ETV Bharat / bharat

উত্তরাখণ্ডের উদ্ধারকাজে আর্থিক অনুদান দলাই লামার - মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত

উত্তরাখণ্ডের বিপর্যয়ে প্রাণ গিয়েছে অসংখ্য মানুষের৷ নিখোঁজও হয়েছেন বহু৷ তাঁদের সকলের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্য়ের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে চিঠি লিখলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা৷ করলেন আর্থিক অনুদানের ব্যবস্থাও ৷

Sad over loss of life in Uttarakhand disaster: Dalai Lama
উত্তরাখণ্ডের উদ্ধারকাজে আর্থিক অনুদান ব্য়থিত দলাই লামার
author img

By

Published : Feb 11, 2021, 5:24 PM IST

ধরমশালা, 11 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডে ধসের ঘটনায় মর্মাহত বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা ৷ ঘটনায় মৃত ও নিখোঁজদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্য়ের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে একটি চিঠি লেখেন তিনি ৷

চিঠিতে ধর্মগুরু লেখেন, ‘‘যাঁরা আপনজনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি৷ আমি তাঁদের সকলের জন্য় প্রার্থনা করছি৷ যাঁরা এখনও নিখোঁজ, তাঁদের সুরক্ষা কামনা করে প্রার্থনা করছি আমি ৷’’

আরও পড়ুন: উত্তরাখণ্ডের বিপর্যয়ে নিখোঁজ ইংরেজবাজারের আনিস

চিঠিতে উত্তরাখণ্ডে চলা উদ্ধারকাজে সাধ্য় মতো পাশে থাকারও বার্তা দেন দলাই লামা৷ তিনি লেখেন, ‘‘আমি বুঝতে পারছি, বিপর্যয়ের পর আক্রান্তদের উদ্ধার করতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে কেন্দ্র ও রাজ্য়ের সরকার৷ এই কাজে এবং উত্তরাখণ্ডের মানুষের পাশে থাকতে আমি দলাই লামা ট্রাস্টকে উদ্ধারকাজে আর্থিক অনুদানের নির্দেশ দিয়েছি৷’’

ধরমশালা, 11 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডে ধসের ঘটনায় মর্মাহত বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা ৷ ঘটনায় মৃত ও নিখোঁজদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্য়ের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে একটি চিঠি লেখেন তিনি ৷

চিঠিতে ধর্মগুরু লেখেন, ‘‘যাঁরা আপনজনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি৷ আমি তাঁদের সকলের জন্য় প্রার্থনা করছি৷ যাঁরা এখনও নিখোঁজ, তাঁদের সুরক্ষা কামনা করে প্রার্থনা করছি আমি ৷’’

আরও পড়ুন: উত্তরাখণ্ডের বিপর্যয়ে নিখোঁজ ইংরেজবাজারের আনিস

চিঠিতে উত্তরাখণ্ডে চলা উদ্ধারকাজে সাধ্য় মতো পাশে থাকারও বার্তা দেন দলাই লামা৷ তিনি লেখেন, ‘‘আমি বুঝতে পারছি, বিপর্যয়ের পর আক্রান্তদের উদ্ধার করতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে কেন্দ্র ও রাজ্য়ের সরকার৷ এই কাজে এবং উত্তরাখণ্ডের মানুষের পাশে থাকতে আমি দলাই লামা ট্রাস্টকে উদ্ধারকাজে আর্থিক অনুদানের নির্দেশ দিয়েছি৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.