ভোপাল(মধ্য়প্রদেশ), 22 ফেব্রুয়ারি : মধ্য়প্রদেশের এক কংগ্রেস বিধায়কের তেল কারখানা থেকে 7.5 কোটি টাকা বাজেয়াপ্ত করল আয়কর বিভাগ। ঘটনাটি ভোপালের সোলাপুর এলাকার। অভিয়ুক্ত বিধায়কের নাম নিলয় দাগা।
খবর পেয়ে আয়কর আধিকারিকরা ওই কারখানায় হানা দেন। একটি ব্য়াগের মধ্য়ে টাকা রাখা ছিল। আধিকারিকরা সেখানে পৌঁছাতেই টাকার ব্য়াগগুলি নিয়ে পালানোর চেষ্টা করে কারখানার কয়েকজন কর্মী। কিন্তু তারা ব্য়র্থ হয়। মধ্য়প্রদেশে একসঙ্গে এত টাকা বাজেয়াপ্ত আয়কর দপ্তরের ইতিহাসে এই প্রথম।
এরই সঙ্গে ওই কারখানা থেকে প্রচুর টাকা হাওয়ালার মাধ্য়মে লেনদেন করা হয়েছে বলে জানতে পেরেছেন আয়কর আধিকারিকরা। আয়কর দপ্তর সূত্রে জানা গেছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা টাকার অঙ্ক প্রায় 8.10 কোটি। এদিকে টাকার উৎস নিয়ে জানতে চাওয়া হলে বিধায়ক কোনও সদুত্তর দিতে পারেননি।