নয়াদিল্লি, 9 নভেম্বর : রাফাল চুক্তি (Rafale) নিয়ে ফের কংগ্রেসকে একহাত নিল বিজেপি ৷ মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র 2007 থেকে 2012 সালের মধ্যে রাফাল চুক্তিতে দুর্নীতির জন্য কংগ্রেসের নিন্দা করেছেন ৷ পাশাপাশি ভারতীয় জাতীয় কংগ্রেস (Indian National Congress)-কে 'আমার কমিশন দরকার' (I Need Commission) বলে অভিহিত করেছেন তিনি ৷
ভারতের সঙ্গে রাফাল চুক্তি যাতে কোনওভাবেই বানচাল না হয়, তা নিশ্চিত করতে গোপনে মধ্যস্থতাকারীকে অন্তত 75 লক্ষ ইউরো দিয়েছিল ফরাসি সংস্থা দাসোঁ অ্যাভিয়েশন (Dassault Aviation) ৷ এই সংস্থার কাছ থেকেই রাফাল যুদ্ধবিমান কেনে ভারত ৷ মিডিয়াপার্ট (Mediapart) নামে একটি তদন্তমূলক ফরাসি পত্রিকার দাবি, ভুয়ো চালানকে হাতিয়ার করেই এই লেনদেন করা হয়েছিল ৷ সোমবার এই তথ্য সামনে আসার পরই বিজেপির তীব্র সমালোচনা করে কংগ্রেস ৷ পাল্টা মঙ্গলবার কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়া করল বিজেপি ৷
সাংবাদিক বৈঠকে সম্বিত পাত্র বলেন, "2019 লোকসভা নির্বাচন কংগ্রেস-সহ বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস যে মিথ্যা কথা বলে প্রচার করেছিল, তা আমরা সবাই দেখেছি ৷ ওরা ভেবেছিল এখান থেকে তারা রাজনৈতিক সুবিধা নেবে ৷ কিন্তু আজ সত্যিটা সবার সামনে ৷ সুতরাং আমরা দেখতে পাচ্ছি, কাদের সময় দুর্নীতি হয়েছে ৷ 2007 থেকে 2012 সালের মধ্যে রাফাল চুক্তি নিয়ে কী ঘটেছিল, ফরাসি পত্রিকা এই তথ্য সামনে এনেছে ৷ এর পর আমার মতে, ভারতীয় জাতীয় কংগ্রেসের নাম পাল্টে রাখা উচিত আমার কমিশন দরকার ৷"
তিনি আরও বলেন, "2019 নির্বাচনের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে অনেক কু-কথা বলতে শুনেছিলাম ৷ সাংবাদিক বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল ৷ কিন্তু এখন রাফাল কমিশনের গল্প সবার সামনে ৷ গোপনে মধ্যস্থতাকারীকে অন্তত 75 লক্ষ ইউরো দিয়েছিল ফরাসি সংস্থা দাসোঁ অ্যাভিয়েশন ৷"
আরও পড়ুন :মধ্যস্থতাকারীকে 75 লক্ষ ইউরো দাসোঁর, রাফাল বিতর্কে নয়া দাবি ফরাসি পত্রিকার
রাফাল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয় ৷ কংগ্রেস-সহ বিরোধীরা এনিয়ে বহুবার সরব হয়েছে ৷ যদিও সেসব একবাক্যে খারিজ করে দিয়েছে দাসোঁ ৷ যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে প্রতিরক্ষামন্ত্রকও ৷ এমনকী, এনিয়ে মামলা রুজু হলে সেটিও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ ওই মামলায় রাফাল ‘দুর্নীতি’র তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছিল ৷ কিন্তু, আদালত পাল্টা জানিয়ে দেয়, এই আবেদনেরই কোনও ভিত্তি নেই ৷