নয়াদিল্লি, 7 জুন: কুস্তিগীরদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর তুলছে দিল্লি পুলিশ ৷ মঙ্গলবার মধ্যরাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর টুইট করে জানিয়েছেন, প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে 'আলোচনা' করতে রাজি কেন্দ্রীয় সরকার। যদিও কুস্তিগীরদের বক্তব্য ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তাঁরা যে প্রতিক্রিয়া চেয়েছিলেন, তা তাঁরা পাননি। তবে এমতাবস্থায় বুধবার বেলা 12 টা নাগাদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রতিবাদী কুস্তিগীররা ৷
বৈঠক শেষে, সাক্ষী, বজরংরা জানালেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর তুলছে দিল্লি পুলিশ ৷ সেই সঙ্গে কুস্তিগীরদের আশ্বস্ত করা হয়েছে, 15 জুনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করা হবে ৷ ফলত আপাতত স্থগিত সাক্ষীদের আন্দোলন ৷ বজরং বৈঠক শেষে সংবাদসংস্থা এএনআইকে বলেন, "সরকার আমাদের আশ্বস্ত করেছে যে আগামী 15 জুনের মধ্যে পুলিশের তদন্ত শেষ হবে। পেশ করা হবে চার্জশিট ৷ আমরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুুরাগ ঠাকুরকে অনুরোধ করেছি কুস্তিগীরদের বিরুদ্ধে সমস্ত এফআইআর ফিরিয়ে নিতে হবে ৷ তিনি তাতে সম্মতি দিয়েছেন। যদি 15 জুনের মধ্যে কোনও ব্যবস্থা না-নেওয়া হয় তবে আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব ৷ 15 জুনের পরে পরবর্তী সিদ্ধান্ত নেব ৷ আপাতত আমাদের বন্ধ থাকবে আন্দোলন ৷ ।"
-
"The government has sought time till June 15 for the investigation to conclude. The protest is not over yet," says wrestler Sakshi Malik after meeting with Union Minister Anurag Thakur. pic.twitter.com/WkyIeGvG7Y
— Press Trust of India (@PTI_News) June 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">"The government has sought time till June 15 for the investigation to conclude. The protest is not over yet," says wrestler Sakshi Malik after meeting with Union Minister Anurag Thakur. pic.twitter.com/WkyIeGvG7Y
— Press Trust of India (@PTI_News) June 7, 2023"The government has sought time till June 15 for the investigation to conclude. The protest is not over yet," says wrestler Sakshi Malik after meeting with Union Minister Anurag Thakur. pic.twitter.com/WkyIeGvG7Y
— Press Trust of India (@PTI_News) June 7, 2023
আরও পড়ুন: ফের আলোচনার টেবিলে কুস্তিগীররা, অনুরাগের বাড়িতে ভিনেশ-বজরংরা
বৈঠক শেষে অনুরাগ ঠাকুর বলেন, "কুস্তিগীরদের সঙ্গে আমার ছ'ঘণ্টা আলোচনা হয়েছে। আমি কুস্তিগীরদের আশ্বস্ত করেছি যে 15 জুনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়া হবে।" পাশাপাশি 30 জুনের মধ্যে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলেও জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ৷ ততদিন অ্যাড হক কমিটি ফেডারেশনের দায়িত্ব সামলাবে বলে জানান ক্রীড়ামন্ত্রী ৷ বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে ভিনেশ, বজরং, সাক্ষীরা পাঁচটি দাবি জানান ৷ তারমধ্যে ভারতীয় কুস্তি সংস্থার মাথায় মহিলা প্রধান নিয়োগ দাবিই ছিল প্রধান ৷ এই দাবি মেনে নেন অনুরাগ ৷
-
#WATCH | I had a long 6-hour discussion with the wrestlers. We have assured wrestlers that the probe will be completed by 15th June and chargesheets will be submitted. The election of WFI will be done by 30th June: Union Sports Minister Anurag Thakur after meeting wrestlers pic.twitter.com/9hySRefxNM
— ANI (@ANI) June 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | I had a long 6-hour discussion with the wrestlers. We have assured wrestlers that the probe will be completed by 15th June and chargesheets will be submitted. The election of WFI will be done by 30th June: Union Sports Minister Anurag Thakur after meeting wrestlers pic.twitter.com/9hySRefxNM
— ANI (@ANI) June 7, 2023#WATCH | I had a long 6-hour discussion with the wrestlers. We have assured wrestlers that the probe will be completed by 15th June and chargesheets will be submitted. The election of WFI will be done by 30th June: Union Sports Minister Anurag Thakur after meeting wrestlers pic.twitter.com/9hySRefxNM
— ANI (@ANI) June 7, 2023
-
The Delhi Police will withdraw FIRs filed against wrestlers on May 28: Sakshi Malik
— Press Trust of India (@PTI_News) June 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Delhi Police will withdraw FIRs filed against wrestlers on May 28: Sakshi Malik
— Press Trust of India (@PTI_News) June 7, 2023The Delhi Police will withdraw FIRs filed against wrestlers on May 28: Sakshi Malik
— Press Trust of India (@PTI_News) June 7, 2023