ETV Bharat / bharat

Fraud in name of NASA: রাইস পুলার মেশিন পরীক্ষায় আসছেন নাসার বিজ্ঞানীরা ! প্রকাশ্যে 6 কোটির প্রতারণা - পুণে

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার নাম করে বিরাট অঙ্কের আর্থিক প্রতারণার (Fraud in name of NASA) অভিযোগ ! মহারাষ্ট্রের পুণেয় (Pune) ঠিক কী ঘটেছিল ?

Rs 6 Crore Fraud in name of NASA by which hundreds of people cheated in Pune
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 2, 2023, 1:05 PM IST

পুণে, 2 ফেব্রুয়ারি: মানুষকে বোকা বানিয়ে টাকা রোজগার ! সোজা কথায় জালিয়াতি বা প্রতারণা ৷ কিন্তু, তা বলে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার নাম করে প্রতারণা (Fraud in name of NASA) ! তাও কি হয় ? ঘটনা হল, হ্যাঁ, হয় ! আর সেটা হয়েছে আমাদেরই দেশে ! মহারাষ্ট্রের পুণেতে (Pune) ৷ তথ্য বলছে, গত কয়েক দিন ধরে পুণের বিভিন্ন জায়গা থেকে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ সামনে এসেছে ৷ কখনও যৌন সম্পর্কের ফাঁদ পেতে, আবার কখনও সাইবার অপরাধকে হাতিয়ার করে বহু মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে ৷ কিন্তু, নাসার নামে প্রতারণা আগে কখনও ঘটেনি বলেই দাবি করা হচ্ছে ৷

ঘটনাটি ঠিক কী ?

এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত পুলিশ যেটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছে, সেই অনুসারে, নাসার নাম করে অভিযুক্তরা অন্তত 6 কোটি টাকার আর্থিক প্রতারণা করেছেন ৷ বুন্দা গার্ডেন থানার পুলিশ মোট চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ৷ বিষয়টি নিয়ে প্রথম পুলিশের দ্বারস্থ হন বাবাসাহেব নরহরি সোনওয়ার নামে এক প্রৌঢ় ৷ তিনি বুন্দা গার্ডেন থানায় একটি লিখিত অভিযোগ করেন ৷ তাতে দাবি করা হয়, চার যুবক তাঁর কাছে এবং তাঁর মতো আরও অনেকের কাছে একটি রাইস পুলার মেশিন (Rice Puller Machine Fraud) বিক্রির প্রস্তাব দিয়েছে ৷ ওই যুবকদের দাবি ছিল, আগামী দিনে এই মেশিনের বিরাট চাহিদা তৈরি হবে ৷ তাই এখন যদি কেউ এই মেশিন কেনেন, তাহলে আগামী দিনে তাঁর ভালো লাভ হবে ৷

আরও পড়ুন: প্রকাশ্যে ব্লুটুথ ব্যবহারে বাড়ছে বিপদ ! ব্লুবাগিংয়ের জালে তথ্যচুরি হ্যাকারদের

নাসার সঙ্গে সম্পর্ক কোথায় ?

যাঁরা এই রাইস পুলার মেশিন কেনার জন্য ওই চার যুবককে টাকা দিয়েছিলেন, তাঁদের ক্রেতা না বলে সরাসরি বিনিয়োগকারীর তকমা দেন ওই চার যুবক ! এই তথাকথিত বিনিয়োগকারীদের নিয়ে পুণে রেলস্টেশনের কাছে একটি হোটেলে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ! বলা হয়, সেই শিবিরে নাসার গবেষক ও বিজ্ঞানীরা আসবেন এবং তাঁরা ওই রাইস পুলার মেশিন পরীক্ষা করে দেখবেন ! কিন্তু, রাইস পুলার মেশিন বলে যা দেখানো হচ্ছিল, সেগুলি আসলে একধরনের ধাতব পাত্র ! বিষয়টি নিয়ে সন্দেহ হওয়াতেই পুলিশের দ্বারস্থ হন বাবাসাহেব নরহরি সোনওয়ার ৷

পুলিশের জালে:

বাবাসাহেব নরহরি সোনওয়ারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ ৷ বিষয়টি নিয়ে আর্থিক অপরাধ শাখার আধিকারিকরাও তদন্ত শুরু করেন ৷ তাতে বোঝা যায়, পুরোটাই আদতে ধাপ্পাবাজি ! শেষমেশ সংশ্লিষ্ট চার যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযুক্তরা হলেন রাম গায়কোয়াড়, রামচন্দ্র বাঘমারে, সন্তোষ সকপাল এবং রাহুল যাদব ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অন্তত 100 জনের সঙ্গে আর্থিক প্রতারণা করা হয়েছে ৷ এখনও ঘটনার তদন্ত চলছে ৷

পুণে, 2 ফেব্রুয়ারি: মানুষকে বোকা বানিয়ে টাকা রোজগার ! সোজা কথায় জালিয়াতি বা প্রতারণা ৷ কিন্তু, তা বলে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার নাম করে প্রতারণা (Fraud in name of NASA) ! তাও কি হয় ? ঘটনা হল, হ্যাঁ, হয় ! আর সেটা হয়েছে আমাদেরই দেশে ! মহারাষ্ট্রের পুণেতে (Pune) ৷ তথ্য বলছে, গত কয়েক দিন ধরে পুণের বিভিন্ন জায়গা থেকে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ সামনে এসেছে ৷ কখনও যৌন সম্পর্কের ফাঁদ পেতে, আবার কখনও সাইবার অপরাধকে হাতিয়ার করে বহু মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে ৷ কিন্তু, নাসার নামে প্রতারণা আগে কখনও ঘটেনি বলেই দাবি করা হচ্ছে ৷

ঘটনাটি ঠিক কী ?

এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত পুলিশ যেটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছে, সেই অনুসারে, নাসার নাম করে অভিযুক্তরা অন্তত 6 কোটি টাকার আর্থিক প্রতারণা করেছেন ৷ বুন্দা গার্ডেন থানার পুলিশ মোট চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ৷ বিষয়টি নিয়ে প্রথম পুলিশের দ্বারস্থ হন বাবাসাহেব নরহরি সোনওয়ার নামে এক প্রৌঢ় ৷ তিনি বুন্দা গার্ডেন থানায় একটি লিখিত অভিযোগ করেন ৷ তাতে দাবি করা হয়, চার যুবক তাঁর কাছে এবং তাঁর মতো আরও অনেকের কাছে একটি রাইস পুলার মেশিন (Rice Puller Machine Fraud) বিক্রির প্রস্তাব দিয়েছে ৷ ওই যুবকদের দাবি ছিল, আগামী দিনে এই মেশিনের বিরাট চাহিদা তৈরি হবে ৷ তাই এখন যদি কেউ এই মেশিন কেনেন, তাহলে আগামী দিনে তাঁর ভালো লাভ হবে ৷

আরও পড়ুন: প্রকাশ্যে ব্লুটুথ ব্যবহারে বাড়ছে বিপদ ! ব্লুবাগিংয়ের জালে তথ্যচুরি হ্যাকারদের

নাসার সঙ্গে সম্পর্ক কোথায় ?

যাঁরা এই রাইস পুলার মেশিন কেনার জন্য ওই চার যুবককে টাকা দিয়েছিলেন, তাঁদের ক্রেতা না বলে সরাসরি বিনিয়োগকারীর তকমা দেন ওই চার যুবক ! এই তথাকথিত বিনিয়োগকারীদের নিয়ে পুণে রেলস্টেশনের কাছে একটি হোটেলে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ! বলা হয়, সেই শিবিরে নাসার গবেষক ও বিজ্ঞানীরা আসবেন এবং তাঁরা ওই রাইস পুলার মেশিন পরীক্ষা করে দেখবেন ! কিন্তু, রাইস পুলার মেশিন বলে যা দেখানো হচ্ছিল, সেগুলি আসলে একধরনের ধাতব পাত্র ! বিষয়টি নিয়ে সন্দেহ হওয়াতেই পুলিশের দ্বারস্থ হন বাবাসাহেব নরহরি সোনওয়ার ৷

পুলিশের জালে:

বাবাসাহেব নরহরি সোনওয়ারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ ৷ বিষয়টি নিয়ে আর্থিক অপরাধ শাখার আধিকারিকরাও তদন্ত শুরু করেন ৷ তাতে বোঝা যায়, পুরোটাই আদতে ধাপ্পাবাজি ! শেষমেশ সংশ্লিষ্ট চার যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযুক্তরা হলেন রাম গায়কোয়াড়, রামচন্দ্র বাঘমারে, সন্তোষ সকপাল এবং রাহুল যাদব ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অন্তত 100 জনের সঙ্গে আর্থিক প্রতারণা করা হয়েছে ৷ এখনও ঘটনার তদন্ত চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.