ETV Bharat / bharat

Sabarimala Temple: শবরীমালা মন্দিরে 10 দিনে 52 কোটি টাকা দান পূণ্যার্থীদের - 10 দিনে 52 কোটি টাকা দান

শবরীমালা মন্দিরে 10 দিনে 52 কোটি টাকা দান করলেন পূণ্যার্থীরা ৷ এ বছর তীর্থযাত্রার মরশুমে ভক্তদের ভিড় আছড়ে পড়েছে শবরীমালায় (Sabarimala Temple)৷

Sabarimala record revenue of Rs. 52 Crore in 10 days of pilgrim season
শবরীমালা মন্দিরে 10 দিনে 52 কোটি টাকা দান পূণ্যার্থীদের
author img

By

Published : Nov 28, 2022, 7:28 PM IST

কেরালা, 28 নভেম্বর: রমরমিয়ে চলছে শবরীমালা মন্দিরে (Sabarimala Temple) তীর্থযাত্রার মরশুম ৷ দূর-দূরান্ত থেকে তীর্থ করতে যাচ্ছেন পূণ্যার্থীরা ৷ এই মরশুমে 10 দিনে 52 কোটি টাকা মন্দিরে দান করেছেন পূণ্যার্থীরা (Sabarimala record revenue of Rs 52 Crore )৷ দেবস্বম বোর্ডের সভাপতি অ্যাডভোকেট কে অনন্তগোপন এ কথা জানিয়েছেন ৷

তিনি জানান, 'আপ্পাম' বিক্রি করে মন্দির কর্তৃপক্ষ 2.58 কোটি টাকা পেয়েছে এবং 'অরাভানা' বিক্রির জন্য পেয়েছে 23.57 কোটি টাকা । হুন্ডি রাজস্ব হিসাবে শবরীমালা মন্দির পেয়েছে 12.73 কোটি টাকা । গত বছর এই একই সময়ে রাজস্ব হিসেবে মন্দির কর্তৃপক্ষ ভক্তদের থেকে পেয়েছিল মাত্র 9.92 কোটি টাকা ৷ কারণ সেই সময় মেনে কোভিড বিধিনিষেধের কারণে বেশকিছু নিষেধাজ্ঞা আরোপিত ছিল ভক্তদের উপর ৷

আরও পড়ুন: শবরীমালা রেলপ্রকল্পের অর্ধেক খরচ বহন করবে কেরালা সরকার

দেবস্বম বোর্ডের সভাপতি অনন্ত গোপন বলেন, রাজস্বের সিংহভাগই উৎসব পরিচালনায় ব্যবহৃত হয়েছে । তিনি বলেন, মন্দিরে যাওয়ার চারটি রাস্তাই খুলে দেওয়া হয়েছে এবং ভক্তরা মন্দিরে যাওয়ার জন্য তাঁদের পছন্দের যে কোনও একটি বেছে নিতে পারেন । শবরীমালা মন্দিরে যেতে ইচ্ছুক ভক্তরা অনলাইন পোর্টাল বা স্পট বুকিংয়ের মাধ্যমেও তাঁদের মন্দির দর্শন বুক করতে পারেন ।

কেরালা, 28 নভেম্বর: রমরমিয়ে চলছে শবরীমালা মন্দিরে (Sabarimala Temple) তীর্থযাত্রার মরশুম ৷ দূর-দূরান্ত থেকে তীর্থ করতে যাচ্ছেন পূণ্যার্থীরা ৷ এই মরশুমে 10 দিনে 52 কোটি টাকা মন্দিরে দান করেছেন পূণ্যার্থীরা (Sabarimala record revenue of Rs 52 Crore )৷ দেবস্বম বোর্ডের সভাপতি অ্যাডভোকেট কে অনন্তগোপন এ কথা জানিয়েছেন ৷

তিনি জানান, 'আপ্পাম' বিক্রি করে মন্দির কর্তৃপক্ষ 2.58 কোটি টাকা পেয়েছে এবং 'অরাভানা' বিক্রির জন্য পেয়েছে 23.57 কোটি টাকা । হুন্ডি রাজস্ব হিসাবে শবরীমালা মন্দির পেয়েছে 12.73 কোটি টাকা । গত বছর এই একই সময়ে রাজস্ব হিসেবে মন্দির কর্তৃপক্ষ ভক্তদের থেকে পেয়েছিল মাত্র 9.92 কোটি টাকা ৷ কারণ সেই সময় মেনে কোভিড বিধিনিষেধের কারণে বেশকিছু নিষেধাজ্ঞা আরোপিত ছিল ভক্তদের উপর ৷

আরও পড়ুন: শবরীমালা রেলপ্রকল্পের অর্ধেক খরচ বহন করবে কেরালা সরকার

দেবস্বম বোর্ডের সভাপতি অনন্ত গোপন বলেন, রাজস্বের সিংহভাগই উৎসব পরিচালনায় ব্যবহৃত হয়েছে । তিনি বলেন, মন্দিরে যাওয়ার চারটি রাস্তাই খুলে দেওয়া হয়েছে এবং ভক্তরা মন্দিরে যাওয়ার জন্য তাঁদের পছন্দের যে কোনও একটি বেছে নিতে পারেন । শবরীমালা মন্দিরে যেতে ইচ্ছুক ভক্তরা অনলাইন পোর্টাল বা স্পট বুকিংয়ের মাধ্যমেও তাঁদের মন্দির দর্শন বুক করতে পারেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.