলে, তাদের একটা বছর নষ্ট হয়ে যাবে ৷ তাই দ্রুত শুনানির আর্জি জানানো হয় ৷
গত 16 মার্চ এই মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট ৷ তখন আদালত জানিয়েছিল যে দোলের পর এই মামলার শুনানি হবে ৷ সেই সময়ও মামলাকারী কয়েকজন ছাত্রীর আইনজীবী সঞ্জয় হেগড়ে পরীক্ষার বিষয়টি উল্লেখ করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন ৷
আরও পড়ুন : Hijab row: হিজাব ছাড়া কলেজে যাবেন না, জানিয়ে দিলেন কর্নাটকের মামলাকারী ছাত্রীরা