ETV Bharat / bharat

Rohit ruled out: ছিটকে গেলেন রোহিত, এজবাস্টন টেস্টে নেতৃত্ব দেবেন বুমরা - এজবাস্টন টেস্টে নেতৃত্ব দেবেন বুমরা

বুধবার রোহিত শর্মার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে । তাঁর বদলে পঞ্চম টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা (Rohit ruled out of fifth Test after testing Covid positive again) ।

Rohit ruled out News
Rohit ruled out News
author img

By

Published : Jun 29, 2022, 7:16 PM IST

Updated : Jun 29, 2022, 8:23 PM IST

লন্ডন, 29 জুন: এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা । বুধবার ভারত অধিনায়কের করোনা পরীক্ষার দ্বিতীয় রিপোর্টও পজিটিভ আসে । তাঁর বদলে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা (Rohit ruled out of fifth Test after testing Covid positive again) ।

1 জুলাই বার্মিংহ্যামে শুরু হচ্ছে গতবছর ভারত-ইংল্যান্ড অসমাপ্ত সিরিজের শেষ টেস্ট । করোনার কারণে সেপ্টেম্বরে সফর শেষ না-করেই দেশে ফিরতে হয়েছিল ভারতীয় দলকে ৷ এজবাস্টন টেস্ট শুরু হওয়ার দিনপাঁচেক আগে সেই করোনা আক্রান্ত হয়েছিলেন রোহিত । 26 জুন লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলাকালীনই ভাইরাস সংক্রামিত হয়েছিলেন অধিনায়ক । তারপর থেকে লেস্টারশায়ারে টিম হোটেলেই নিভৃতবাসে রয়েছেন রোহিত ।

আরও পড়ুন : বার্মিংহ্যাম টেস্টের আগে কোভিড আক্রান্ত রোহিত ! ভারতীয় শিবিরে দুশ্চিন্তা

এদিন ফের তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে ৷ তারপরেই দলের তরফে জানিয়ে দেওয়া হয়, মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ায় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন রোহিত ৷ ফলে দলকে নেতৃত্ব দেবেন মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের সতীর্থ বুমরা ৷

লন্ডন, 29 জুন: এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা । বুধবার ভারত অধিনায়কের করোনা পরীক্ষার দ্বিতীয় রিপোর্টও পজিটিভ আসে । তাঁর বদলে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা (Rohit ruled out of fifth Test after testing Covid positive again) ।

1 জুলাই বার্মিংহ্যামে শুরু হচ্ছে গতবছর ভারত-ইংল্যান্ড অসমাপ্ত সিরিজের শেষ টেস্ট । করোনার কারণে সেপ্টেম্বরে সফর শেষ না-করেই দেশে ফিরতে হয়েছিল ভারতীয় দলকে ৷ এজবাস্টন টেস্ট শুরু হওয়ার দিনপাঁচেক আগে সেই করোনা আক্রান্ত হয়েছিলেন রোহিত । 26 জুন লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলাকালীনই ভাইরাস সংক্রামিত হয়েছিলেন অধিনায়ক । তারপর থেকে লেস্টারশায়ারে টিম হোটেলেই নিভৃতবাসে রয়েছেন রোহিত ।

আরও পড়ুন : বার্মিংহ্যাম টেস্টের আগে কোভিড আক্রান্ত রোহিত ! ভারতীয় শিবিরে দুশ্চিন্তা

এদিন ফের তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে ৷ তারপরেই দলের তরফে জানিয়ে দেওয়া হয়, মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ায় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন রোহিত ৷ ফলে দলকে নেতৃত্ব দেবেন মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের সতীর্থ বুমরা ৷

Last Updated : Jun 29, 2022, 8:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.