মেভিল,14 অগস্ট: ভেন্টিলেটর থেকে বের করা হল সলমন রুশদিকে (Salman Rushdie is out of ventilator ) । শুধু তাই নয় বিশ্ববন্দিত লেখকের অসংখ্য অনুরাগীর মধ্যে আশা সঞ্চার করে হাসপাতাল সূত্রে এটাও জানানো হয়েছে, সংজ্ঞা ফিরে আসার পর রুশদি খানিকটা কথাবার্তাও বলেছেন । লেখকের এডেন্ট অ্যান্ড্রু ওয়াইলও সংবাদসংস্থাকে একই খবর জানিয়েছেন (Agent of Salman Rusdie has confimed the news) । তার আগে অবশ্য আরও এক বিশিষ্ট লেখক আতিশ তাসিরও টুইটারে এই খবর জানান ।
দু'দিন আগে নিউইর্য়কের একটি অনুষ্ঠানে হাজির হন রুশদি । সেখানে বক্তব্য পেশের ঠিক আগে হারি মাতার নামে এক যুবক আক্রমণ করে তাঁকে । মাত্র ২০ সেকেন্ডের মধ্যে ছুরি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে 10 থেকে 15 বার আক্রমণ করে । মঞ্চেই লুটিয়ে পড়েন লেখক । হাসপাতালে নিয়ে গিয়ে শুরু হয় চিকিৎসা । চূড়ান্ত উদ্বেগে দিন কাটতে থাকে রুশদির অনুরাগীদের । অবশেষে মিলল কিছুটা স্বস্তির খবর । অন্যদিকে হামলার প্রায় সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় মাতারকে । পশ্চিম নিউইর্যকের একটি আদালতে তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে । সরকারি আইনজীবী আদালতে জানিয়েছেন ভুয়ো পরিচয় পত্র দিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিল মাতার । বিচারক আপাতত অভিযুক্তকে জেলে থাকার নির্দেশ দিয়েছেন ।
রুশদির আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছে সমস্ত মহল । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বার্তায় জানিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী এই ঘটনায় শোকস্তব্ধ । রুশদির জীবন দর্শন, আপসহীন সংগ্রাম সমগ্র পৃথিবীর কাছে উজ্জ্বল দৃষ্টান্ত ।
আরও পড়ুন: একটি উপন্যাস এবং তার সঙ্গী কিছু অঘটন, রইল টাইম লাইন
ঠিক 34 বছর আগে 'স্যাটানিক ভার্সেস' লিখেছিলেন রুশদি। এরপর মৌলবাদীদের রোষের মুখে পড়তে হয় তাঁকে । ইরান থেকে শুরু করে একাধিক দেশে তাঁর বই নিষিদ্ধ হয় । শুধু তাই নয় ম্যানবুকার জয়ী লেখকের মাথার দাম ধার্য হয়েছে একাধিকবার । সময় যত এগিয়েছে ততই বেড়েছে মাথার দাম । শেষমেশ আক্রান্তই হতে হল রুশদিকে।