হায়দরাবাদ, 8 জানুয়ারি: মলদ্বীপ বিতর্ক নিয়ে তোলপাড় দেশ ৷ মলদ্বীপ ভ্রমণ বয়কটের ডাক উঠেছে ৷ এই বিতর্কের মাঝেই এবার ভারতের সমুদ্র সৈকত ও দ্বীপগুলি ঘুরে দেখার আবেদন জানালেন ক্রিকেটরের ঈশ্বর সচিন তেন্ডুলকর ৷ ভারতীয় ভ্রমণের জায়গাগুলি নিয়ে ব্যাট ধরে মাস্টার-ব্লাস্টার তাঁর 50তম জন্মদিনের স্মৃতিকে পুনরুজ্জীবিত করেন ৷ তিনি জানান, মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে তিনি 50তম জন্মদিন পালন করেছিলেন ৷ কোঙ্কন অঞ্চলের উপকূলীয় শহরটিতে দুর্দান্ত আতিথেয়তার সঙ্গে মনোরম পরিবেশ উপভোগ করেছিলেন তিনি ৷ সচিন মানুষকে ভারতীয় দ্বীপগুলিকে আরও অন্বেষণ করার আবেদন করেছেন ৷
-
250+ days since we rang in my 50th birthday in Sindhudurg!
— Sachin Tendulkar (@sachin_rt) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
The coastal town offered everything we wanted, and more. Gorgeous locations combined with wonderful hospitality left us with a treasure trove of memories.
India is blessed with beautiful coastlines and pristine… pic.twitter.com/DUCM0NmNCz
">250+ days since we rang in my 50th birthday in Sindhudurg!
— Sachin Tendulkar (@sachin_rt) January 7, 2024
The coastal town offered everything we wanted, and more. Gorgeous locations combined with wonderful hospitality left us with a treasure trove of memories.
India is blessed with beautiful coastlines and pristine… pic.twitter.com/DUCM0NmNCz250+ days since we rang in my 50th birthday in Sindhudurg!
— Sachin Tendulkar (@sachin_rt) January 7, 2024
The coastal town offered everything we wanted, and more. Gorgeous locations combined with wonderful hospitality left us with a treasure trove of memories.
India is blessed with beautiful coastlines and pristine… pic.twitter.com/DUCM0NmNCz
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এক্সে লেখেন, " 250 দিন হয়ে গেল সিন্ধুদুর্গে আমার 50তম জন্মদিনে কাটিয়ে এসেছি ৷ আমরা যা চাই সব এই উপকূলীয় শহরে রয়েছে ৷ বরং আমাদের চাওয়ার থেকেও আরও অনেক বেশি কিছু রয়েছে । চমৎকার আতিথেয়তার সঙ্গে মনোরম পরিবেশ ও স্থানগুলি আমাদের স্মৃতির পাতা ভরে দিয়েছে । ভারতে সুন্দর উপকূল এবং পুরনো দ্বীপ রয়েছে । আমাদের 'অতিথি দেবো ভব'র কথা মাথায় রেখে সেগুলি অন্বেষণ করা দরকার ৷ ভারতে ঘোরার মতো অনেক কিছু আছে ৷ যেখানে গেলে নতুন অনেক সুন্দর স্মৃতি হবে ৷"
ভারতের প্রাক্তন অলরাউন্ডার এবং ধারাভাষ্যকার ইরফান পাঠানও ভারতের প্রতি নেতিবাচক মন্তব্যের নিন্দা করেছেন ৷ অন্যদিকে ভারতের প্রাক্তন বোলার ভেঙ্কটেশ প্রসাদ তাঁর সোশাল মিডিয়া পোস্টে মালদ্বীপের মন্ত্রীর করা ভারতের প্রতি অবমাননাকর মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করেন ।
-
Came across comments from prominent public figures from Maldives passing hateful and racist comments on Indians. Surprised that they are doing this to a country that sends them the maximum number of tourists.
— Akshay Kumar (@akshaykumar) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
We are good to our neighbors but
why should we tolerate such… pic.twitter.com/DXRqkQFguN
">Came across comments from prominent public figures from Maldives passing hateful and racist comments on Indians. Surprised that they are doing this to a country that sends them the maximum number of tourists.
— Akshay Kumar (@akshaykumar) January 7, 2024
We are good to our neighbors but
why should we tolerate such… pic.twitter.com/DXRqkQFguNCame across comments from prominent public figures from Maldives passing hateful and racist comments on Indians. Surprised that they are doing this to a country that sends them the maximum number of tourists.
— Akshay Kumar (@akshaykumar) January 7, 2024
We are good to our neighbors but
why should we tolerate such… pic.twitter.com/DXRqkQFguN
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক লাক্ষাদ্বীপ সফরের পর দ্বীপটি এখন চর্চার বিষয়ে পরিণত হয়েছে । ইতিমধ্যে গুগলে 10তম সর্বাধিক অনুসন্ধান করা শব্দ হয়ে উঠেছে লাক্ষাদ্বীপ । নেটিজেনরা লাক্ষাদ্বীপকে সঙ্গে মালদ্বীপের তুলনা করতে শুরু করে ৷ মালদ্বীপের থেকে লাক্ষাদ্বীপ ভালো ছুটি কাটানোর জায়গা বলে অনেকে মন্তব্য করেন । এরপরেই মলদ্বীপের মন্ত্রীরা ভারত সম্পর্কে কিছু নেতিবাচক মন্তব্য পোস্ট করেন ।
-
A deputy minister using such language for our country.
— Venkatesh Prasad (@venkateshprasad) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Maldives is a largely poor country largely dependent on upmarket tourism with over 15% tourists from India.
India has very many unexplored beautiful coastal towns, and this is a great opportunity to develop many of them into… pic.twitter.com/TJnRUEK411
">A deputy minister using such language for our country.
— Venkatesh Prasad (@venkateshprasad) January 7, 2024
Maldives is a largely poor country largely dependent on upmarket tourism with over 15% tourists from India.
India has very many unexplored beautiful coastal towns, and this is a great opportunity to develop many of them into… pic.twitter.com/TJnRUEK411A deputy minister using such language for our country.
— Venkatesh Prasad (@venkateshprasad) January 7, 2024
Maldives is a largely poor country largely dependent on upmarket tourism with over 15% tourists from India.
India has very many unexplored beautiful coastal towns, and this is a great opportunity to develop many of them into… pic.twitter.com/TJnRUEK411
আরও পড়ুন: