আজমগড়, 14 জানুয়ারি: কনকনে শীত ৷ এই আবহাওয়ার মধ্যেই বাইকে করে ভারতের 52টি শক্তিপীঠ পরিদর্শন করতে বেরিয়েছেন নাথ সম্প্রদায়ের এক রাশিয়ান মহিলা ৷ তাঁর নাম যোগিনী অন্নপূর্ণা ৷ তাঁর দাবি মহাদেবের ইচ্ছেতেই তিনি এই শক্তিপীঠগুলি পরিদর্শনে বেরিয়েছেন ৷ তবে এই ভ্রমণে তিনি একা নন, রাশিয়ান মহিলার সঙ্গে রয়েছেন হরিয়ানার যোগী দীপক নাথ ৷
জানা গিয়েছে, এখন পর্যন্ত তাঁরা 25টি শক্তিপীঠ পরিদর্শন করেছেন । তাঁরা রবিবার আজমগড় ও বক্সার হয়ে গঙ্গাসাগরের উদ্দেশে যাচ্ছেন । সেই যাত্রা পথেই আজমগড়ে কিছুক্ষণ থামেন ৷ সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নিজেদের যাত্রার কথা জানান দু'জনে । যোগিনী অন্নপূর্ণা জানান, তিনি 2016 সাল থেকে নাথ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত । তাঁর বাবা-মা বিখ্যাত চিকিৎসক । মা থাকেন আমেরিকায়, বাবা থাকেন মস্কোতে । তিনি নিজেও একটি বড় পত্রিকায় উচ্চ পদে কাজ করতেন । বর্তমানে অন্নপূর্ণা যোগী দীপক নাথের সঙ্গে শক্তিপীঠ পরিদর্শন করতে বেরিয়েছেন । তিনি হিন্দি ভাষা বোঝেন, কিন্তু কথা বলতে অসুবিধা হয় । তবে ইংরেজি বলতে পারেন ৷
সাংবাদিকরা অন্নপূর্ণাকে ম্যাম এবং জি বলে সম্বোধন করলে তিনি বলেন, "আমি ম্যাম নই । আমাকে জি বলে সম্বোধন করবেন না ৷ সবই মহাদেবের ইচ্ছা ৷ তাঁর ইচ্ছানুযায়ী এই যাত্রা করছি আমি । নাথ সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত হয়ে আমি আমার দেশ ছেড়ে ভারতে এসেছি । ভারতের আধ্যাত্মিকতা দিকটি আমাকে আকর্ষণ করে ৷ আমি বহু বছর ধরে তপস্যা করেছি ।"
উল্লেখ্য, হিন্দু ধর্মে শক্তিপীঠের বিশেষ গুরুত্ব রয়েছে । দেবী পুরাণে 51টি তীর্থস্থানের বর্ণনা দেওয়া রয়েছে । প্রতিটি শক্তিপীঠের নিজস্ব পৌরাণিক কাহিনী রয়েছে ।
আরও পড়ুন: