নয়াদিল্লি, 15 নভেম্বর: প্রয়াত সাহারা ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুব্রত রায় ৷ মঙ্গলবার রাত 10.30 মিনিটে মুম্বইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ 12 নভেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ দীর্ঘদিন ধরেই তিনি ক্যানসার এবং অন্য নানা রোগে ভুগছিলেন ৷ মঙ্গলবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷
এই বাঙালি শিল্পপতি 1978 সালে সাহারা ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠা করেন ৷ অ্যাম্বিভ্যালি সিটির পাশাপাশি সাহারা বিমানবন্দর থেকে শুরু করে সংবাদমাধ্যমের মতো নানা ক্ষেত্রেই সাহারা গ্রুপ ডালপালা বিস্তার করে ৷ 2012 সালে দেশের সবচেয়ে প্রভাবশালী 10 জনের মধ্যে সুব্রত রায়কে জায়গা দিয়েছিল টাইম ম্যাগাজিন ৷
-
Sahara Group Managing Worker and Chairman Subrata Roy passes away due to cardiorespiratory arrest: Sahara Group pic.twitter.com/ugUdBrxiSp
— ANI (@ANI) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sahara Group Managing Worker and Chairman Subrata Roy passes away due to cardiorespiratory arrest: Sahara Group pic.twitter.com/ugUdBrxiSp
— ANI (@ANI) November 14, 2023Sahara Group Managing Worker and Chairman Subrata Roy passes away due to cardiorespiratory arrest: Sahara Group pic.twitter.com/ugUdBrxiSp
— ANI (@ANI) November 14, 2023
দেশ স্বাধীন হওয়ার ঠিক পরের বছর, 1948 সালের 10 জুন বিহারের আররিয়া জেলায় একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন সুব্রত রায় ৷ শৈশবে লেখাপড়ার প্রাথমিক পাঠ নেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ৷ পরে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন ৷ পড়াশোনা শেষ করে তিনি ব্যবসায় মন দেন ৷ গোরক্ষপুর থেকেই ব্যবসা শুরু করেন সেদিনের তরুণ সুব্রত রায় ৷ পরে সেই ব্যবসারই নামকরণ করেন সাহারা ইন্ডিয়া ৷ তবে সুব্রত রায় চাকরিও করেছেন ৷ 1976 সালে তিনি একটি চিটফান্ড সংস্থায় চাকরি করেন ৷ পরে সেই কোম্পানিটি তিনি নিজেই অধিগ্রহণ করেন ৷
এরপর তিনি ধীরে ধীরে উন্নতির চরম শিখরে পৌঁছন ৷ 1992 সালে 'রাষ্ট্রীয় সাহারা' প্রতিষ্ঠার মাধ্যমে মিডিয়ায় হাতেখড়ি হয় সাহারা গোষ্ঠীর ৷ রাষ্ট্রীয় সাহারা নামের একটি কাগজ চালু করেন সুব্রত রায় ৷ এরপর পুনেতে অ্যাম্বিভ্যালি সিটি তৈরি করেন ৷ বিদেশেও বহু সম্পত্তি কিনেছিলেন সুব্রত রায় ৷
2014 সাল থেকে শিল্পপতির জীবনে কার্যত অন্ধকার নেমে আসে ৷ তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে ৷ আইনি সমস্যায় জড়িয়ে পড়েন সুব্রত রায় । সাহারা ইন্ডিয়া পরিবারে নেমে আসে দুর্দিন ৷ এমনকী বিষয়গুলি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় ৷ এই দীর্ঘ আইনি জটিলতা শেষে তাঁর কারাবাস হয় ৷ তিনি কিছুকাল তিহার জেলে কাটিয়েছেন ৷ পরে অবশ্য তিনি জামিনে ছাড়া পান ৷
আরও পড়ুন:
1. বাসুদেব আচারিয়াকে শেষ শ্রদ্ধা বিমান-সেলিমদের
2. প্রয়াত সাহারার প্রতিষ্ঠাতা সুব্রত রায়, দীর্ঘদিন ধরে ভুগছিলেন ক্যানসারে
3. গরীবের মেয়ের বিয়েতে 'মুশকিল আসান' ছিলেন সইফুদ্দিন, তারপরেও কেন... উত্তর খুঁজছে দলুয়াখাকি