ETV Bharat / bharat

Old Pension Scheme: চালু হোক পুরনো পেনশন প্রকল্প, দাবি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মজদুর সংগঠনের - ভারতীয় মজদুর সংঘ

পুরনো পেনশন প্রকল্প বা ওল্ড পেনশন স্কিম চালু করুক কেন্দ্রীয় সরকার ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে এই আবেদন জানিয়েছে খোদ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মজদুর সংগঠন ভারতীয় মজদুর সংঘ (Bharatiya Mazdoor Sangh urges to restore old pension scheme) ৷

RSS
ETV Bharat
author img

By

Published : Dec 3, 2022, 4:18 PM IST

নয়াদিল্লি, 3 ডিসেম্বর: পুরনো পেনশন প্রকল্প চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাল ভারতীয় মজদুর সংঘ (Bharatiya Mazdoor Sangh, BMS) ৷ 21-29 নভেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে আরএসএস নেতাদের বৈঠক হয়, তখনই আরএসএস অনুমোদিত এই সংগঠন এই দাবি তোলে (Bharatiya Mazdoor Sangh BMS demands old pension scheme to Union Finance Minister Nirmala Sitharaman) ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটের রূপরেখা তৈরির জন্য বিভিন্ন সংগঠন, শিল্পসংস্থা, বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন ৷ তার অংশ হিসেবে আরএসএস নেতাদের সঙ্গে নির্মলা সীতারমনের আলোচনা হয় ৷ একাধিক বৈঠকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ অনুমোদিত বিভিন্ন সংগঠন অর্থমন্ত্রীকে কৃষক ও শ্রমিকদের স্বার্থ সংক্রান্ত দৃষ্টিভঙ্গির কথা জানায় ৷ সংঘ অনুমোদিত ভারতীয় কিষাণ সংঘ সরকারের কাছে আর্জি জানিয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে আর্থিক সুবিধার পরিমাণ আরও বাড়ানো হোক এবং তা মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে করুক কেন্দ্র ৷

আরও পড়ুন: মোদির নেতৃত্বে ভারত ক্রমেই শক্তিশালী হচ্ছে, রিচার টুইট বিতর্কে মন্তব্য আরএসএস নেতার

একইভাবে স্বদেশি জাগরণ মঞ্চ চিনের সঙ্গে দিনে দিনে ব্যবসা-বাণিজ্যে কমে যাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে ৷ তারা অর্থমন্ত্রীকে আমদানি শুল্ক (Import Duty) বৃদ্ধির পরামর্শ দিয়েছে ৷ এর সঙ্গে উঠে এসেছে পুরনো পেনশন প্রকল্পের বিষয়টিও ৷

2024 সালের আগে কংগ্রেস একে বিজেপির বিরুদ্ধে একটা বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে ৷ বিএমএসের জাতীয় সাধারণ সম্পাদক রবীন্দ্র হিমতে একটি সংবাদসংস্থায় জানান, সীতারমনের সঙ্গে বৈঠকে সংগঠনের পক্ষ থেকে পুরনো পেনশন প্রকল্প চালু করার আর্জি জানিয়েছে ৷ সঙ্গে ভাতার পরিমাণ ন্যূনতম 1 হাজার টাকা হোক এবং সর্বোচ্চ 5 হাজার টাকা ৷ এছাড়া আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় অবসরপ্রাপ্ত জনগণের জন্য আরও ভালো স্বাস্থ্য পরিষেবা বন্দোবস্তেরও আবেদন জানিয়েছে বিএমএস ৷

নয়াদিল্লি, 3 ডিসেম্বর: পুরনো পেনশন প্রকল্প চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাল ভারতীয় মজদুর সংঘ (Bharatiya Mazdoor Sangh, BMS) ৷ 21-29 নভেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে আরএসএস নেতাদের বৈঠক হয়, তখনই আরএসএস অনুমোদিত এই সংগঠন এই দাবি তোলে (Bharatiya Mazdoor Sangh BMS demands old pension scheme to Union Finance Minister Nirmala Sitharaman) ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটের রূপরেখা তৈরির জন্য বিভিন্ন সংগঠন, শিল্পসংস্থা, বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন ৷ তার অংশ হিসেবে আরএসএস নেতাদের সঙ্গে নির্মলা সীতারমনের আলোচনা হয় ৷ একাধিক বৈঠকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ অনুমোদিত বিভিন্ন সংগঠন অর্থমন্ত্রীকে কৃষক ও শ্রমিকদের স্বার্থ সংক্রান্ত দৃষ্টিভঙ্গির কথা জানায় ৷ সংঘ অনুমোদিত ভারতীয় কিষাণ সংঘ সরকারের কাছে আর্জি জানিয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে আর্থিক সুবিধার পরিমাণ আরও বাড়ানো হোক এবং তা মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে করুক কেন্দ্র ৷

আরও পড়ুন: মোদির নেতৃত্বে ভারত ক্রমেই শক্তিশালী হচ্ছে, রিচার টুইট বিতর্কে মন্তব্য আরএসএস নেতার

একইভাবে স্বদেশি জাগরণ মঞ্চ চিনের সঙ্গে দিনে দিনে ব্যবসা-বাণিজ্যে কমে যাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে ৷ তারা অর্থমন্ত্রীকে আমদানি শুল্ক (Import Duty) বৃদ্ধির পরামর্শ দিয়েছে ৷ এর সঙ্গে উঠে এসেছে পুরনো পেনশন প্রকল্পের বিষয়টিও ৷

2024 সালের আগে কংগ্রেস একে বিজেপির বিরুদ্ধে একটা বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে ৷ বিএমএসের জাতীয় সাধারণ সম্পাদক রবীন্দ্র হিমতে একটি সংবাদসংস্থায় জানান, সীতারমনের সঙ্গে বৈঠকে সংগঠনের পক্ষ থেকে পুরনো পেনশন প্রকল্প চালু করার আর্জি জানিয়েছে ৷ সঙ্গে ভাতার পরিমাণ ন্যূনতম 1 হাজার টাকা হোক এবং সর্বোচ্চ 5 হাজার টাকা ৷ এছাড়া আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় অবসরপ্রাপ্ত জনগণের জন্য আরও ভালো স্বাস্থ্য পরিষেবা বন্দোবস্তেরও আবেদন জানিয়েছে বিএমএস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.