ETV Bharat / bharat

স্টেট ব্য়াঙ্ক হোম লোনে সুদের হার বেড়ে হল 6.95 শতাংশ

author img

By

Published : Apr 5, 2021, 6:28 PM IST

স্টেট ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে, এবার থেকে প্রসেসিং ফি-ও নেবে স্টেট ব্য়াঙ্ক ৷ যার নূন্য়তম অঙ্ক 10 হাজার টাকা এবং সর্বোচ্চ অঙ্ক 30 হাজার টাকা ৷ পুরো বিষয়টি নির্ভর করছে লোনের টাকা এবং জিএসটি-র উপর ৷

sbi
গ্রাফিক্স ইমেজ

নয়াদিল্লি, 5 এপ্রিল : এসবিআই হোম লোন গ্রাহকদের জন্য় দুঃসংবাদ ৷ হোম লোনে বাড়ছে সুদের হার ৷ গতকাল স্টেট ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে চলতি মাসের 1 তারিখ থেকে হোম লোনের ক্ষেত্রে সুদের হার বেড়ে হল 6.95 শতাংশ ৷

গত 1 মার্চ থেকে হোম লোনের গ্রাহকদের জন্য় বেশ কিছু সুবিধা দিয়েছিল স্টেট ব্য়াঙ্ক ৷ কমানো হয়েছিল হোম লোনে সুদের হার ৷ সেসময় সুদের হার ছিল 6.70 শতাংশ ৷ কিন্তু এক মাসের মধ্য়ে সেই সুবিধা তুলে নেওয়া হল ৷ এক ধাক্কায় সুদের হার বাড়ানো হল .25 শতাংশ ৷

আরও পড়ুন- 400 মাওবাদীর আচমকা হামলা, তিন দিক ঘিরে চলে গুলিবর্ষণ

পাশাপাশি স্টেট ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে, এবার থেকে প্রসেসিং ফি-ও নেবে স্টেট ব্য়াঙ্ক ৷ যার নূন্য়তম অঙ্ক 10 হাজার টাকা এবং সর্বোচ্চ অঙ্ক 30 হাজার টাকা ৷ পুরো বিষয়টি নির্ভর করছে লোনের টাকা এবং জিএসটি-র উপর ৷

এদিকে স্টেট ব্য়াঙ্কের সঙ্গে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গতমাসেই বিভিন্ন বেসরকারি ব্য়াঙ্ক যেমন কোটাক মহিন্দ্রা, আইসিআইসি ব্য়াঙ্ক ্এবং এইচডিসি ব্য়াঙ্ক হোম লোনে তাদের সুদের হার কমিয়েছে ৷ যদিও আবার তারা সুদের অঙ্ক বাড়াবে কিনা তা জানা যায়নি ৷

হোম লোন দেওয়ার ক্ষেত্রে দেশের বাজারে শীর্ষে রয়েছে স্টেট ব্য়াঙ্ক। বাজারের 34 শতাংশ তাদের দখলে রয়েছে। হোম লোনের ব্যবসার ক্ষেত্রে প্রায় 5 লাখ কোটির গণ্ডি পেরিয়ে গেছে তারা৷ আগামী 3 বছরের মধ্য়ে ব্য়বসার অঙ্ক 7 লাখ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য়মাত্রা নিয়েছে ৷

নয়াদিল্লি, 5 এপ্রিল : এসবিআই হোম লোন গ্রাহকদের জন্য় দুঃসংবাদ ৷ হোম লোনে বাড়ছে সুদের হার ৷ গতকাল স্টেট ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে চলতি মাসের 1 তারিখ থেকে হোম লোনের ক্ষেত্রে সুদের হার বেড়ে হল 6.95 শতাংশ ৷

গত 1 মার্চ থেকে হোম লোনের গ্রাহকদের জন্য় বেশ কিছু সুবিধা দিয়েছিল স্টেট ব্য়াঙ্ক ৷ কমানো হয়েছিল হোম লোনে সুদের হার ৷ সেসময় সুদের হার ছিল 6.70 শতাংশ ৷ কিন্তু এক মাসের মধ্য়ে সেই সুবিধা তুলে নেওয়া হল ৷ এক ধাক্কায় সুদের হার বাড়ানো হল .25 শতাংশ ৷

আরও পড়ুন- 400 মাওবাদীর আচমকা হামলা, তিন দিক ঘিরে চলে গুলিবর্ষণ

পাশাপাশি স্টেট ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে, এবার থেকে প্রসেসিং ফি-ও নেবে স্টেট ব্য়াঙ্ক ৷ যার নূন্য়তম অঙ্ক 10 হাজার টাকা এবং সর্বোচ্চ অঙ্ক 30 হাজার টাকা ৷ পুরো বিষয়টি নির্ভর করছে লোনের টাকা এবং জিএসটি-র উপর ৷

এদিকে স্টেট ব্য়াঙ্কের সঙ্গে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গতমাসেই বিভিন্ন বেসরকারি ব্য়াঙ্ক যেমন কোটাক মহিন্দ্রা, আইসিআইসি ব্য়াঙ্ক ্এবং এইচডিসি ব্য়াঙ্ক হোম লোনে তাদের সুদের হার কমিয়েছে ৷ যদিও আবার তারা সুদের অঙ্ক বাড়াবে কিনা তা জানা যায়নি ৷

হোম লোন দেওয়ার ক্ষেত্রে দেশের বাজারে শীর্ষে রয়েছে স্টেট ব্য়াঙ্ক। বাজারের 34 শতাংশ তাদের দখলে রয়েছে। হোম লোনের ব্যবসার ক্ষেত্রে প্রায় 5 লাখ কোটির গণ্ডি পেরিয়ে গেছে তারা৷ আগামী 3 বছরের মধ্য়ে ব্য়বসার অঙ্ক 7 লাখ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য়মাত্রা নিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.