ETV Bharat / bharat

মলদ্বীপ বিতর্কের মাঝে ভারতীয় দ্বীপগুলি নিয়ে ব্যাট ধরলেন সচিন

Sachin Tendulkar bats for Indian islands: মলদ্বীপ বিতর্কের মাঝে ভারতীয় দ্বীপগুলি ঘুরে দেখতে আবেদন করলেন সচিন তেন্ডুলকর ৷ শুধু তিনি নন, শেহওয়াগ থেকে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান এবং পেসার ভেঙ্কটেশ প্রসাদ-সহ প্রত্যেকেই ভারতীয় সমুদ্র সৈকত অন্বেষণ করার জন্য সকলের কাছে আবেদন করেছেন ।

Sachin Tendulkar
সচিন তেন্ডুলকর
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 12:43 PM IST

হায়দরাবাদ, 8 জানুয়ারি: মলদ্বীপ বিতর্ক নিয়ে তোলপাড় দেশ ৷ মলদ্বীপ ভ্রমণ বয়কটের ডাক উঠেছে ৷ এই বিতর্কের মাঝেই এবার ভারতের সমুদ্র সৈকত ও দ্বীপগুলি ঘুরে দেখার আবেদন জানালেন ক্রিকেটরের ঈশ্বর সচিন তেন্ডুলকর ৷ ভারতীয় ভ্রমণের জায়গাগুলি নিয়ে ব্যাট ধরে মাস্টার-ব্লাস্টার তাঁর 50তম জন্মদিনের স্মৃতিকে পুনরুজ্জীবিত করেন ৷ তিনি জানান, মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে তিনি 50তম জন্মদিন পালন করেছিলেন ৷ কোঙ্কন অঞ্চলের উপকূলীয় শহরটিতে দুর্দান্ত আতিথেয়তার সঙ্গে মনোরম পরিবেশ উপভোগ করেছিলেন তিনি ৷ সচিন মানুষকে ভারতীয় দ্বীপগুলিকে আরও অন্বেষণ করার আবেদন করেছেন ৷

  • 250+ days since we rang in my 50th birthday in Sindhudurg!

    The coastal town offered everything we wanted, and more. Gorgeous locations combined with wonderful hospitality left us with a treasure trove of memories.

    India is blessed with beautiful coastlines and pristine… pic.twitter.com/DUCM0NmNCz

    — Sachin Tendulkar (@sachin_rt) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এক্সে লেখেন, " 250 দিন হয়ে গেল সিন্ধুদুর্গে আমার 50তম জন্মদিনে কাটিয়ে এসেছি ৷ আমরা যা চাই সব এই উপকূলীয় শহরে রয়েছে ৷ বরং আমাদের চাওয়ার থেকেও আরও অনেক বেশি কিছু রয়েছে । চমৎকার আতিথেয়তার সঙ্গে মনোরম পরিবেশ ও স্থানগুলি আমাদের স্মৃতির পাতা ভরে দিয়েছে । ভারতে সুন্দর উপকূল এবং পুরনো দ্বীপ রয়েছে । আমাদের 'অতিথি দেবো ভব'র কথা মাথায় রেখে সেগুলি অন্বেষণ করা দরকার ৷ ভারতে ঘোরার মতো অনেক কিছু আছে ৷ যেখানে গেলে নতুন অনেক সুন্দর স্মৃতি হবে ৷"

ভারতের প্রাক্তন অলরাউন্ডার এবং ধারাভাষ্যকার ইরফান পাঠানও ভারতের প্রতি নেতিবাচক মন্তব্যের নিন্দা করেছেন ৷ অন্যদিকে ভারতের প্রাক্তন বোলার ভেঙ্কটেশ প্রসাদ তাঁর সোশাল মিডিয়া পোস্টে মালদ্বীপের মন্ত্রীর করা ভারতের প্রতি অবমাননাকর মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করেন ।

  • Came across comments from prominent public figures from Maldives passing hateful and racist comments on Indians. Surprised that they are doing this to a country that sends them the maximum number of tourists.
    We are good to our neighbors but
    why should we tolerate such… pic.twitter.com/DXRqkQFguN

    — Akshay Kumar (@akshaykumar) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক লাক্ষাদ্বীপ সফরের পর দ্বীপটি এখন চর্চার বিষয়ে পরিণত হয়েছে । ইতিমধ্যে গুগলে 10তম সর্বাধিক অনুসন্ধান করা শব্দ হয়ে উঠেছে লাক্ষাদ্বীপ । নেটিজেনরা লাক্ষাদ্বীপকে সঙ্গে মালদ্বীপের তুলনা করতে শুরু করে ৷ মালদ্বীপের থেকে লাক্ষাদ্বীপ ভালো ছুটি কাটানোর জায়গা বলে অনেকে মন্তব্য করেন । এরপরেই মলদ্বীপের মন্ত্রীরা ভারত সম্পর্কে কিছু নেতিবাচক মন্তব্য পোস্ট করেন ।

  • A deputy minister using such language for our country.
    Maldives is a largely poor country largely dependent on upmarket tourism with over 15% tourists from India.
    India has very many unexplored beautiful coastal towns, and this is a great opportunity to develop many of them into… pic.twitter.com/TJnRUEK411

    — Venkatesh Prasad (@venkateshprasad) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

  1. মোদির অপমান বরদাস্ত নয়! মলদ্বীপ যাওয়ার বিমানের সমস্ত টিকিট বাতিল করল জনপ্রিয় ভ্রমণ সংস্থা
  2. 'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা
  3. মলদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করল বিদেশমন্ত্রক

হায়দরাবাদ, 8 জানুয়ারি: মলদ্বীপ বিতর্ক নিয়ে তোলপাড় দেশ ৷ মলদ্বীপ ভ্রমণ বয়কটের ডাক উঠেছে ৷ এই বিতর্কের মাঝেই এবার ভারতের সমুদ্র সৈকত ও দ্বীপগুলি ঘুরে দেখার আবেদন জানালেন ক্রিকেটরের ঈশ্বর সচিন তেন্ডুলকর ৷ ভারতীয় ভ্রমণের জায়গাগুলি নিয়ে ব্যাট ধরে মাস্টার-ব্লাস্টার তাঁর 50তম জন্মদিনের স্মৃতিকে পুনরুজ্জীবিত করেন ৷ তিনি জানান, মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে তিনি 50তম জন্মদিন পালন করেছিলেন ৷ কোঙ্কন অঞ্চলের উপকূলীয় শহরটিতে দুর্দান্ত আতিথেয়তার সঙ্গে মনোরম পরিবেশ উপভোগ করেছিলেন তিনি ৷ সচিন মানুষকে ভারতীয় দ্বীপগুলিকে আরও অন্বেষণ করার আবেদন করেছেন ৷

  • 250+ days since we rang in my 50th birthday in Sindhudurg!

    The coastal town offered everything we wanted, and more. Gorgeous locations combined with wonderful hospitality left us with a treasure trove of memories.

    India is blessed with beautiful coastlines and pristine… pic.twitter.com/DUCM0NmNCz

    — Sachin Tendulkar (@sachin_rt) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এক্সে লেখেন, " 250 দিন হয়ে গেল সিন্ধুদুর্গে আমার 50তম জন্মদিনে কাটিয়ে এসেছি ৷ আমরা যা চাই সব এই উপকূলীয় শহরে রয়েছে ৷ বরং আমাদের চাওয়ার থেকেও আরও অনেক বেশি কিছু রয়েছে । চমৎকার আতিথেয়তার সঙ্গে মনোরম পরিবেশ ও স্থানগুলি আমাদের স্মৃতির পাতা ভরে দিয়েছে । ভারতে সুন্দর উপকূল এবং পুরনো দ্বীপ রয়েছে । আমাদের 'অতিথি দেবো ভব'র কথা মাথায় রেখে সেগুলি অন্বেষণ করা দরকার ৷ ভারতে ঘোরার মতো অনেক কিছু আছে ৷ যেখানে গেলে নতুন অনেক সুন্দর স্মৃতি হবে ৷"

ভারতের প্রাক্তন অলরাউন্ডার এবং ধারাভাষ্যকার ইরফান পাঠানও ভারতের প্রতি নেতিবাচক মন্তব্যের নিন্দা করেছেন ৷ অন্যদিকে ভারতের প্রাক্তন বোলার ভেঙ্কটেশ প্রসাদ তাঁর সোশাল মিডিয়া পোস্টে মালদ্বীপের মন্ত্রীর করা ভারতের প্রতি অবমাননাকর মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করেন ।

  • Came across comments from prominent public figures from Maldives passing hateful and racist comments on Indians. Surprised that they are doing this to a country that sends them the maximum number of tourists.
    We are good to our neighbors but
    why should we tolerate such… pic.twitter.com/DXRqkQFguN

    — Akshay Kumar (@akshaykumar) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক লাক্ষাদ্বীপ সফরের পর দ্বীপটি এখন চর্চার বিষয়ে পরিণত হয়েছে । ইতিমধ্যে গুগলে 10তম সর্বাধিক অনুসন্ধান করা শব্দ হয়ে উঠেছে লাক্ষাদ্বীপ । নেটিজেনরা লাক্ষাদ্বীপকে সঙ্গে মালদ্বীপের তুলনা করতে শুরু করে ৷ মালদ্বীপের থেকে লাক্ষাদ্বীপ ভালো ছুটি কাটানোর জায়গা বলে অনেকে মন্তব্য করেন । এরপরেই মলদ্বীপের মন্ত্রীরা ভারত সম্পর্কে কিছু নেতিবাচক মন্তব্য পোস্ট করেন ।

  • A deputy minister using such language for our country.
    Maldives is a largely poor country largely dependent on upmarket tourism with over 15% tourists from India.
    India has very many unexplored beautiful coastal towns, and this is a great opportunity to develop many of them into… pic.twitter.com/TJnRUEK411

    — Venkatesh Prasad (@venkateshprasad) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

  1. মোদির অপমান বরদাস্ত নয়! মলদ্বীপ যাওয়ার বিমানের সমস্ত টিকিট বাতিল করল জনপ্রিয় ভ্রমণ সংস্থা
  2. 'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা
  3. মলদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করল বিদেশমন্ত্রক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.