নয়াদিল্লি, 19 জানুয়ারি: কড়া প্রশ্নের মুখে পড়ল রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া । তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জবাব দিতে হবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে ৷ তাও 72 ঘণ্টার মধ্যে ৷ মহিলা কুস্তিগীররা দেশের রেসলিং কর্তৃপক্ষের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ তুলেছেন ৷ এর মধ্যে অনেকেই অলিম্পিকে পদক জয়ী এবং কমনওয়েলথ গেমসেও পদক জিতেছেন ৷ এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ক্রীড়া মহল, এমনকী রাজনৈতিক মহলেও ৷ বাতিল হয়েছে মহিলাদের জাতীয় স্তরের কুস্তির কোচিং ক্যাম্পও ৷ 18 জানুয়ারি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের 'ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স'-এর অধীনে লখনউয়ে এই ক্যাম্প হওয়ার কথা ছিল ৷ তাতে 41 জন কুস্তিগীর, 13 জন কোচ ও অন্য সহ-কর্মীরা থাকতেন ৷ কিন্তু যৌন হেনস্থার মতো বিতর্কের মাঝে এই সবকিছু খারিজ করেছে মন্ত্রক (Union Sports Ministry has directed the Wrestling Federation of India (WFI) to send an explanation within the next 72 hours) ৷
বিক্ষোভরত কুস্তিগীরদের পাশে দাঁড়াতে জানাতে বুধবার দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল (Delhi Commission for Women Chief Swati Maliwal) যন্তর মন্তরে যান ৷ তিনি টুইট করেন, "আমি স্তম্ভিত ৷ যে মহিলারা ভারতকে বিশ্বের দরবারে উচ্চতায় নিয়ে গিয়েছে, তাঁরাই আজ বিচার চেয়ে যন্তর মন্তরে বসেছেন ৷" তিনি সেখান থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ প্রসঙ্গত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া বা ডব্লিউএফআই-এর সভাপতি ব্রিজভূষণ সরন সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন মহিলা কুস্তিগীর ৷
-
अभी जंतर मंतर जाकर देश की चैंपियन #Wrestlers से मिली। उन्होंने हमारे तिरंगे की शान बढ़ाई है। बड़े दुख की बात है कि उन्हें आज इस कड़ाके की सर्दी में सड़क पर बैठना पड़ रहा है। हम मज़बूती से उनके साथ खड़े हैं और उन्हें न्याय दिलाएँगे। pic.twitter.com/XAPYOu8qLN
— Swati Maliwal (@SwatiJaiHind) January 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">अभी जंतर मंतर जाकर देश की चैंपियन #Wrestlers से मिली। उन्होंने हमारे तिरंगे की शान बढ़ाई है। बड़े दुख की बात है कि उन्हें आज इस कड़ाके की सर्दी में सड़क पर बैठना पड़ रहा है। हम मज़बूती से उनके साथ खड़े हैं और उन्हें न्याय दिलाएँगे। pic.twitter.com/XAPYOu8qLN
— Swati Maliwal (@SwatiJaiHind) January 18, 2023अभी जंतर मंतर जाकर देश की चैंपियन #Wrestlers से मिली। उन्होंने हमारे तिरंगे की शान बढ़ाई है। बड़े दुख की बात है कि उन्हें आज इस कड़ाके की सर्दी में सड़क पर बैठना पड़ रहा है। हम मज़बूती से उनके साथ खड़े हैं और उन्हें न्याय दिलाएँगे। pic.twitter.com/XAPYOu8qLN
— Swati Maliwal (@SwatiJaiHind) January 18, 2023
আরও পড়ুন: যন্তর মন্তরে বিক্ষোভে কুস্তিগীররা, ফেডেরেশনের স্বৈরাচারিতা বরদাস্ত না-করার হুঁশিয়ারি
এর মাঝে ব্রিজভূষণ (Brijbhushan Saran Singh) নয়াদিল্লি পৌঁছেছেন ৷ একটি সংবাদসংস্থাকে তিনি বুধবার বলেছেন, "22 থেকে 28 বছরের মধ্যে সবচেয়ে ভালো কুস্তি খেলা যায় ৷ যে সব কুস্তিগীররা ধরনায় বসেছেন, তাঁরা অলিম্পিকে পদক জেতার যোগ্য নন ৷ সেটাই রেগে যাওয়ার আসল কারণ এবং তাই তাঁরা ধরনায় বসেছেন ৷" তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ প্রসঙ্গে সাফ জবাব সভাপতির, "97 শতাংশ খেলোয়াড় ডব্লিউএফআই-এর সঙ্গে আছে ৷ যৌন হেনস্থার অভিযোগে (sexual harassment allegations) আমি আহত ৷ আমার বিরুদ্ধে অথবা প্রধান কোচের বিরুদ্ধে কোনও খেলোয়াড় এরকম অভিযোগ তুলতে পারে না ৷" তাঁর দাবি, কয়েকজন কুস্তিগীরকে চাপ দিয়ে বিক্ষোভে বসানো হয়েছে ৷
এই আন্দোলনের কারণ হিসেবে তাঁর দাবি, "এক সপ্তাহ আগেই বজরং পুনিয়া এবং সাক্ষী মালিখ আমার সঙ্গে দেখা করেন ৷ তখন তো তাঁদের কোনও অসুবিধে ছিল না ৷ হয়তো, আমি সভাপতি হিসেবে যে সব সিদ্ধান্ত নিয়েছি, তা তাঁদের পছন্দ হয়নি ৷" ক'দিন আগেই নাকি একটি বৈঠকে ভিনেশ ফোগট প্রধান কোচ পরিবর্তনের দাবি তোলেন ৷ কিন্তু একজন খেলোয়াড় চাইলেই তো আর কোচকে বদলে দেওয়া যায় না, জানান সভাপতি ৷
আরও পড়ুন: মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা ! কাঠগড়ায় ফেডেরেশন সভাপতি ও কোচরা