ETV Bharat / bharat

SC Judge on Media Trial: মিডিয়া ট্রায়ালে লাগাম দিতে আইন চান সুপ্রিম কোর্টের বিচারপতি - Supreme Court

যে কোনও সংবেদনশীল এবং বিচারাধীন বিষয়ে সোশ্যাল ও ডিজিটাল মিডিয়ায় কাটাছেঁড়া বন্ধ হওয়া উচিত বলে জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা ৷ (SC Judge Asks for Regulatory Law to Stop Social and Digital Media Trail on Sub Judice Matter) ৷

sc-judge-asks-for-regulatory-law-to-stop-social-and-digital-media-trail-on-sub-judice-matter
sc-judge-asks-for-regulatory-law-to-stop-social-and-digital-media-trail-on-sub-judice-matter
author img

By

Published : Jul 4, 2022, 1:39 PM IST

নয়াদিল্লি, 4 জুলাই: সোশ্যাল ও ডিজিটাল গণমাধ্যমগুলিকে নিয়ন্ত্রণ করতে উপযুক্ত আইন আনার কথা বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা (Supreme Court Justice J.B. Pardiwala) ৷ সংসদকে বিষয়টি বিবেচনা করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি ৷ মূলত বিচার ব্যবস্থা নিয়ে সোশ্যাল এবং ডিজিটাল মিডিয়ার অযাচিত হস্তক্ষেপের অভিযোগে এ কথা বলেছেন তিনি (SC Judge Asks for Regulatory Law to Stop Social and Digital Media Trail on Sub Judice Matter) ৷ এমন একাধিক ঘটনা তিনি উল্লেখ করেছেন, যেখানে মিডিয়া তার সীমা লঙ্ঘন করছে বলে জানান বিচারপতি (Social and Digital Media cross Laxman Rekha) ৷

প্রসঙ্গত, নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর সোশ্যাল এবং ডিজিটাল মিডিয়ায় সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতি এবং তাঁদের রায় বিরুদ্ধাচারণের অভিযোগ উঠেছে ৷ যে বেঞ্চের অংশ ছিলেন বিচারপতি জেবি পারদিওয়ালা ৷ যে বেঞ্চ নূপুর শর্মাকে তাঁর মন্তব্যের জন্য তিরস্কার করেছিল ৷ বলা হয়েছিল, ‘‘নূপুর শর্মা তাঁর মন্তব্যের মধ্যে দিয়ে দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছেন এবং সামাজিক কাঠামোকে নষ্ট করেছেন ৷’’

আর সেই অধ্যায়ের কয়েকদিনের মধ্যে, রবিবার বিচারপতি এইচআর খান্না মেমোরিয়াল জাতীয় সম্মেলনে ‘‘ভক্স পপুলি (ভক্স পপ) বনাম আইনের শাসন: ভারতের সুপ্রিম কোর্ট’’ এই বিষয়ে বক্তব্য রাখেন বিচারপতি পারদিওয়ালা ৷ সেখানেই বিচারপতি জানান, আইনের শাসনের পক্ষে মিডিয়া ট্রায়াল স্বাস্থ্যকর নয় ৷ বিশেষ করে সংবেদনশীল বিষয়, যা বিচারাধীন ৷ সেক্ষেত্রে ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণ প্রয়োজন ৷ এ বিষয়ে যথাযথ আইন প্রণয়ন এবং নিয়ন্ত্রক ধারা প্রবর্তনের বিষয়ে সংসদকে বিবেচনা করতে হবে ৷’’

আরও পড়ুন: SC to Nupur Sharma: 'দেশজুড়ে অস্থিরতার জন্য একমাত্র দায়ী নূপুর শর্মা', ক্ষমা চাইতে নির্দেশ সুপ্রিম কোর্টের

বিচারপতি পারদিওয়ালা তাঁর বক্তব্যে বিচার প্রক্রিয়া নিয়ে বলেন, ‘‘বিচার মূলত একটি প্রক্রিয়া, যা আদালতে একটি পদ্ধতি মেনে করা হয় ৷ যদিও আধুনিক যুগের প্রেক্ষাপটে, সোশ্যাল এবং ডিজিটাল মিডিয়ায় বিচার শুরু হয়ে যাচ্ছে ৷ যা বিচার ব্যবস্থা এবং তার প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ এবং একাধিকবার তা ‘লক্ষণ রেখা’ অতিক্রম করছে ৷’’

তিনি অভিযোগ করেছেন, এক শ্রেণির মানুষ যাঁরা অর্ধেক সত্য জেনে বিচার প্রক্রিয়া নিয়ে কাটাছেঁড়া শুরু করে ৷ যা আইনের শাসনে ন্যায়বিচার করার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন বিচারপতি জেবি পারদিওয়ালা ৷ তাই বিচার ব্যবস্থা এবং তার প্রক্রিয়া নিয়ে অযাচিত এই কাটাছেঁড়া বন্ধ করতে হবে বলে জানান তিনি ৷ আর তার জন্য সোশ্যাল এবং ডিজিটাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করেন বিচারপতি পারদিওয়ালা ৷

তিনি বলেন, ‘‘আমি আইনের শাসনে বিশ্বাস করি এবং তার অন্যথা হতে পারে না ৷ আর যখন আদালতের দেওয়া রায়ের প্রশ্ন ওঠে, তখন জনগণের মতামতের খুব একটা গুরুত্ব থাকে না ৷ আর আদালতের রায়ে সাধারণের মতামতে কোনও প্রতিফলন হতে পারে না ৷’’

নয়াদিল্লি, 4 জুলাই: সোশ্যাল ও ডিজিটাল গণমাধ্যমগুলিকে নিয়ন্ত্রণ করতে উপযুক্ত আইন আনার কথা বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা (Supreme Court Justice J.B. Pardiwala) ৷ সংসদকে বিষয়টি বিবেচনা করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি ৷ মূলত বিচার ব্যবস্থা নিয়ে সোশ্যাল এবং ডিজিটাল মিডিয়ার অযাচিত হস্তক্ষেপের অভিযোগে এ কথা বলেছেন তিনি (SC Judge Asks for Regulatory Law to Stop Social and Digital Media Trail on Sub Judice Matter) ৷ এমন একাধিক ঘটনা তিনি উল্লেখ করেছেন, যেখানে মিডিয়া তার সীমা লঙ্ঘন করছে বলে জানান বিচারপতি (Social and Digital Media cross Laxman Rekha) ৷

প্রসঙ্গত, নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর সোশ্যাল এবং ডিজিটাল মিডিয়ায় সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতি এবং তাঁদের রায় বিরুদ্ধাচারণের অভিযোগ উঠেছে ৷ যে বেঞ্চের অংশ ছিলেন বিচারপতি জেবি পারদিওয়ালা ৷ যে বেঞ্চ নূপুর শর্মাকে তাঁর মন্তব্যের জন্য তিরস্কার করেছিল ৷ বলা হয়েছিল, ‘‘নূপুর শর্মা তাঁর মন্তব্যের মধ্যে দিয়ে দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছেন এবং সামাজিক কাঠামোকে নষ্ট করেছেন ৷’’

আর সেই অধ্যায়ের কয়েকদিনের মধ্যে, রবিবার বিচারপতি এইচআর খান্না মেমোরিয়াল জাতীয় সম্মেলনে ‘‘ভক্স পপুলি (ভক্স পপ) বনাম আইনের শাসন: ভারতের সুপ্রিম কোর্ট’’ এই বিষয়ে বক্তব্য রাখেন বিচারপতি পারদিওয়ালা ৷ সেখানেই বিচারপতি জানান, আইনের শাসনের পক্ষে মিডিয়া ট্রায়াল স্বাস্থ্যকর নয় ৷ বিশেষ করে সংবেদনশীল বিষয়, যা বিচারাধীন ৷ সেক্ষেত্রে ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণ প্রয়োজন ৷ এ বিষয়ে যথাযথ আইন প্রণয়ন এবং নিয়ন্ত্রক ধারা প্রবর্তনের বিষয়ে সংসদকে বিবেচনা করতে হবে ৷’’

আরও পড়ুন: SC to Nupur Sharma: 'দেশজুড়ে অস্থিরতার জন্য একমাত্র দায়ী নূপুর শর্মা', ক্ষমা চাইতে নির্দেশ সুপ্রিম কোর্টের

বিচারপতি পারদিওয়ালা তাঁর বক্তব্যে বিচার প্রক্রিয়া নিয়ে বলেন, ‘‘বিচার মূলত একটি প্রক্রিয়া, যা আদালতে একটি পদ্ধতি মেনে করা হয় ৷ যদিও আধুনিক যুগের প্রেক্ষাপটে, সোশ্যাল এবং ডিজিটাল মিডিয়ায় বিচার শুরু হয়ে যাচ্ছে ৷ যা বিচার ব্যবস্থা এবং তার প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ এবং একাধিকবার তা ‘লক্ষণ রেখা’ অতিক্রম করছে ৷’’

তিনি অভিযোগ করেছেন, এক শ্রেণির মানুষ যাঁরা অর্ধেক সত্য জেনে বিচার প্রক্রিয়া নিয়ে কাটাছেঁড়া শুরু করে ৷ যা আইনের শাসনে ন্যায়বিচার করার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন বিচারপতি জেবি পারদিওয়ালা ৷ তাই বিচার ব্যবস্থা এবং তার প্রক্রিয়া নিয়ে অযাচিত এই কাটাছেঁড়া বন্ধ করতে হবে বলে জানান তিনি ৷ আর তার জন্য সোশ্যাল এবং ডিজিটাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করেন বিচারপতি পারদিওয়ালা ৷

তিনি বলেন, ‘‘আমি আইনের শাসনে বিশ্বাস করি এবং তার অন্যথা হতে পারে না ৷ আর যখন আদালতের দেওয়া রায়ের প্রশ্ন ওঠে, তখন জনগণের মতামতের খুব একটা গুরুত্ব থাকে না ৷ আর আদালতের রায়ে সাধারণের মতামতে কোনও প্রতিফলন হতে পারে না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.