ETV Bharat / bharat

Sensex Plunges 1000 Points: স্টক মার্কেটে রক্তক্ষরণ অব্যাহত, ভারতীয় মুদ্রার রেকর্ড পতন - stock market live news

সোমবার ভারতীয় মুদ্রার রেকর্ড পতন হল ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, এনএসই নিফটি (Nifty Crashes Below 17000) এবং বিএসই সেনসেক্সের (BSE Sensex Plunges 1000 Points) পতনেই এমন ঘটনা ঘটেছে ৷

rupee hit a new all time low on Monday as BSE Sensex Plunges 1000 Points
Sensex Plunges 1000 Points: স্টক মার্কেটে রক্তক্ষরণ অব্যাহত, ভারতীয় মুদ্রার রেকর্ড পতন
author img

By

Published : Sep 26, 2022, 12:53 PM IST

Updated : Sep 26, 2022, 1:04 PM IST

মুম্বই, 26 সেপ্টেম্বর: ভারতীয় স্টক মার্কেটের প্রধান দুই সূচক সেনসেক্স এবং নিফটির শোচনীয় পতন হয়েছিল গত শুক্রবারই ৷ আর তার জেরেই উৎসবের মরশুমের আগে চিন্তার ভাঁজ বাড়ছে বিনিয়োগকারীদের কপালে ৷ বর্তমান অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষ সপ্তাহ চলছে ৷ হিসেব বলছে, নির্ধারিত মাপকাঠির বিচারে যথেষ্ট ব্যাকফুটে রয়েছে স্টক মার্কেট ৷ এই নিয়ে পরপর টানা চারটি সেশনে লোকসানের ধারা অব্যাহত রয়েছে ৷ ফলে বিনিয়োগকারীদের ঝুঁকি আপাতত বজায় থাকছে ৷

ওয়াকিবহাল মহল বলছে, বর্তমানে প্রেক্ষাপটে বিশ্বব্যাপী স্টক মার্কেটের উপর চাপ বাড়ছে ৷ আর তার জেরেই বাড়ছে মূল্যবৃদ্ধির আশঙ্কা ৷ বিশ্বজুড়ে বাড়ছে বহু মানুষের কাজ হারানোর সম্ভাবনাও ৷ গত শুক্রবার থেকে এখনও পর্যন্ত এনএসই নিফটির শেয়ার সূচক 17 হাজার পয়েন্টেরও বেশি নীচে নেমে গিয়েছে (Nifty Crashes Below 17000) ৷ অন্যদিকে, বিএসই সেনসেক্সের পতন হয়েছে 1 হাজার পয়েন্টেরও বেশি (BSE Sensex Plunges 1000 Points) ৷ তথ্যাভিজ্ঞ মহল বলছে, কার্যত রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে স্টক মার্কেটের ৷ আর তার জেরেই সোমবার ভারতীয় মুদ্রার রেকর্ড পতন হয়েছে ৷ যা পূর্বের সমস্ত হিসাবকে ছাপিয়ে গিয়েছে ৷ এই নিয়ে টানা তিনটি সেশনে ভারতীয় মুদ্রার মূল্যে পতন হল ৷

আরও পড়ুন: পাঁচ বছরে ভারতের প্রতিরক্ষা পণ্যের রফতানি বেড়েছে 334 শতাংশ

মেহতা ইকুইটিসের গবেষণা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত তাপসে এই প্রসঙ্গে বলেন, "বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছে ৷ সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের পরিস্থিতি অনেকটাই ভালো ৷ কিন্তু, তারপরও আন্তর্জাতিক মন্দার ধাক্কা ভারতের অভ্যন্তরীণ বাজারের পক্ষে সম্পূর্ণ এড়িয়ে থাকা সম্ভব নয় ৷ আগামী দিনেও এই ধরনের ধাক্কা আসবে ৷"

তথ্য বলছে, সেনসেক্সের 30টি শেয়ারের মধ্যে পাওয়ার গ্রিড, টাটা স্টিল, মারুতি, মাহিন্দ্রা অ্য়ান্ড মাহিন্দ্রা, এনটিপিসি, ইন্ডাসইন্ড ব্যাংক, অ্য়াক্সিস ব্যাংক এবং টাইটান প্রাথমিক বাণিজ্যে পিছিয়ে রয়েছে ৷ এগুলি ভারতীয় শেয়ার মার্কেট এবং স্টক মার্কেটের আওতাধীন অন্যতম প্রধান সংস্থা ৷ এদের ব্যবসা মার খেলে তার প্রভাব এড়ানো অসম্ভব ৷ বড় সংস্থাগুলির মধ্যে লাভের মুখ দেখেছে কেবলমাত্র নেসলে এবং হিন্দুস্তান ইউনিলিভার ৷ উল্লেখ্য, গত শুক্রবারই সেনসেক্স এবং এনএসই-এর রেকর্ড পতন হয় ৷ এর ফলে বিনিয়োগকারীদের উপর শেয়ার বিক্রির চাপ বাড়ে এবং তাঁদের প্রায় 4 লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয় ৷

মুম্বই, 26 সেপ্টেম্বর: ভারতীয় স্টক মার্কেটের প্রধান দুই সূচক সেনসেক্স এবং নিফটির শোচনীয় পতন হয়েছিল গত শুক্রবারই ৷ আর তার জেরেই উৎসবের মরশুমের আগে চিন্তার ভাঁজ বাড়ছে বিনিয়োগকারীদের কপালে ৷ বর্তমান অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষ সপ্তাহ চলছে ৷ হিসেব বলছে, নির্ধারিত মাপকাঠির বিচারে যথেষ্ট ব্যাকফুটে রয়েছে স্টক মার্কেট ৷ এই নিয়ে পরপর টানা চারটি সেশনে লোকসানের ধারা অব্যাহত রয়েছে ৷ ফলে বিনিয়োগকারীদের ঝুঁকি আপাতত বজায় থাকছে ৷

ওয়াকিবহাল মহল বলছে, বর্তমানে প্রেক্ষাপটে বিশ্বব্যাপী স্টক মার্কেটের উপর চাপ বাড়ছে ৷ আর তার জেরেই বাড়ছে মূল্যবৃদ্ধির আশঙ্কা ৷ বিশ্বজুড়ে বাড়ছে বহু মানুষের কাজ হারানোর সম্ভাবনাও ৷ গত শুক্রবার থেকে এখনও পর্যন্ত এনএসই নিফটির শেয়ার সূচক 17 হাজার পয়েন্টেরও বেশি নীচে নেমে গিয়েছে (Nifty Crashes Below 17000) ৷ অন্যদিকে, বিএসই সেনসেক্সের পতন হয়েছে 1 হাজার পয়েন্টেরও বেশি (BSE Sensex Plunges 1000 Points) ৷ তথ্যাভিজ্ঞ মহল বলছে, কার্যত রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে স্টক মার্কেটের ৷ আর তার জেরেই সোমবার ভারতীয় মুদ্রার রেকর্ড পতন হয়েছে ৷ যা পূর্বের সমস্ত হিসাবকে ছাপিয়ে গিয়েছে ৷ এই নিয়ে টানা তিনটি সেশনে ভারতীয় মুদ্রার মূল্যে পতন হল ৷

আরও পড়ুন: পাঁচ বছরে ভারতের প্রতিরক্ষা পণ্যের রফতানি বেড়েছে 334 শতাংশ

মেহতা ইকুইটিসের গবেষণা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত তাপসে এই প্রসঙ্গে বলেন, "বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছে ৷ সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের পরিস্থিতি অনেকটাই ভালো ৷ কিন্তু, তারপরও আন্তর্জাতিক মন্দার ধাক্কা ভারতের অভ্যন্তরীণ বাজারের পক্ষে সম্পূর্ণ এড়িয়ে থাকা সম্ভব নয় ৷ আগামী দিনেও এই ধরনের ধাক্কা আসবে ৷"

তথ্য বলছে, সেনসেক্সের 30টি শেয়ারের মধ্যে পাওয়ার গ্রিড, টাটা স্টিল, মারুতি, মাহিন্দ্রা অ্য়ান্ড মাহিন্দ্রা, এনটিপিসি, ইন্ডাসইন্ড ব্যাংক, অ্য়াক্সিস ব্যাংক এবং টাইটান প্রাথমিক বাণিজ্যে পিছিয়ে রয়েছে ৷ এগুলি ভারতীয় শেয়ার মার্কেট এবং স্টক মার্কেটের আওতাধীন অন্যতম প্রধান সংস্থা ৷ এদের ব্যবসা মার খেলে তার প্রভাব এড়ানো অসম্ভব ৷ বড় সংস্থাগুলির মধ্যে লাভের মুখ দেখেছে কেবলমাত্র নেসলে এবং হিন্দুস্তান ইউনিলিভার ৷ উল্লেখ্য, গত শুক্রবারই সেনসেক্স এবং এনএসই-এর রেকর্ড পতন হয় ৷ এর ফলে বিনিয়োগকারীদের উপর শেয়ার বিক্রির চাপ বাড়ে এবং তাঁদের প্রায় 4 লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয় ৷

Last Updated : Sep 26, 2022, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.