ETV Bharat / bharat

SC on Article 370: 370 ধারা বাতিলকে চ্যালেঞ্জ, পিটিশনের সুপ্রিম শুনানি দশেরার পর - দশেরা 2022

সংবিধানের 370 ধারা বাতিলকে (SC on Article 370) চ্যালেঞ্জ জানিয়ে যে পিটিশনগুলি দাখিল হয়েছে দশেরার পর (Dussehra 2022) তার শুনানি হবে ৷ জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)৷

SC agrees to list plea challenging Article 370 abrogation after Dussehra break
370 ধারা বাতিলকে চ্যালেঞ্জ, পিটিশনের সুপ্রিম শুনানি দশেরার পর
author img

By

Published : Sep 23, 2022, 2:28 PM IST

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: সংবিধানের 370 ধারা (SC on Article 370) বাতিল ও জম্মু-কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে ৷ সেই মামলার শুনানি হবে দশেরার পর (Dussehra 2022)৷ শীর্ষ আদালত জানিয়েছে, দশেরার বিরতির পরই সেই মামলাকে শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে ৷

প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, "আমরা অবশ্যই এই মামলাকে তালিকাভুক্ত করব ৷" দশেরার জন্য আদালতে ছুটি থাকছে 3 থেকে 9 অক্টোবর ৷ এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছিলেন মামলাকারীদের পক্ষের আইনজীবী ৷ প্রায় এক বছর ধরে বিষয়টি বকেয়া পড়ে রয়েছে বলে তিনি আদালতকে জানিয়েছিলেন (Plea challenging Article 370 abrogation)৷

এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি এনভি রামানা বলেছিলেন, 370 ধারা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে যে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে, সেগুলির শুনানি তিনি জুলাই মাসে করার চেষ্টা করবেন ৷ এই সংক্রান্ত বেশ কয়েকটি পিটিশনের শুনানি বকেয়া রয়েছে সুপ্রিম কোর্টে ৷ পরে আবার জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅরগানাইজেশন অ্যাক্ট, 2019 অনুসারে ডিলিমিটেশনে সরকারি পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়েও বেশকয়েকটি পিটিশন দাখিল করা হয় ৷ পিটিশনে অভিযোগ করা হয়, তড়িঘড়ি কেন্দ্রীয় সরকার যে পরিবর্তনগুলি আনছে, তা ভূস্বর্গের এক বৃহত্তর অংশের মানুষেক অধিকারের উপর প্রভাব ফেলছে ৷ 2019 সাল থেকে পিটিশনগুলি সুপ্রিম কোর্টে বকেয়া রয়েছে এটা জানার পরও কেন্দ্রীয় সরকার কেন এই পদক্ষেপগুলি করছে সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে পিটিশনে ৷

আরও পড়ুন: উপত্যকায় 370 ধারা বিলোপের তিন বছর, কী ঘটেছিল সেদিন ?

2019 সালের 5 অগস্ট জম্মু ও কাশ্মীরের থেকে বিশেষ মর্যাদার তকমা প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ সংবিধানের 370 ধারা বাতিলের পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যে একগুচ্ছ পিটিশন দাখিল হয়েছে তা বৃহত্তর সাত বিচারপতির বেঞ্চে পাঠানোর আর্জি খারিজ হয়ে যায় 2020 সালের মার্চ মাসে ৷

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: সংবিধানের 370 ধারা (SC on Article 370) বাতিল ও জম্মু-কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে ৷ সেই মামলার শুনানি হবে দশেরার পর (Dussehra 2022)৷ শীর্ষ আদালত জানিয়েছে, দশেরার বিরতির পরই সেই মামলাকে শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে ৷

প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, "আমরা অবশ্যই এই মামলাকে তালিকাভুক্ত করব ৷" দশেরার জন্য আদালতে ছুটি থাকছে 3 থেকে 9 অক্টোবর ৷ এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছিলেন মামলাকারীদের পক্ষের আইনজীবী ৷ প্রায় এক বছর ধরে বিষয়টি বকেয়া পড়ে রয়েছে বলে তিনি আদালতকে জানিয়েছিলেন (Plea challenging Article 370 abrogation)৷

এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি এনভি রামানা বলেছিলেন, 370 ধারা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে যে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে, সেগুলির শুনানি তিনি জুলাই মাসে করার চেষ্টা করবেন ৷ এই সংক্রান্ত বেশ কয়েকটি পিটিশনের শুনানি বকেয়া রয়েছে সুপ্রিম কোর্টে ৷ পরে আবার জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅরগানাইজেশন অ্যাক্ট, 2019 অনুসারে ডিলিমিটেশনে সরকারি পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়েও বেশকয়েকটি পিটিশন দাখিল করা হয় ৷ পিটিশনে অভিযোগ করা হয়, তড়িঘড়ি কেন্দ্রীয় সরকার যে পরিবর্তনগুলি আনছে, তা ভূস্বর্গের এক বৃহত্তর অংশের মানুষেক অধিকারের উপর প্রভাব ফেলছে ৷ 2019 সাল থেকে পিটিশনগুলি সুপ্রিম কোর্টে বকেয়া রয়েছে এটা জানার পরও কেন্দ্রীয় সরকার কেন এই পদক্ষেপগুলি করছে সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে পিটিশনে ৷

আরও পড়ুন: উপত্যকায় 370 ধারা বিলোপের তিন বছর, কী ঘটেছিল সেদিন ?

2019 সালের 5 অগস্ট জম্মু ও কাশ্মীরের থেকে বিশেষ মর্যাদার তকমা প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ সংবিধানের 370 ধারা বাতিলের পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যে একগুচ্ছ পিটিশন দাখিল হয়েছে তা বৃহত্তর সাত বিচারপতির বেঞ্চে পাঠানোর আর্জি খারিজ হয়ে যায় 2020 সালের মার্চ মাসে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.