ধারওয়াড়, 25 অক্টোবর : বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের (Bangladesh Minority Hindu) নিরাপত্তা সুনিশ্চিত করতে সে দেশে প্রতিনিধি দল পাঠাক নরেন্দ্র মোদির সরকার (Narendra Modi Government) ৷ দিনকয়েক আগেই এই দাবি তুলেছিল বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad) ৷ এবার 'বাংলাদেশে সংখ্যালঘুদের (পড়ুন হিন্দু) ওপর নির্যাতন'এর ঘটনায় মিটিং ডাকল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) ৷
সংবাদসংস্থা এএনআই'কে আরএসএসের প্রচার-প্রমুখ সুনীল আম্বেকর বলেন, ‘‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা মেনে নেওয়া যায় না ৷ এই নিয়ে কর্নাটকের ধারওয়াড় জেলার রাষ্ট্রাওত্থানা বিদ্যাভবনে তিনদিনব্যাপী মিটিং ডাকা হয়েছে ৷ আগামী 28, 29, 30 তারিখের মিটিংয়ের পর এই ঘটনায় আমাদের প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে জানানো হবে ৷’’
সাংবাদিক বৈঠকে আম্বেকর বলেন, "আমরা সবাই জানি যে সম্প্রতি বাংলাদেশে দুর্গাপূজা চলাকালীন হিন্দু ধর্মাবলম্বীদের এবং পূজা প্যান্ডেল-এর উপর বড় আকারের হামলা হয়েছে । বহু মানুষ তাতে নিহত ও আহত হয়েছেন । এই ইস্যুতে অনেক জায়গায় বিক্ষোভ হয়েছে । অখিল ভারতীয় কর্মী মণ্ডল থেকে এই বিষয়ে একটি রেজলিউশন পাশ করার সম্ভাবনা রয়েছে ৷ কনক্লেভ চলাকালীন, আরএসএস সেই অঞ্চলগুলিতে পৌঁছানোর বিষয়েও চিন্তাভাবনা করবে যেখানে এখনও আরএসএসের সংগঠন নেই ৷ "
শুধু বাংলাদেশ বিষয়েই আলোচনা নয়, সংগঠন বাড়ানোর কথাও ভাবছে সঙ্ঘ ৷ আম্বেকর বলেন, "1925 সালে প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ৷ 2025 সালে, আরএসএস 100 বছর পূর্ণ করবে । আমরা 2021 থেকে 2024 পর্যন্ত আমাদের সম্প্রসারণের জন্য একটি তিন বছরের কর্ম পরিকল্পনা তৈরি করেছি এবং কাজ চলছে । এটি বিস্তৃতভাবে আলোচনা করা হবে । ইতিমধ্যে আমাদের 1.5 লক্ষ স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে । সেই সংখ্য়াটা আরও বাড়ান হবে ৷ সারা বছর ধরে আরএসএসের 10 জন শিখ গুরুর মধ্যে নবম গুরু তেগ বাহাদুরের 400তম 'প্রকাশ বর্ষ' উদযাপনের পরিকল্পনাও রয়েছে ।"