ETV Bharat / bharat

মহাদেবের ইচ্ছে, বাইকে ভারতের 52টি শক্তিপীঠ পরিদর্শনে রাশিয়ান মহিলা

Russian Woman in Shakti Peeths Darshan: ভারতের আধ্যাত্মিকতা, বেদ এবং পুরাণের দ্বারা প্রভাবিত হয়ে দেশের 52টি শক্তিপীঠ পরিদর্শন করতে বেরিয়েছেন এক রাশিয়ান মহিলা ৷ জানালেন, সবই মহাদেবের ইচ্ছে ৷

Russian Woman
শক্তিপীঠ পরিদর্শনে রাশিয়ান মহিলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 10:32 PM IST

আজমগড়, 14 জানুয়ারি: কনকনে শীত ৷ এই আবহাওয়ার মধ্যেই বাইকে করে ভারতের 52টি শক্তিপীঠ পরিদর্শন করতে বেরিয়েছেন নাথ সম্প্রদায়ের এক রাশিয়ান মহিলা ৷ তাঁর নাম যোগিনী অন্নপূর্ণা ৷ তাঁর দাবি মহাদেবের ইচ্ছেতেই তিনি এই শক্তিপীঠগুলি পরিদর্শনে বেরিয়েছেন ৷ তবে এই ভ্রমণে তিনি একা নন, রাশিয়ান মহিলার সঙ্গে রয়েছেন হরিয়ানার যোগী দীপক নাথ ৷

জানা গিয়েছে, এখন পর্যন্ত তাঁরা 25টি শক্তিপীঠ পরিদর্শন করেছেন । তাঁরা রবিবার আজমগড় ও বক্সার হয়ে গঙ্গাসাগরের উদ্দেশে যাচ্ছেন । সেই যাত্রা পথেই আজমগড়ে কিছুক্ষণ থামেন ৷ সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নিজেদের যাত্রার কথা জানান দু'জনে । যোগিনী অন্নপূর্ণা জানান, তিনি 2016 সাল থেকে নাথ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত । তাঁর বাবা-মা বিখ্যাত চিকিৎসক । মা থাকেন আমেরিকায়, বাবা থাকেন মস্কোতে । তিনি নিজেও একটি বড় পত্রিকায় উচ্চ পদে কাজ করতেন । বর্তমানে অন্নপূর্ণা যোগী দীপক নাথের সঙ্গে শক্তিপীঠ পরিদর্শন করতে বেরিয়েছেন । তিনি হিন্দি ভাষা বোঝেন, কিন্তু কথা বলতে অসুবিধা হয় । তবে ইংরেজি বলতে পারেন ৷

সাংবাদিকরা অন্নপূর্ণাকে ম্যাম এবং জি বলে সম্বোধন করলে তিনি বলেন, "আমি ম্যাম নই । আমাকে জি বলে সম্বোধন করবেন না ৷ সবই মহাদেবের ইচ্ছা ৷ তাঁর ইচ্ছানুযায়ী এই যাত্রা করছি আমি । নাথ সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত হয়ে আমি আমার দেশ ছেড়ে ভারতে এসেছি । ভারতের আধ্যাত্মিকতা দিকটি আমাকে আকর্ষণ করে ৷ আমি বহু বছর ধরে তপস্যা করেছি ।"

উল্লেখ্য, হিন্দু ধর্মে শক্তিপীঠের বিশেষ গুরুত্ব রয়েছে । দেবী পুরাণে 51টি তীর্থস্থানের বর্ণনা দেওয়া রয়েছে । প্রতিটি শক্তিপীঠের নিজস্ব পৌরাণিক কাহিনী রয়েছে ।

আরও পড়ুন:

  1. সাধ্যের মধ্যে ভগবান ! সোনা-রূপোর তৈরি হরেক দামের রাম মন্দির কিনতে ভিড় আগ্রায়
  2. 1300 কিমি পথ পাড়ি, মোদির গ্রাম থেকে অখণ্ড জ্যোতি নিয়ে অযোধ্যায় রামভক্তরা
  3. রামলালার অভিষেকের জন্য আসছে উত্তরাখণ্ডের 28টি পবিত্র নদীর জল

আজমগড়, 14 জানুয়ারি: কনকনে শীত ৷ এই আবহাওয়ার মধ্যেই বাইকে করে ভারতের 52টি শক্তিপীঠ পরিদর্শন করতে বেরিয়েছেন নাথ সম্প্রদায়ের এক রাশিয়ান মহিলা ৷ তাঁর নাম যোগিনী অন্নপূর্ণা ৷ তাঁর দাবি মহাদেবের ইচ্ছেতেই তিনি এই শক্তিপীঠগুলি পরিদর্শনে বেরিয়েছেন ৷ তবে এই ভ্রমণে তিনি একা নন, রাশিয়ান মহিলার সঙ্গে রয়েছেন হরিয়ানার যোগী দীপক নাথ ৷

জানা গিয়েছে, এখন পর্যন্ত তাঁরা 25টি শক্তিপীঠ পরিদর্শন করেছেন । তাঁরা রবিবার আজমগড় ও বক্সার হয়ে গঙ্গাসাগরের উদ্দেশে যাচ্ছেন । সেই যাত্রা পথেই আজমগড়ে কিছুক্ষণ থামেন ৷ সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নিজেদের যাত্রার কথা জানান দু'জনে । যোগিনী অন্নপূর্ণা জানান, তিনি 2016 সাল থেকে নাথ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত । তাঁর বাবা-মা বিখ্যাত চিকিৎসক । মা থাকেন আমেরিকায়, বাবা থাকেন মস্কোতে । তিনি নিজেও একটি বড় পত্রিকায় উচ্চ পদে কাজ করতেন । বর্তমানে অন্নপূর্ণা যোগী দীপক নাথের সঙ্গে শক্তিপীঠ পরিদর্শন করতে বেরিয়েছেন । তিনি হিন্দি ভাষা বোঝেন, কিন্তু কথা বলতে অসুবিধা হয় । তবে ইংরেজি বলতে পারেন ৷

সাংবাদিকরা অন্নপূর্ণাকে ম্যাম এবং জি বলে সম্বোধন করলে তিনি বলেন, "আমি ম্যাম নই । আমাকে জি বলে সম্বোধন করবেন না ৷ সবই মহাদেবের ইচ্ছা ৷ তাঁর ইচ্ছানুযায়ী এই যাত্রা করছি আমি । নাথ সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত হয়ে আমি আমার দেশ ছেড়ে ভারতে এসেছি । ভারতের আধ্যাত্মিকতা দিকটি আমাকে আকর্ষণ করে ৷ আমি বহু বছর ধরে তপস্যা করেছি ।"

উল্লেখ্য, হিন্দু ধর্মে শক্তিপীঠের বিশেষ গুরুত্ব রয়েছে । দেবী পুরাণে 51টি তীর্থস্থানের বর্ণনা দেওয়া রয়েছে । প্রতিটি শক্তিপীঠের নিজস্ব পৌরাণিক কাহিনী রয়েছে ।

আরও পড়ুন:

  1. সাধ্যের মধ্যে ভগবান ! সোনা-রূপোর তৈরি হরেক দামের রাম মন্দির কিনতে ভিড় আগ্রায়
  2. 1300 কিমি পথ পাড়ি, মোদির গ্রাম থেকে অখণ্ড জ্যোতি নিয়ে অযোধ্যায় রামভক্তরা
  3. রামলালার অভিষেকের জন্য আসছে উত্তরাখণ্ডের 28টি পবিত্র নদীর জল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.