ETV Bharat / bharat

ডিজিট্য়াল ওয়েস্ট ম্য়ানেজমেন্ট সিস্টেম চালু রৌরকেলায় - রৌরকেলা

রৌরকেলায় চালু করা হচ্ছে ওয়েস্ট ম্য়ানেজমেন্ট সিস্টেম ৷ পৌরনিগমের প্রতিটি বাড়িতে কিউ আর কোড লাগানো থাকবে ৷ জিপিএস সিস্টেমের মাধ্য়মে পুরো বিষয়টি ট্র্য়াক করা হবে৷

rourkela
কিউ আর কোড লাগানো হচ্ছে
author img

By

Published : Mar 17, 2021, 6:27 PM IST

সুন্দরগড় (ওড়িশা), 17 মার্চ : কিউ আর কোড যুক্ত ওয়েস্ট ম্য়ানেজমেন্ট সিস্টেম চালু করল রৌরকেলা পৌরনিগম ৷ এবার থেকে ওই পৌরনিগমের প্রতিটি বাড়িতে একটি করে কিউ আর কোড থাকবে ৷ এবং গারবেজ কালেকশন গাড়িগুলিতে জিপিএস ট্য়াকিং সিস্টেম লাগানো থাকবে ৷

রৌরকেলা পৌরনিগমের কমিশনার দেবজ্য়তি পারিদা বলেন, প্রতিটি ওয়ার্ডে ঝাড়ুদার নির্দিষ্ট নির্দিষ্ট বাড়িতে পৌঁছবে ৷ তাঁরা বাড়ি থেকে ময়লা সংগ্রহ করবেন৷ পাশাপাশি তাঁর কাছে থাকা স্মার্টফোন দিয়ে প্রতিটি বাড়ির জন্য় প্রদত্ত নির্দিষ্ট কিউ আর কোড স্ক্য়ান করবেন ৷ এতে ময়লা সংগ্রহের যাবতীয় তথ্য় নথিভুক্ত হয়ে যাবে ৷ এই ব্য়বস্থার ফলে পরিষ্কার হয়ে যাবে কোন কোন এলাকার বা বাড়ির ময়লা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না ৷

আরও পড়ুন- মোদির সভায় উপস্থিত থাকবেন শিশির অধিকারী : শুভেন্দু

প্রতিদিন, পুরো সিস্টেম থেকে একটি ডেটা প্রকাশ করা হবে ৷ যেখানে বোঝা যাবে কোন কোন বাড়িতে বা এলাকায় বর্জ জমে রয়েছে ৷ এবং তার জন্য় কে দায়ি তা খুঁজে বের করা হবে ৷ প্রয়োজনে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে ৷ শুধু বাড়িতে নয়, পাবলিক টয়লেটেও ওই কিউআর কোড ব্য়বহার করা হবে ৷

কেন এই ধরনের প্রযুক্তির ব্য়বহার করা হচ্ছে

অনেক বাড়ির মালিক এবং দোকানদাররা অভিযোগ করেছেন তাঁদের এলাকা দিয়ে ঝাড়ুদার ও ময়লা ফেলার দাড়ি আসে না ৷ ফলে তাঁরা বর্জ পদার্থ ফেলতে পারেননা ৷ সেকারণে পুরো বিষয়টি ট্র্য়াক করার জন্য়ই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আপাতত, চ্ছেন্ড,বাসন্তি কলোনি এবং সিভিল টাউনশিপ এলাকায় ওই প্রযুক্তি ব্য়বহার করা হচ্ছে ৷

সুন্দরগড় (ওড়িশা), 17 মার্চ : কিউ আর কোড যুক্ত ওয়েস্ট ম্য়ানেজমেন্ট সিস্টেম চালু করল রৌরকেলা পৌরনিগম ৷ এবার থেকে ওই পৌরনিগমের প্রতিটি বাড়িতে একটি করে কিউ আর কোড থাকবে ৷ এবং গারবেজ কালেকশন গাড়িগুলিতে জিপিএস ট্য়াকিং সিস্টেম লাগানো থাকবে ৷

রৌরকেলা পৌরনিগমের কমিশনার দেবজ্য়তি পারিদা বলেন, প্রতিটি ওয়ার্ডে ঝাড়ুদার নির্দিষ্ট নির্দিষ্ট বাড়িতে পৌঁছবে ৷ তাঁরা বাড়ি থেকে ময়লা সংগ্রহ করবেন৷ পাশাপাশি তাঁর কাছে থাকা স্মার্টফোন দিয়ে প্রতিটি বাড়ির জন্য় প্রদত্ত নির্দিষ্ট কিউ আর কোড স্ক্য়ান করবেন ৷ এতে ময়লা সংগ্রহের যাবতীয় তথ্য় নথিভুক্ত হয়ে যাবে ৷ এই ব্য়বস্থার ফলে পরিষ্কার হয়ে যাবে কোন কোন এলাকার বা বাড়ির ময়লা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না ৷

আরও পড়ুন- মোদির সভায় উপস্থিত থাকবেন শিশির অধিকারী : শুভেন্দু

প্রতিদিন, পুরো সিস্টেম থেকে একটি ডেটা প্রকাশ করা হবে ৷ যেখানে বোঝা যাবে কোন কোন বাড়িতে বা এলাকায় বর্জ জমে রয়েছে ৷ এবং তার জন্য় কে দায়ি তা খুঁজে বের করা হবে ৷ প্রয়োজনে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে ৷ শুধু বাড়িতে নয়, পাবলিক টয়লেটেও ওই কিউআর কোড ব্য়বহার করা হবে ৷

কেন এই ধরনের প্রযুক্তির ব্য়বহার করা হচ্ছে

অনেক বাড়ির মালিক এবং দোকানদাররা অভিযোগ করেছেন তাঁদের এলাকা দিয়ে ঝাড়ুদার ও ময়লা ফেলার দাড়ি আসে না ৷ ফলে তাঁরা বর্জ পদার্থ ফেলতে পারেননা ৷ সেকারণে পুরো বিষয়টি ট্র্য়াক করার জন্য়ই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আপাতত, চ্ছেন্ড,বাসন্তি কলোনি এবং সিভিল টাউনশিপ এলাকায় ওই প্রযুক্তি ব্য়বহার করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.