সমস্তিপুর, 13 এপ্রিল: আনন্দের মুহূর্ত পরিণত হল বিষাদে ৷ নেপালে বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হল না বিহারের সমস্তিপুরের পাঁচ যুবকের ৷ তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বারদিওয়াস-কাঠমান্ডু হাইওয়ের ধারে খাদে পড়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের ৷
জানা গিয়েছে, জেলার কল্যাণপুর ও ওয়ারিশনগর ব্লকে বসবাসকারী পাঁচ বন্ধু কাঠমান্ডুতে বেড়াতে গিয়েছিলেন ৷ সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি ৷ নেপালের বারদিওয়াস-কাঠমান্ডু জাতীয় সড়কে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় পাঁচশো মিটার নিচে খাদে পড়ে যায় ।
পাঁচজন যুবকের মৃত্যুর খবর পেয়ে নেপালে রওনা হয়েছেন আত্মীয়-স্বজনেরা ৷ নেপালে এই দুর্ঘটনায় সমস্তিপুরের কল্যাণপুর থানা এলাকার তিন যুবক এবং ওয়ারিশনগর থানা এলাকার দুই যুবক প্রাণ হারিয়েছেন । জানা গিয়েছে, নেপাল পুলিশ এই ঘটনার খবর নিহতদের পরিবারের সদস্যদের জানায় ৷ মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে মৃতদের পরিবারে ৷ আত্মীয়-স্বজনেরা দেহ নিয়ে আসতে নেপালে গিয়েছেন ।
স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃতরা হলেন কল্যাণপুর থানা এলাকার ফুলহারা গ্রামের মৃত্যুঞ্জয় কুমার, ভগীরথপুরের অভিষেক কুমার ঠাকুর, মথুরাপুর ওপি এলাকার রাজেশ কুমার ও মুকেশ চৌধুরী । তাঁদের আরেক বন্ধু ধর্মেন্দ্র সোনি, যাঁর কল্যাণপুর চকে দোকান ছিল, তিনিও দুর্ঘটনার শিকার হয়েছেন ।
ঘটনার পর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে ৷ দুর্ঘটনায় প্রাণ হারানো এক মৃত যুবকের ঘনিষ্ঠ বন্ধু জানান, 11 এপ্রিল সন্ধ্যায় বাজার কমিটির কাছে একটি গাড়িতে করে পাঁচ বন্ধু মিলে একসঙ্গে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিলেন । নেপাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে । যেখানে মৃত্যু হয় পাঁচ বন্ধুরই ৷ বুধবার এই খবর জানাজানি হওয়ার পর সবাই হতবাক । একইসঙ্গে পাঁচ বন্ধুর মৃত্যুতে এলাকা থমথমে হয়ে রয়েছে ৷