ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নয়

Nisith Pramanik: সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ সর্বোচ্চ আদালত জানিয়ে দিল এখনই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না ।

ETV Bharat
নিশীথ প্রামাণিক
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 4:41 PM IST

Updated : Jan 12, 2024, 8:11 PM IST

নয়াদিল্লি, 12 জানুয়ারি: রক্ষাকবচ পেলেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ পুলিশকে নির্দেশে জানিয়েছে, বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের বিরুদ্ধে কোনও রকম জোরদবরদস্তি কোনও ব্যবস্থা নেওয়া যাবে না ৷ তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল ৷

2018 সালের অগস্ট মাসে কোচবিহারের দিনহাটা থানা এলাকায় নিশীথ প্রামাণিকের সঙ্গে একটি দলের ঝামেলা বাধে ৷ নিশীথ সেই সময় তৃণমূলের যুব নেতা ছিলেন ৷ আর তাঁর সঙ্গে যে দলটির ঝামেলা বাধে, সেই দলও তৃণমূলেরই ছিল ৷ এই ঘটনায় গুলি চালানোর অভিযোগ ওঠে ৷ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তাঁর নির্দেশেই সেদিন গুলি চালানো হয়েছিল ৷ এই ঘটনায় গুলিবিদ্ধ হন 2 জন ৷ এরপর তৎকালীন তৃণমূল নেতা নিশীথ প্রামাণিক-সহ 35 জনের নামে পুলিশের কাছে অভিযোগ জানানো হয় ৷ এই মামলার চার্জশিট পেশ করে পুলিশ ৷ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ওঠে ৷ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় ৷

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আগাম জামিনের আবেদন জানান নিশীথ ৷ কিন্তু আদালত সেই জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ এরপর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ বৃহস্পতিবার শীর্ষ আদালতে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিঠালের বেঞ্চ রাজ্য পুলিশের বিরুদ্ধে নির্দেশ দেয়, মন্ত্রীর বিরুদ্ধে কোনও কড়া অবস্থান নেওয়া যাবে না ৷

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের পক্ষে প্রবীণ আইনজীবী পিএস পাটওয়ালিয়া বলেন, "আমি মক্কেল সংসদের একজন সদস্য ৷ হাইকোর্ট তাঁকে জামিন দিতে চায়নি ৷ 22 জানুয়ারি মামলার পরবর্তী শুনানির কথা ৷ কোনও সুরক্ষা না-দিলে আমায় মক্কেলকে হয়তো গ্রেফতার করা হতে পারে ৷"

রাজ্যের হয়ে প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করানারায়ণ জানান, খুনের চেষ্টা এবং দাঙ্গা বাধানোর অভিযোগে 13টি মামলা রয়েছে নিশীথ প্রামাণিক তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ৷ তাঁকে অনেক আগেই গ্রেফতার করা যেত ৷ এদিন তিনি শীর্ষ আদালতের বেঞ্চকে আশ্বস্ত করেন, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কোনও কঠিন পদক্ষেপ করা হবে না ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. খুনের চেষ্টার মামলা, নিশীথের জামিনের আবেদন নাকচ করল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ
  2. নিশীথ প্রামাণিকের আগাম জামিন মামলায় রাজ্যের জবাব তলব সুপ্রিম কোর্টের
  3. 'এত ধাপ্পাবাজ যে ঠাকুরকেও ধাপ্পা দেয়,' বিজয়া সম্মিলনী থেকে নিশীথকে কটাক্ষ উদয়নের

নয়াদিল্লি, 12 জানুয়ারি: রক্ষাকবচ পেলেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ পুলিশকে নির্দেশে জানিয়েছে, বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের বিরুদ্ধে কোনও রকম জোরদবরদস্তি কোনও ব্যবস্থা নেওয়া যাবে না ৷ তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল ৷

2018 সালের অগস্ট মাসে কোচবিহারের দিনহাটা থানা এলাকায় নিশীথ প্রামাণিকের সঙ্গে একটি দলের ঝামেলা বাধে ৷ নিশীথ সেই সময় তৃণমূলের যুব নেতা ছিলেন ৷ আর তাঁর সঙ্গে যে দলটির ঝামেলা বাধে, সেই দলও তৃণমূলেরই ছিল ৷ এই ঘটনায় গুলি চালানোর অভিযোগ ওঠে ৷ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তাঁর নির্দেশেই সেদিন গুলি চালানো হয়েছিল ৷ এই ঘটনায় গুলিবিদ্ধ হন 2 জন ৷ এরপর তৎকালীন তৃণমূল নেতা নিশীথ প্রামাণিক-সহ 35 জনের নামে পুলিশের কাছে অভিযোগ জানানো হয় ৷ এই মামলার চার্জশিট পেশ করে পুলিশ ৷ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ওঠে ৷ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় ৷

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আগাম জামিনের আবেদন জানান নিশীথ ৷ কিন্তু আদালত সেই জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ এরপর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ বৃহস্পতিবার শীর্ষ আদালতে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিঠালের বেঞ্চ রাজ্য পুলিশের বিরুদ্ধে নির্দেশ দেয়, মন্ত্রীর বিরুদ্ধে কোনও কড়া অবস্থান নেওয়া যাবে না ৷

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের পক্ষে প্রবীণ আইনজীবী পিএস পাটওয়ালিয়া বলেন, "আমি মক্কেল সংসদের একজন সদস্য ৷ হাইকোর্ট তাঁকে জামিন দিতে চায়নি ৷ 22 জানুয়ারি মামলার পরবর্তী শুনানির কথা ৷ কোনও সুরক্ষা না-দিলে আমায় মক্কেলকে হয়তো গ্রেফতার করা হতে পারে ৷"

রাজ্যের হয়ে প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করানারায়ণ জানান, খুনের চেষ্টা এবং দাঙ্গা বাধানোর অভিযোগে 13টি মামলা রয়েছে নিশীথ প্রামাণিক তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ৷ তাঁকে অনেক আগেই গ্রেফতার করা যেত ৷ এদিন তিনি শীর্ষ আদালতের বেঞ্চকে আশ্বস্ত করেন, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কোনও কঠিন পদক্ষেপ করা হবে না ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. খুনের চেষ্টার মামলা, নিশীথের জামিনের আবেদন নাকচ করল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ
  2. নিশীথ প্রামাণিকের আগাম জামিন মামলায় রাজ্যের জবাব তলব সুপ্রিম কোর্টের
  3. 'এত ধাপ্পাবাজ যে ঠাকুরকেও ধাপ্পা দেয়,' বিজয়া সম্মিলনী থেকে নিশীথকে কটাক্ষ উদয়নের
Last Updated : Jan 12, 2024, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.