ETV Bharat / bharat

Devendra Fadnavis on Sanjay Raut Allegation: প্রচার পেতে শিন্ডের পুত্রকে অভিযুক্ত করছেন রাউত, সুপারিকাণ্ডে দাবি ফড়নবিশের - Devendra Fadnavis on Sanjay Raut Allegation

উদ্ধব-শিবসেনা নেতা সঞ্জয় রাউত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলের বিরুদ্ধে তাঁকে খুনের অভিযোগ তুললেন ৷ সহানুভূতি পেতে, প্রচারের উদ্দেশ্যে তিনি এসব করছেন, পালটা জবাব দেবেন্দ্র ফড়নবিশের (Sanjay Raut making allegations, says Deputy Chief Minister Devendra Fadnavis) ৷

Devendra Fadnavis
দেবেন্দ্র ফড়নবিশ
author img

By

Published : Feb 22, 2023, 9:27 AM IST

Updated : Feb 22, 2023, 9:45 AM IST

মুম্বই, 21 ফেব্রুয়ারি: তাঁকে খুন করতে লোক ঠিক করেছেন শিন্ডের ছেলে, এমন অভিযোগ তুললেন উদ্ধব ঠাকরের শিবসেনা নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত ৷ মঙ্গলবার তিনি সংবাদমাধ্যমে জানান, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, মুম্বইয়ের এবং থানের পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন ৷ যদিও উপ-মুখ্যমন্ত্রীর পালটা দাবি সঞ্জয় রাউতের অভিযোগের কোনও ভিত্তি নেই ।

রাউতের দাবি, "বিশ্বস্ত সূত্রে আমি খবর পেয়েছি সাংসদ শ্রীকান্ত শিন্ডে থানের কুখ্যাত গুন্ডা রাজা ঠাকুরকে আমায় খুনের সুপারি দিয়েছে ৷ তাই আইন ও শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখার বিষয়টি জানিয়েছি ৷ আমি কোনও সুরক্ষার দাবি করিনি ৷" তিনি জানান, মহারাষ্ট্রে সরকার পরিবর্তনের পর তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ তবে এ নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই ৷ প্রসঙ্গত, শ্রীকান্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পুত্র ৷ তিনি এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এবং একে নোংরা রাজনীতি বলে উল্লেখ করেছেন (Sanjay Raut alleges of killing him against Eknath Shinde Son) ৷

খুনের আশঙ্কা নিয়ে সঞ্জয় রাউত পুলিশের কাছেও চিঠি দিয়েছেন ৷ এর জবাবে ফড়নবিশ জানান, রাজ্যসভার সাংসদের ভিত্তিহীন অভিযোগ করার অভ্যেস আছে ৷ তবু পরিস্থিতি খতিয়ে দেখতে এই চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে ৷ চিঠিতে রাউতের অভিযোগ, "লোকসভা সাংসদ শ্রীকান্ত শিন্ডে থানের অপরাধী রাজা ঠাকুরকে 'সুপারি' দিয়েছেন ৷ এই তথ্যের সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত ৷ একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন নাগরিক হিসেবে আপনাকে এই খবর দিচ্ছি ৷" চিঠির প্রতিলিপি দেবেন্দ্র ফড়নবিশ এবং থানে শহরের পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে খবর ৷ এদিকে উদ্ধব ঠাকরের ছেলে বিধায়ক আদিত্য ঠাকরে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছেন ৷

  • Maharashtra| Through few of our reliable sources, I got to know that Shrikanth Shinde gave contract to gangster Raja Thakur to kill me. It's my duty to inform Dy CM, CP & point out law & order situation here. I don’t want any security: Sanjay Raut, MP, Uddhav Faction pic.twitter.com/voLndlEmqC

    — ANI (@ANI) February 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শিবসেনার নাম ও প্রতীকের জন্য 2 হাজার কোটি টাকা হাত বদল হয়েছে, বিস্ফোরক সঞ্জয় রাউত

তিনি বলেন, "দুর্ভাগ্যবশত, এই বিশ্বাসঘাতক বিধায়করা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছেন ৷ একজন বিধায়ক মুম্বইয়ের মহিম এলাকায় প্রকাশ্যে গুলি পর্যন্ত চালিয়েছেন ৷ তবু তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপই করা হল না ৷" পালটা শিন্ডে গোষ্ঠীর বিধায়ক সঞ্জয় শ্রীসাথ বলেন, "রাউত সহানুভূতি কুড়োতে একটা নোংরা রাজনীতি করছেন ৷ যদিও তাঁর এই অভিযোগের তদন্ত হওয়া উচিত ৷ যাই হোক, ভুলবেন না-রাউত অনেক রকম অভিযোগ করেন যেগুলোর সারবত্তা নেই ৷ আমি বিশ্বাস করি, ডঃ শ্রীকান্ত শিন্ডে এরকম কোনও কাজ করবেন না ৷ তাও তদন্ত হওয়া উচিত ৷"

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Deputy Chief Minister Devendra Fadnavis) ওই চিঠি প্রসঙ্গে বলেন, "যুক্তিহীন অভিযোগ করছেন রাউত ৷ আমাদের চমকে দিয়ে দেখতে চাইছেন আমরা কী করি ? এর আগেও আমরা তাঁর অভিযোগের উত্তর দিয়েছি ৷ এভাবে মিথ্যে অভিযোগ দিয়ে তিনি কোনও সহানুভূতি পাবেন না ৷"

তাহলে কি সঞ্জয় রাউতের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হবে ? এর উত্তরে ফড়নবিশ বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কয়েকজন নির্দিষ্ট নেতাকে সুরক্ষা দিতে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ নেতাদের নিরাপত্তা কেমন হবে সেটা ওই কমিটি ঠিক করে ৷ মুখ্যসচিব এই কমিটির প্রধান ৷ প্যানেল অভিযোগের স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেবে ৷" ফড়নবিশ পালটা জানান, রাউত প্রচারের আলোয় আসতে এই ধরনের অভিযোগ করছেন ৷ তাঁর কথায়, "সঞ্জয় রাউত এর আগে নির্বাচন কমিশনকে 2 হাজার কোটি টাকা দেওয়ার অভিযোগ তুলেছেন ৷ এর পক্ষে একটা প্রমাণও দেখাতে পারেননি ৷ এর আগে আমরা তাঁর অভিযোগের উত্তর দিয়েছি ৷ কিন্তু এখন তিনি ভিত্তিহীন অভিযোগ করছেন ৷ এবার তাঁকে কী উত্তর দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। "

আরও পড়ুন: 'দুধ কা দুধ, পানি কা পানি !' একনাথের প্রতীক জয়ে উচ্ছ্বসিত অমিত

মুম্বই, 21 ফেব্রুয়ারি: তাঁকে খুন করতে লোক ঠিক করেছেন শিন্ডের ছেলে, এমন অভিযোগ তুললেন উদ্ধব ঠাকরের শিবসেনা নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত ৷ মঙ্গলবার তিনি সংবাদমাধ্যমে জানান, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, মুম্বইয়ের এবং থানের পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন ৷ যদিও উপ-মুখ্যমন্ত্রীর পালটা দাবি সঞ্জয় রাউতের অভিযোগের কোনও ভিত্তি নেই ।

রাউতের দাবি, "বিশ্বস্ত সূত্রে আমি খবর পেয়েছি সাংসদ শ্রীকান্ত শিন্ডে থানের কুখ্যাত গুন্ডা রাজা ঠাকুরকে আমায় খুনের সুপারি দিয়েছে ৷ তাই আইন ও শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখার বিষয়টি জানিয়েছি ৷ আমি কোনও সুরক্ষার দাবি করিনি ৷" তিনি জানান, মহারাষ্ট্রে সরকার পরিবর্তনের পর তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ তবে এ নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই ৷ প্রসঙ্গত, শ্রীকান্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পুত্র ৷ তিনি এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এবং একে নোংরা রাজনীতি বলে উল্লেখ করেছেন (Sanjay Raut alleges of killing him against Eknath Shinde Son) ৷

খুনের আশঙ্কা নিয়ে সঞ্জয় রাউত পুলিশের কাছেও চিঠি দিয়েছেন ৷ এর জবাবে ফড়নবিশ জানান, রাজ্যসভার সাংসদের ভিত্তিহীন অভিযোগ করার অভ্যেস আছে ৷ তবু পরিস্থিতি খতিয়ে দেখতে এই চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে ৷ চিঠিতে রাউতের অভিযোগ, "লোকসভা সাংসদ শ্রীকান্ত শিন্ডে থানের অপরাধী রাজা ঠাকুরকে 'সুপারি' দিয়েছেন ৷ এই তথ্যের সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত ৷ একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন নাগরিক হিসেবে আপনাকে এই খবর দিচ্ছি ৷" চিঠির প্রতিলিপি দেবেন্দ্র ফড়নবিশ এবং থানে শহরের পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে খবর ৷ এদিকে উদ্ধব ঠাকরের ছেলে বিধায়ক আদিত্য ঠাকরে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছেন ৷

  • Maharashtra| Through few of our reliable sources, I got to know that Shrikanth Shinde gave contract to gangster Raja Thakur to kill me. It's my duty to inform Dy CM, CP & point out law & order situation here. I don’t want any security: Sanjay Raut, MP, Uddhav Faction pic.twitter.com/voLndlEmqC

    — ANI (@ANI) February 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শিবসেনার নাম ও প্রতীকের জন্য 2 হাজার কোটি টাকা হাত বদল হয়েছে, বিস্ফোরক সঞ্জয় রাউত

তিনি বলেন, "দুর্ভাগ্যবশত, এই বিশ্বাসঘাতক বিধায়করা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছেন ৷ একজন বিধায়ক মুম্বইয়ের মহিম এলাকায় প্রকাশ্যে গুলি পর্যন্ত চালিয়েছেন ৷ তবু তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপই করা হল না ৷" পালটা শিন্ডে গোষ্ঠীর বিধায়ক সঞ্জয় শ্রীসাথ বলেন, "রাউত সহানুভূতি কুড়োতে একটা নোংরা রাজনীতি করছেন ৷ যদিও তাঁর এই অভিযোগের তদন্ত হওয়া উচিত ৷ যাই হোক, ভুলবেন না-রাউত অনেক রকম অভিযোগ করেন যেগুলোর সারবত্তা নেই ৷ আমি বিশ্বাস করি, ডঃ শ্রীকান্ত শিন্ডে এরকম কোনও কাজ করবেন না ৷ তাও তদন্ত হওয়া উচিত ৷"

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Deputy Chief Minister Devendra Fadnavis) ওই চিঠি প্রসঙ্গে বলেন, "যুক্তিহীন অভিযোগ করছেন রাউত ৷ আমাদের চমকে দিয়ে দেখতে চাইছেন আমরা কী করি ? এর আগেও আমরা তাঁর অভিযোগের উত্তর দিয়েছি ৷ এভাবে মিথ্যে অভিযোগ দিয়ে তিনি কোনও সহানুভূতি পাবেন না ৷"

তাহলে কি সঞ্জয় রাউতের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হবে ? এর উত্তরে ফড়নবিশ বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কয়েকজন নির্দিষ্ট নেতাকে সুরক্ষা দিতে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ নেতাদের নিরাপত্তা কেমন হবে সেটা ওই কমিটি ঠিক করে ৷ মুখ্যসচিব এই কমিটির প্রধান ৷ প্যানেল অভিযোগের স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেবে ৷" ফড়নবিশ পালটা জানান, রাউত প্রচারের আলোয় আসতে এই ধরনের অভিযোগ করছেন ৷ তাঁর কথায়, "সঞ্জয় রাউত এর আগে নির্বাচন কমিশনকে 2 হাজার কোটি টাকা দেওয়ার অভিযোগ তুলেছেন ৷ এর পক্ষে একটা প্রমাণও দেখাতে পারেননি ৷ এর আগে আমরা তাঁর অভিযোগের উত্তর দিয়েছি ৷ কিন্তু এখন তিনি ভিত্তিহীন অভিযোগ করছেন ৷ এবার তাঁকে কী উত্তর দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। "

আরও পড়ুন: 'দুধ কা দুধ, পানি কা পানি !' একনাথের প্রতীক জয়ে উচ্ছ্বসিত অমিত

Last Updated : Feb 22, 2023, 9:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.