মাইসোর (কর্ণাটক), 23 অক্টোবর: ঐতিহ্য মেনে কর্ণাটকের মাইসোর প্যালেসের কল্যাণা মণ্ডপে মহীশূর দশরা উপলক্ষে, রাজা যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওদেয়ার অস্ত্র এবং গরু, ঘোড়া এবং হাতির ঐতিহ্যবাহী অজুধা পুজোয় অংশ নেন ৷ এই পুজো রাজপরিবারের অন্যতম পুজো ৷ বছরের পর বছর ধরে একই নিয়ম ও ঐতিহ্য মেনে এই পুজো হয়ে আসছে ৷
আয়ুধ পুজোর সময় যদুবীর ওদেয়ার ব্যক্তিগত অস্ত্রেরও পুজো করেন ৷ এর আগে সকালে, ব্যক্তিগত অস্ত্রগুলি কোডি সোমেশ্বর মন্দিরের কাছে নিয়ে গিয়ে পরিষ্কার করা হয় এবং তারপরে কল্যাণ মণ্ডপে আনা হয় যেখানে ঐতিহ্যবাহী এই পুজো করা হয়েছে। দুপুর 12.20টা থেকে 12.45 টা পর্যন্ত পুজো করেন রাজা যদুবীর। তারপর যদুবীর রাজপরিবারের ঘোড়া, গরু এবং প্রাসাদের হাতিদের একে একে নিয়ে আসা হয় পুজোর জন্য ৷
শুধু তাই নয়, এই পুজোর নিয়ম অনুসারে, হাতি, ঘোড়ার পাশাপাশি পুজো করা হয় ব্যক্তিগত গাড়িগুলিকেও ৷ সেই মতো নিয়ম মেনে রাজা যদুবীর তাঁর ব্যবহৃত দামি প্রাইভেট গাড়িগুলির পুজো দেন। এর পরে রাজা় যদুবীর কৃষ্ণ দত্ত চামরাজা ওয়াদেয়ার প্রাসাদের ভিতরে চলে যান। সোমবার সন্ধ্যায় একান্ত দরবারের পর তিনি ভাণীবিলাসা মন্দিরে গিয়ে কঙ্কণা দূর করবেন। এর পরে, যদুবীর অম্বা বিলাসা দত্ত পুজো করবেন এবং অমলা দেবীর দর্শন করবেন। সেই সঙ্গে শেষ হবে নবরাত্রি (দশেরা) বা নবমী পুজোর অনুষ্ঠান শেষ হবে।
আরও পড়ুন: ঘুম পাচ্ছে ? কর্ণাটকের এক ছাত্রী তৈরি করেছে ঘুম তাড়ানার যন্ত্র
এখানে বেশ ধুমধামের সঙ্গে দশেরার আয়োজন করা হয় ৷ 10 দিনের এই উৎসব বিজয়াদশমী বা দশম দিনে অর্থাৎ মঙ্গলবার শেষ হবে। এই দিন দশেরা উপলক্ষে জাম্বু সাভারী শোভাযাত্রা বিকেল 4.40 মিনিট থেকে শুরু হবে। জাম্বু সাভারি শোভাযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সন্ধ্যা 7.30 মিনিটে বনিমন্তপা মাঠে দশেরা টর্চলাইট প্যারেড (পাঞ্জিনা কাভায়াতু) অনুষ্ঠিত হবে।