ETV Bharat / bharat

Delhi Airport: একই রানওয়েতে দু’টি বিমান, অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গেল দিল্লি বিমানবন্দরে - ভিস্তারা বিমান

Runway incursion involving Vistara planes: বুধবার সকালে দিল্লি বিমানবন্দরের একই রানওয়েতে চলে আসার পরিস্থিতি তৈরি হয় দু’টি ভিস্তারা বিমানের ৷ ট্রাফিক কন্ট্রোলারদের অসাবধানতায় বিমান দু’টিকে টেক অফের জন্য একই রানওয়েতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷

Vistara planes
ভিস্তারা বিমান
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 3:59 PM IST

Updated : Aug 23, 2023, 5:36 PM IST

নয়াদিল্লি, 23 অগস্ট: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লি বিমানবন্দর ৷ অভিযোগ, বুধবার সকালে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অসাবধানতায় দু’টি ভিস্তারা বিমানের একই রানওয়েতে চলে আসার পরিস্থিতি তৈরি হয় ৷ একটি বিমান তখন দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছে ৷ দ্বিতীয়টি প্রস্তুত হচ্ছিল টেক অফের জন্য ৷ শেষ মুহূর্তে বিষয়টি নজরে আসায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে দিল্লি বিমানবন্দরের একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷

ঠিক কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে: ডিজিসিএ-র এক আধিকারিক জানিয়েছেন যে বুধবার সকালে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে আমেদাবাদ থেকে আসা একটি ভিস্তারা বিমান (ভিটি1926) ৷ সেই সময়ই দিল্লি বিমানবন্দর থেকে টেক অফের জন্য প্রস্তুত হয় বাগডোগরাগামী একটি বিমান ৷ সেটিও ভিস্তারা সংস্থার (ভিটি1725) ৷

আমেদবাদ থেকে আসা বিমানটি নেমেছিল দিল্লি বিমানবন্দরের 29এল রানওয়েতে ৷ সেই সময়ই 29আর রানওয়েতে টেক অফের জন্য প্রস্তুত হচ্ছিল বাগডোগরাগামী বিমানটি ৷ ট্রাফিক কন্ট্রোলার বাগডোগরাগামী বিমানটি টেক অফের অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গেই আমেদাবাদ থেকে আসা বিমানটিকে 29আর রানওয়ে পেরিয়ে যাওয়ার অনুমতি দেয় ৷

এর ফলে বিপত্তি তৈরি হয় ৷ শেষ মুহূর্তে বিষয়টি নজরে আসে৷ ভিটি1926 বিমানের তরফে যোগাযোগ করা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলে ৷ তৎক্ষণাৎ ভিটি1725 বিমানের টেক অফ বাতিল করা হয় ৷ তার পর সাবধানে পরিস্থিতি স্বাভাবিক করা হয় ৷ না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত ৷ দু’টি বিমানের মধ্যে সংঘর্ষের জেরে বহু প্রাণহানিও ঘটতে পারত ৷

ডিজিসিএ কী পদক্ষেপ করেছে: ফলে বিমান চলাচলের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এই নিয়ে তদন্ত শুরু করেছে ৷ সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে আপাতত দায়িত্ব থেকে সরিয়েও দেওয়া হয়েছে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: বন্ধুদের প্রেমের সুযোগ করে দিতে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে ধৃত যুবক

নয়াদিল্লি, 23 অগস্ট: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লি বিমানবন্দর ৷ অভিযোগ, বুধবার সকালে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অসাবধানতায় দু’টি ভিস্তারা বিমানের একই রানওয়েতে চলে আসার পরিস্থিতি তৈরি হয় ৷ একটি বিমান তখন দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছে ৷ দ্বিতীয়টি প্রস্তুত হচ্ছিল টেক অফের জন্য ৷ শেষ মুহূর্তে বিষয়টি নজরে আসায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে দিল্লি বিমানবন্দরের একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷

ঠিক কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে: ডিজিসিএ-র এক আধিকারিক জানিয়েছেন যে বুধবার সকালে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে আমেদাবাদ থেকে আসা একটি ভিস্তারা বিমান (ভিটি1926) ৷ সেই সময়ই দিল্লি বিমানবন্দর থেকে টেক অফের জন্য প্রস্তুত হয় বাগডোগরাগামী একটি বিমান ৷ সেটিও ভিস্তারা সংস্থার (ভিটি1725) ৷

আমেদবাদ থেকে আসা বিমানটি নেমেছিল দিল্লি বিমানবন্দরের 29এল রানওয়েতে ৷ সেই সময়ই 29আর রানওয়েতে টেক অফের জন্য প্রস্তুত হচ্ছিল বাগডোগরাগামী বিমানটি ৷ ট্রাফিক কন্ট্রোলার বাগডোগরাগামী বিমানটি টেক অফের অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গেই আমেদাবাদ থেকে আসা বিমানটিকে 29আর রানওয়ে পেরিয়ে যাওয়ার অনুমতি দেয় ৷

এর ফলে বিপত্তি তৈরি হয় ৷ শেষ মুহূর্তে বিষয়টি নজরে আসে৷ ভিটি1926 বিমানের তরফে যোগাযোগ করা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলে ৷ তৎক্ষণাৎ ভিটি1725 বিমানের টেক অফ বাতিল করা হয় ৷ তার পর সাবধানে পরিস্থিতি স্বাভাবিক করা হয় ৷ না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত ৷ দু’টি বিমানের মধ্যে সংঘর্ষের জেরে বহু প্রাণহানিও ঘটতে পারত ৷

ডিজিসিএ কী পদক্ষেপ করেছে: ফলে বিমান চলাচলের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এই নিয়ে তদন্ত শুরু করেছে ৷ সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে আপাতত দায়িত্ব থেকে সরিয়েও দেওয়া হয়েছে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: বন্ধুদের প্রেমের সুযোগ করে দিতে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে ধৃত যুবক

Last Updated : Aug 23, 2023, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.