ETV Bharat / bharat

Saket Gokhale: জামিন পাওয়ার পরে ফের গ্রেফতার সাকেত, প্রতিবাদে মোদি-রাজ্যে যাচ্ছেন তৃণমূল সাংসদরা - Saket Gokhale again arrested after getting bail

জামিন পাওয়ার পর ফের তাঁকে গ্রেফতার করা হয় সাকেত গোখলেকে (Saket Gokhale again arrested after getting bail) । দলের সাংসদরা ইতিমধ্যেই গুজরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন । তাদের জাতীয় মুখপাত্রকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে পথে নামবে দল ।

Saket Gokhale Arrested
সাকেত গোখলে
author img

By

Published : Dec 8, 2022, 10:47 PM IST

আমেদাবাদ, 8 ডিসেম্বর: বৃহস্পতিবার জামিন পেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale)। তারপরেই ফের তাঁকে গ্রেফতার করা হয় । এদিন টুইট করে এমনটাই জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Saket Gokhale again arrested after getting bail) । তিনি লেখেন, আমেদাবাদের সাইবার পিএস থেকে বের হয়ে যাওয়ার সময়, নোটিশ/ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তাঁকে ফের গ্রেফতার করে অজানা গন্তব্যে নিয়ে যায় । এর আগে সোমবার মধ্যরাতে সাকেতকে প্রথমে আটক ও পরে তাঁকে গ্রেফতার করে আমেদাবাদ পুলিশ (Saket Gokhale arrested) ৷

একই সঙ্গে ডেরেক জানিয়েছেন, দলের সাংসদরা ইতিমধ্যেই গুজরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন । তাদের জাতীয় মুখপাত্রকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে পথে নামবে দল । তাঁর অভিযোগ, মোরবি সেতুর বিপর্যয়ের প্রেক্ষিতে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি । অথচ একই ঘটনা নিয়ে টুইট করায় সাকেতকে গ্রেফতার করা হয়েছে ।

  • SHOCKER #Break
    @SaketGokhale @AITCofficial being harassed by Gujarat Police even after getting bail. ARRESTED AGAIN 8.45pm Dec 8. While he was leaving Cyber PS in Ahmedabad, Police team without notice/warrant are arresting him and taking him to unknown destination. CONDEMNABLE

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: গুজরাত পুলিশের হাতে গ্রেফতার দলীয় মুখপাত্র, প্রতিবাদ তৃণমূলের

উল্লেখ্য, সাকেতের বিরুদ্ধে অভিযোগ, মোরবি সেতুর বিপর্যয়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নাম নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়েছেন তিনি ৷ তাঁর বিরুদ্ধে আমেদাবাদে একটি অভিযোগ দায়ের হয় ৷ এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ (Saket Gokhale arrested) ৷

  • Delegation of @AITCofficial MPs Lok Sabha and Rajya Sabha on way to Gujarat. No one yet arrested for #MorbiBridgeCollapse but spokesperson @SaketGokhale being implicated in multiple false cases. Anxious. Angry. Also, this young man has a serious cardiac condition. Dangerous

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রতিহিংসামূলক আচরণ, সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া মমতার

দলীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারিতে ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এই ঘটনাকে প্রতিহিংসার রাজনীতি হিসেবে দেখছেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার আজমেঢ়ে মমতা বলেন, "সোমবার মধ্যরাতে জয়পুর থেকে সাকেতকে ধরে নিয়ে গিয়েছে গুজরাত পুলিশ ৷ উনি কোনও ভুল করেননি ৷ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টুইট করার জন্য তাঁকে ধরে আমাদাবাদে নিয়ে গিয়েছে গুজরাত পুলিশ ৷ আমার বিরুদ্ধেও তো অনেক টুইট হয় ৷ মোরবি ব্রিজের দুর্ঘটনা নিয়ে টুইট করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ এটা দুঃখজনক ৷ প্রতিহিংসামূলক আচরণ ৷"

আমেদাবাদ, 8 ডিসেম্বর: বৃহস্পতিবার জামিন পেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale)। তারপরেই ফের তাঁকে গ্রেফতার করা হয় । এদিন টুইট করে এমনটাই জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Saket Gokhale again arrested after getting bail) । তিনি লেখেন, আমেদাবাদের সাইবার পিএস থেকে বের হয়ে যাওয়ার সময়, নোটিশ/ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তাঁকে ফের গ্রেফতার করে অজানা গন্তব্যে নিয়ে যায় । এর আগে সোমবার মধ্যরাতে সাকেতকে প্রথমে আটক ও পরে তাঁকে গ্রেফতার করে আমেদাবাদ পুলিশ (Saket Gokhale arrested) ৷

একই সঙ্গে ডেরেক জানিয়েছেন, দলের সাংসদরা ইতিমধ্যেই গুজরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন । তাদের জাতীয় মুখপাত্রকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে পথে নামবে দল । তাঁর অভিযোগ, মোরবি সেতুর বিপর্যয়ের প্রেক্ষিতে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি । অথচ একই ঘটনা নিয়ে টুইট করায় সাকেতকে গ্রেফতার করা হয়েছে ।

  • SHOCKER #Break
    @SaketGokhale @AITCofficial being harassed by Gujarat Police even after getting bail. ARRESTED AGAIN 8.45pm Dec 8. While he was leaving Cyber PS in Ahmedabad, Police team without notice/warrant are arresting him and taking him to unknown destination. CONDEMNABLE

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: গুজরাত পুলিশের হাতে গ্রেফতার দলীয় মুখপাত্র, প্রতিবাদ তৃণমূলের

উল্লেখ্য, সাকেতের বিরুদ্ধে অভিযোগ, মোরবি সেতুর বিপর্যয়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নাম নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়েছেন তিনি ৷ তাঁর বিরুদ্ধে আমেদাবাদে একটি অভিযোগ দায়ের হয় ৷ এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ (Saket Gokhale arrested) ৷

  • Delegation of @AITCofficial MPs Lok Sabha and Rajya Sabha on way to Gujarat. No one yet arrested for #MorbiBridgeCollapse but spokesperson @SaketGokhale being implicated in multiple false cases. Anxious. Angry. Also, this young man has a serious cardiac condition. Dangerous

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রতিহিংসামূলক আচরণ, সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া মমতার

দলীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারিতে ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এই ঘটনাকে প্রতিহিংসার রাজনীতি হিসেবে দেখছেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার আজমেঢ়ে মমতা বলেন, "সোমবার মধ্যরাতে জয়পুর থেকে সাকেতকে ধরে নিয়ে গিয়েছে গুজরাত পুলিশ ৷ উনি কোনও ভুল করেননি ৷ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টুইট করার জন্য তাঁকে ধরে আমাদাবাদে নিয়ে গিয়েছে গুজরাত পুলিশ ৷ আমার বিরুদ্ধেও তো অনেক টুইট হয় ৷ মোরবি ব্রিজের দুর্ঘটনা নিয়ে টুইট করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ এটা দুঃখজনক ৷ প্রতিহিংসামূলক আচরণ ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.