ETV Bharat / bharat

Hemant Soren: ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশ খারিজ, সুপ্রিম কোর্টে স্বস্তি হেমন্তর

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন (Hemant Soren) ৷ তাঁর বিরুদ্ধে খনির লিজ দেওয়া সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সেই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) হেমন্তর আবেদন গ্রহণ করল ৷

SC allows appeals of Jharkhand government Hemant Soren and set aside HC order in Mining lease case
Hemant Soren: ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশ খারিজ, সুপ্রিম কোর্টে স্বস্তি হেমন্তর
author img

By

Published : Nov 7, 2022, 1:12 PM IST

Updated : Nov 7, 2022, 2:08 PM IST

নয়াদিল্লি, 7 নভেম্বর: ঝাড়খণ্ড সরকার (Jharkhand Government) ও সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের (Hemant Soren) আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ একই সঙ্গে খনির লিজ দেওয়া সংক্রান্ত মামলায় ঝাড়খণ্ড হাইকোর্টের (Jharkhand High Court) নির্দেশও সোমবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের হাতেই রয়েছে খনি দফতরও (Jharkhand Mining Lease Row) ৷ সেই দফতরের দায়িত্ব থাকা সত্ত্বেও তিনি নিজের নামে সরকার থেকে খনির লিজ নিয়েছেন ৷ যা বেআইনি বলে অভিযোগ ৷ এই নিয়ে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয় ঝাড়খণ্ড হাইকোর্টে ৷ এই নিয়ে তদন্তের দাবি করা হয় ৷

তখনই এই জনস্বার্থ মামলার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে ৷ গত মে মাসের শেষের দিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে জনস্বার্থ মামলার বৈধতার বিষয়টি আগে ঠিক করুক সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্ট ৷ গত জুনে ওই আবেদন বৈধ বলে জানিয়ে দেয় ঝাড়খণ্ডের উচ্চ আদালত ৷

তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন হেমন্ত সরেন ও তাঁর সরকার ৷ সেই মামলার শুনানি গত 17 অগস্ট বিচারপতি ইউইউ ললিত, এস আর ভাট ও সুধাংশু ধুলিয়ার বেঞ্চে শেষ হয় ৷ তখন রায় রিজার্ভ রেখেছিল আদালত৷ সোমবার সেই রায় দেওয়া হয় ৷

সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশকে খারিজ করে দিয়েছে ৷ পাশাপাশি হেমন্ত সরেন ও ঝাড়খণ্ড সরকারের আবেদন গ্রহণ করেছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে তলব করল ইডি

নয়াদিল্লি, 7 নভেম্বর: ঝাড়খণ্ড সরকার (Jharkhand Government) ও সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের (Hemant Soren) আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ একই সঙ্গে খনির লিজ দেওয়া সংক্রান্ত মামলায় ঝাড়খণ্ড হাইকোর্টের (Jharkhand High Court) নির্দেশও সোমবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের হাতেই রয়েছে খনি দফতরও (Jharkhand Mining Lease Row) ৷ সেই দফতরের দায়িত্ব থাকা সত্ত্বেও তিনি নিজের নামে সরকার থেকে খনির লিজ নিয়েছেন ৷ যা বেআইনি বলে অভিযোগ ৷ এই নিয়ে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয় ঝাড়খণ্ড হাইকোর্টে ৷ এই নিয়ে তদন্তের দাবি করা হয় ৷

তখনই এই জনস্বার্থ মামলার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে ৷ গত মে মাসের শেষের দিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে জনস্বার্থ মামলার বৈধতার বিষয়টি আগে ঠিক করুক সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্ট ৷ গত জুনে ওই আবেদন বৈধ বলে জানিয়ে দেয় ঝাড়খণ্ডের উচ্চ আদালত ৷

তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন হেমন্ত সরেন ও তাঁর সরকার ৷ সেই মামলার শুনানি গত 17 অগস্ট বিচারপতি ইউইউ ললিত, এস আর ভাট ও সুধাংশু ধুলিয়ার বেঞ্চে শেষ হয় ৷ তখন রায় রিজার্ভ রেখেছিল আদালত৷ সোমবার সেই রায় দেওয়া হয় ৷

সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশকে খারিজ করে দিয়েছে ৷ পাশাপাশি হেমন্ত সরেন ও ঝাড়খণ্ড সরকারের আবেদন গ্রহণ করেছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে তলব করল ইডি

Last Updated : Nov 7, 2022, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.