ETV Bharat / bharat

Sachin Tendulkar : বিশ্বের শ্রদ্ধেয় পুরুষদের তালিকায় 12 নম্বরে সচিন - সচিন তেন্ডুলকর

বিশ্বের ‘12 তম শ্রদ্ধেয় পুরুষ’ (Most Admired Man) নির্বাচিত হলেন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ ইন্টারনেট নির্ভর একটি আন্তর্জাতিক সমীক্ষায় এই স্বীকৃতি পেয়েছেন তিনি ৷

sachin tendulkar is the 12th most admired man of the world, says survey
Sachin Tendulkar : বিশ্বের ‘12 তম প্রশংসনীয় পুরুষ’ সচিন তেন্ডুলকর
author img

By

Published : Dec 16, 2021, 9:37 PM IST

মুম্বই, 16 ডিসেম্বর : বিশ্বের ‘12 তম শ্রদ্ধেয় পুরুষ’ (Most Admired Man) নির্বাচিত হলেন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ ইউগভ (YouGov) নামে একটি সংস্থার করা সমীক্ষার ভিত্তিতে এই স্বীকৃতি পেলেন তিনি ৷ সংশ্লিষ্ট সংস্থাটি ইন্টারনেট নির্ভর বাজার নিয়ে গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজ করে ৷

আরও পড়ুন : নিকট আত্মীয়ের বিপদ দেখেছেন, রক্তদান করলেন সচিন

এবছরের এই সমীক্ষায় 42 হাজারেরও বেশি মানুষকে সমীক্ষার আওতায় আনা হয় ৷ সমীক্ষা চালানো হয় 38 টি দেশে ৷ মূল তালিকায় সচিনের স্থান 12 হলেও খেলোয়াড়দের তালিকায় তিনি রয়েছেন তৃতীয় স্থানে ৷ প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ এবারের এই তালিকায় সচিন ছাড়াও রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বলিউড অভিনেতা শাহরুখ খান, অমিতাভ বচ্চন এবং ক্রিকেটার বিরাট কোহলি ৷ তবে তাঁরা সকলেই রয়েছেন সচিনের পিছনে ৷

আরও পড়ুন : Joe Root in Ashes : ভনকে টপকে সচিন, গাভাসকরদের তাড়া করছেন রুট

প্রসঙ্গত, এক দশকেরও বেশি সময় ধরে ইউনিসেফের সঙ্গে যুক্ত রয়েছেন সচিন তেন্ডুলকর ৷ 2013 সালে তাঁকে দক্ষিণ এশিয়ার অ্যাম্বাসাডর পদে নিযুক্ত করে এই আন্তর্জাতিক সংস্থা ৷ দীর্ঘ সময় ধরে ভারতের নানা প্রান্তে, গ্রাম, শহর নির্বিশেষে একাধিক স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া কর্মসূচিতে সাহায্য করে চলেছেন সচিন ৷ ভারত-সহ গোটা বিশ্বে তাঁর অনুরাগী রয়েছেন অসংখ্য ৷

মুম্বই, 16 ডিসেম্বর : বিশ্বের ‘12 তম শ্রদ্ধেয় পুরুষ’ (Most Admired Man) নির্বাচিত হলেন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ ইউগভ (YouGov) নামে একটি সংস্থার করা সমীক্ষার ভিত্তিতে এই স্বীকৃতি পেলেন তিনি ৷ সংশ্লিষ্ট সংস্থাটি ইন্টারনেট নির্ভর বাজার নিয়ে গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজ করে ৷

আরও পড়ুন : নিকট আত্মীয়ের বিপদ দেখেছেন, রক্তদান করলেন সচিন

এবছরের এই সমীক্ষায় 42 হাজারেরও বেশি মানুষকে সমীক্ষার আওতায় আনা হয় ৷ সমীক্ষা চালানো হয় 38 টি দেশে ৷ মূল তালিকায় সচিনের স্থান 12 হলেও খেলোয়াড়দের তালিকায় তিনি রয়েছেন তৃতীয় স্থানে ৷ প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ এবারের এই তালিকায় সচিন ছাড়াও রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বলিউড অভিনেতা শাহরুখ খান, অমিতাভ বচ্চন এবং ক্রিকেটার বিরাট কোহলি ৷ তবে তাঁরা সকলেই রয়েছেন সচিনের পিছনে ৷

আরও পড়ুন : Joe Root in Ashes : ভনকে টপকে সচিন, গাভাসকরদের তাড়া করছেন রুট

প্রসঙ্গত, এক দশকেরও বেশি সময় ধরে ইউনিসেফের সঙ্গে যুক্ত রয়েছেন সচিন তেন্ডুলকর ৷ 2013 সালে তাঁকে দক্ষিণ এশিয়ার অ্যাম্বাসাডর পদে নিযুক্ত করে এই আন্তর্জাতিক সংস্থা ৷ দীর্ঘ সময় ধরে ভারতের নানা প্রান্তে, গ্রাম, শহর নির্বিশেষে একাধিক স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া কর্মসূচিতে সাহায্য করে চলেছেন সচিন ৷ ভারত-সহ গোটা বিশ্বে তাঁর অনুরাগী রয়েছেন অসংখ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.